Posts

Showing posts from January 13, 2019

বাংলাদেশ ও এডিবির মধ্যে ২০০ মিলিয়ন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর

Image
বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর হয়। ছবি : সংগৃহীত বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি আজ রবিবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বাক্ষরিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়িতব্য ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’-এর অনুকূলে এই চুক্তি স্বাক্ষর করা হয়। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ভারপ্রাপ্ত সচিব মনোয়ার আহমদ এবং এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকার ও এডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রোজেক্ট’-এর মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ৮টি জেলা, ঢাকা বিভাগের ৫টি জেলা, খুলনা বিভাগের ৭টি জেলা, রাজশাহী বিভাগের ৬টি জেলা এবং রংপুর বিভাগের ৮টি জেলার সর্বমোট ১৮০টি উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন করা হবে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ২৮৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে এডিবি ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ হিসেবে দেবে। অবশিষ্ট ...

রাঙ্গামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধশত ঘর পুড়ে ছাই

Image
                                                          প্রতীকী ছবি রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশত কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল সাড়ে ৮ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।  ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন প্রায় দীর্ঘ ২ ঘণ্টা স্থায়ী হয়। ফয়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৭৫টি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী

Image
হাওয়াইয়ে ডেমোক্রেটিক প্রতিনিধি তুলসি গব্বর ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শনিবার সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। মার্কিন এ রাজনীতিবিদ প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার বিষয়ে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন। ৩৭ বছর বয়সী তুলসি মার্কিন ইতিহাসে প্রথম হিন্দু হিসেবে কংগ্রেসে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। সম্প্রতি তিনি নিউ হ্যাম্পশায়ার ও আইওয়া চষে বেড়িয়েছেন। আত্মজীবনী লিখেছেন যেটি আগামী মে মাসে প্রকাশিত হবে।  ২০১৬ সালে সিরিয়া সফরকালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করে সমালোচিত হন তুলসি। সেসময় তুলসি জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিরোধী পক্ষের সঙ্গে আলোচনায় বসাটাকেই তিনি প্রাধান্য দিয়েেছেন।  ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বাছাইয়ের নির্বাচনে বার্নি স্যান্ডার্সের প্রতি সমর্থন জানিয়েছিলেন তুলসি। যদিও পরে জয়ী হন হিলারি ক্লিনটন।  প্রেসিডেন্ট নির্বাচিত হলে অনেকগুলো রেকর্ড গড়বেন তুলসি। তার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট, প্রথম নার...

পাকিস্তানকে আর 'মিত্র' হিসেবে পাশে চায় না যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি ফের পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে আর মিত্র হিসেবে না রাখার জন্য পেশ হল বিল। ন্যাটো’র সদস্য না হওয়া সত্বেও দীর্ঘদিন ধরে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ সহযোগীর তকমা দিয়েছে আমেরিকা। ফলে যুক্তরাষ্ট্রের থেকে নানা ধরনের সাহায্য পেয়ে এসেছে তারা। বিভিন্ন সুযোগ সুবিধাও ভোগ করেছে। কিন্তু সন্ত্রাসবাদ ইস্যুতে ইসলামাবাদের ভূমিকায় বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ মার্কিন জনপ্রতিনিধিদের একটা বড় অংশ। রিপাবলিকান কংগ্রেস সদস্য অ্যান্ডি ব্রিগস হাউস অফ রিপ্রেজেন্টিটিভস-এ পেশ করেছেন এই পাক বিরোধী প্রস্তাবে। অবিলম্বে পাকিস্তানকে দেওয়া ন্যাটো বহির্ভূত সহযোগীর তকমা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। এমনকি, ভবিষ্যতে পাকিস্তানকে ফের এই তকমা ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপের কথা বলেছেন তিনি। পরবর্তী পদক্ষেপের জন্য বিলটি কংগ্রেসের বিদেশ সংক্রান্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। মার্কিন আইনসভার অনুমোদন পেলে ন্যাটো বহির্ভূত সহযোগীর তকমা হারাবে পাকিস্তান। উল্লেখ্য, কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পাকিস্তান আমেরিকার জন্য কিছুই করেনি। উপরন্তু ওসামা ...

জাকির নায়েকের ব্যাপারে আরও তথ্য-প্রমাণ চায় মালয়েশিয়া

Image
মালয়েশিয়ায় অবস্থানরত ভারতীয় ধর্মপ্রচারক জাকির নায়েককে ফিরিয়ে দিতে ভারতের কাছে আরও তথ্য ও প্রমাণ চেয়েছে দেশটি। সম্প্রতি রাইসিনা ডায়ালগের জন্য নয়াদিল্লি সফর করা মালয়েশিয়ার সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একথা জানান। খবর মালয়েশিয়াকিনি'র। গত বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে টিভির সঙ্গে একান্ত আলাপকালে জাকির নায়েককে ভারতের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটির সঙ্গে আমরা একমত না। তাই তাকে ফিরে পেতে ভারতকে তার বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ দেখাতে হবে। তিনি বলেন, এক্ষেত্রে আমরা আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে পদক্ষেপ নেব। তাই আমরা মামলাটি সব দৃষ্টিকোণ থেকেই সূক্ষ্মভাবে বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করবো। ২০১৬ সালে ঢাকার গুলশানে হামলাকারী জঙ্গিদের কয়েকজন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয় বলে অভিযোগ ওঠে। তখন তিনি এই অভিযোগ নাকচ করে বলেন, আমি শান্তির দূত, কখনও সন্ত্রাসবাদে উৎসাহ দিইনি। এরপর থেকেই বিদেশে আছেন এই ভারতীয় ধর্মপ্রচারক। বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। বিডি প্রতিদিন/হিমেল