Posts

Showing posts from March 12, 2019

মায়ের অনুরোধে সন্তানকে নিতে ফিরলো বিমান

Image
প্রতীকী ছবি শিশুকে সঙ্গে নিতে ভুলে গেলেন মা। এর মধ্যেই গন্তব্যে যেতে উড়াল দিয়েছে বিমান। মাঝপথে দেখলেন বিমানবন্দরে রেখে এসেছেন নিজের সন্তানকে। তখনই বিমান ক্রুকে জানালেন একথা। পাইলট জানতে পেরে মাঝপথ থেকে ফিরে শিশুকে নিয়ে তবেই গেলেন গন্তব্যে। এমন ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে মালয়েশিয়াগামী একটি বিমানে। ওই নারীর অনুরোধে কুয়ালালামপুরের পথে থাকা বিমানটি ফের জেদ্দাহর কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফিরে। সেখান থেকে ফেলে রাখা শিশুকে নিয়ে যান কুয়ালামপুরে। এক ভিডিওতে দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে পাইলট অস্বাভাবিক কথা বলছেন। কথোপকথনে তিনি ফের কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফেরার অনুমতি চান। পাইলট বলেন, আল্লাহ আমাদের সহায় হোন। আমরা কি পুনরায় ফিরতে পারি। এমন কথোপকথন ট্রাফিক কন্ট্রোলারদের কাছে অস্বাভাবিক মনে হয়। তখন তিনি পাইলটের কাছে এর কারণ জানতে চান। জবাবে পাইলট বলেন, এই ফ্লাইটটিকে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। একজন যাত্রী তার শিশু সন্তানকে ভুলে রেখে এসেছেন। ট্রাফিক অপারেটর প্রথমে অনুমতি দিতে রাজি হননি। পরে ফের অপারেটর জানান, ঠিক আছে, তুমি ফেরত যেতে পার। আরও পড়ুন:  নুরকে ব...

আরও বেশি অস্ত্র আনছে বাংলাদেশ

Image
বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৫। ছবি: সংগৃহীত। বিগত কয়েক বছরে বাংলাদেশ অস্ত্র আমদানি বাড়িয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সোমবার এসআইপিআরআই তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসআইপিআরআই-এর ‘ট্রেন্ডস ইন ইন্টারন্যাশনাল আর্মস ট্র্যান্সফার-২০১৮’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে অস্ত্র আমদানিকারক দেশের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সৌদি আরব, দ্বিতীয় অবস্থানে ভারত। আর বাংলাদেশের অবস্থান ২৫ তম। এবং বাংলাদেশের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থান ১১। বাংলাদেশের পরে অবস্থান রয়েছে কানাডার (২৬)। এসআইপিআরআই (২০১৪-২০১৮) সালের করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ অস্ত্র আমদানি করেছে ১.২%। যা (২০০৯-২০১৩)-তে ছিল ১%। অন্যদিকে অস্ত্র আমদানিতে শীর্ষে থাকা সৌদি আরব গত বছর গুলোতে অস্ত্র কিনেছে ১২%। দ্বিতীয় অবস্থানে থাকা ভারত অস্ত্র আমদানি করেছে ৯.৫%। এরপরের অবস্থান গুলোতে আছে মিশর, অস্ট্রেলিয়া, আলজেরিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম। আরো পড়ুন:...