Posts

Showing posts from June 3, 2022

সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস

Image
  ফাইল ছবি সারা দেশে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩ জুন) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আরও বিস্তার লাভের জন্য অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। এজন্য ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সং...

যুদ্ধ শেষ হবে আলোচনার টেবিলে, প্রত্যাশা ন্যাটো প্রধানের

Image
  পশ্চিমা সামরিক জোট ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং জাতীয় উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে ইউক্রেনে এবং ন্যাটো জোটকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধন্যবাদ প্রদান করে স্টোলটেনবার্গ বলেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রতিদিন পার্থক্য তৈরি হচ্ছে। ন্যাটো প্রধান বলেন, প্রেসিডেন্ট পুতিন ক্ষুদ্রতর ন্যাটো চান। মূলত এ কারণেই তিনি ইউক্রেনে আক্রমণ করেছেন। কিন্তু তিনি ন্যাটোকে আরও বেশি পাচ্ছেন। সিএনএনের সাংবাদিক এমজে লি ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে স্টোলটেনবার্গের মন্তব্য জানতে চান। জবাবে তিনি বলেন, প্রকৃতগতভাবে যুদ্ধ নিয়ে ভবিষ্যতদ্বাণী করা যায় না। আমাদের দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে মন্তব্য করে ন্যাটো প্রধান বলেন, রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিডিপ্রতিদিন/কবিরুল