মায়ের অনুরোধে সন্তানকে নিতে ফিরলো বিমান
প্রতীকী ছবি শিশুকে সঙ্গে নিতে ভুলে গেলেন মা। এর মধ্যেই গন্তব্যে যেতে উড়াল দিয়েছে বিমান। মাঝপথে দেখলেন বিমানবন্দরে রেখে এসেছেন নিজের সন্তানকে। তখনই বিমান ক্রুকে জানালেন একথা। পাইলট জানতে পেরে মাঝপথ থেকে ফিরে শিশুকে নিয়ে তবেই গেলেন গন্তব্যে। এমন ঘটনা ঘটেছে সৌদি আরব থেকে মালয়েশিয়াগামী একটি বিমানে। ওই নারীর অনুরোধে কুয়ালালামপুরের পথে থাকা বিমানটি ফের জেদ্দাহর কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফিরে। সেখান থেকে ফেলে রাখা শিশুকে নিয়ে যান কুয়ালামপুরে। এক ভিডিওতে দেখা যায় এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে পাইলট অস্বাভাবিক কথা বলছেন। কথোপকথনে তিনি ফের কিং আব্দুল আজিজ বিমান বন্দরে ফেরার অনুমতি চান। পাইলট বলেন, আল্লাহ আমাদের সহায় হোন। আমরা কি পুনরায় ফিরতে পারি। এমন কথোপকথন ট্রাফিক কন্ট্রোলারদের কাছে অস্বাভাবিক মনে হয়। তখন তিনি পাইলটের কাছে এর কারণ জানতে চান। জবাবে পাইলট বলেন, এই ফ্লাইটটিকে ফিরতে অনুরোধ জানানো হয়েছে। একজন যাত্রী তার শিশু সন্তানকে ভুলে রেখে এসেছেন। ট্রাফিক অপারেটর প্রথমে অনুমতি দিতে রাজি হননি। পরে ফের অপারেটর জানান, ঠিক আছে, তুমি ফেরত যেতে পার। আরও পড়ুন: নুরকে ব...