Posts

Showing posts from January 23, 2019

সাব্বির–তাসকিনকে নিয়েই নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ

Image
তাসকিন আহমেদকেও ফিরিয়েছেন নির্বাচকেরা। ছবি: প্রথম আলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রায় শেষ দিকে এসে জাতীয় দলের বন্ধ দরজা খুলল সাব্বির রহমানের জন্য। নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে ফেরানো হয়েছে সাব্বির রহমানকে। গত সেপ্টেম্বরে শৃঙ্খলাভঙ্গের অপরাধে ছয় মাস আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে খুব একটা ছন্দে ছিলেন না। কিন্তু বিপিএলে রংপুরের বিপক্ষে ৮৫ রানের ইনিংস খেলেই নিজেকে চিনিয়েছেন নতুন করে। নিষেধাজ্ঞার শাস্তির মেয়াদ কমিয়ে তাঁকে জাতীয় দলে ফেরালেন নির্বাচকেরা। সাব্বিরের মতো তাসকিনও ফিরেছেন জাতীয় দলে। প্রায় ১ বছর ৩ মাস বাইরে থাকার পর নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে ডাক পেলেন এই পেসার। তাসকিন দেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল গঠন করলেও ১৫জনের নাম ঘোষণা করেছেন নির্বাচকেরা। বাকি একজনের নাম পরে ঘোষণা করা হবে। সেই একটি জায়গায় পেসার খেলানোর সম্ভাবনাই বেশি। এমন ইঙ্গিতই দিয়েছেন নির্বাচকেরা। নিউজিল্যান্ড সফরে গিয়ে আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। ১৩ ফ...

এত বোমার খয়খরচা কই পায় তালেবান?

Image
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে ওয়ারদাক প্রদেশে গত সোমবার সামরিক বাহিনীর সুরক্ষিত প্রশিক্ষণকেন্দ্রে ভয়াবহ হামলা চালায় তালেবান। ছবি: রয়টার্স আফগান তালেবান তার শক্তির জানান আরেকবার দিল। বিগত কয়েক মাসের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। লক্ষ্যবস্তু—দেশটির নিরাপত্তা বাহিনী। নিহত শতাধিক। গত সোমবার রাজধানী কাবুলের কাছে ওয়ারদাক প্রদেশে সামরিক বাহিনীর সুরক্ষিত প্রশিক্ষণকেন্দ্রে গাড়িবোমা হামলার পর এলোপাতাড়ি গুলি চালায় তালেবান। এমন সুরক্ষিত স্থানে ভয়াবহ হামলার ব্যাপকতায় চুপসে গেছে দেশটির সরকার। কীভাবে কী হলো, তা নিয়ে সরকার চিন্তিত। সামরিক স্থাপনায় হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনীর বহু সদস্যের প্রাণ নিয়ে তালেবান যে সক্ষমতা দেখিয়েছে, তা মোটেই বিস্ময়কর নয়। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার মুখে তালেবানের পতন হলেও তারা নিশ্চিহ্ন হয়নি। বরং সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তানে তালেবানের পুনরুত্থান ঘটেছে। আফগানিস্তানে এখন তালেবানের সংখ্যা প্রায় ৬০ হাজার। দেশটির একটা বড় অংশে তাদের সক্রিয় উপস্থিতি আছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তারা হুটহাট হামলা চালাচ্ছে। হ...

ওর সামনেই মা–বাবা–বোনকে গুলি করে হত্যা

Image
পুলিশের অভিযানে রক্ষা পাওয়া শিশুদের একজনকে দেখতে হাসপাতালে যান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বাজদার (ডানে)। ছবি: বিবিসির সৌজন্যে ঘটনার পরপর পাকিস্তানের পুলিশ জানিয়েছিল, অভিযানে চার ‘জঙ্গি’ নিহত হয়েছে। তিন জঙ্গি পালিয়ে গেছে। তবে কয়েক ঘণ্টার মধ্যে জানা গেল ঘটনা ছিল ভিন্ন। শিশুসন্তানদের সামনেই বাবা, মা, বোনসহ চারজনকে গুলি করে হত্যা করে পুলিশ। ওই পরিবারের বেঁচে যাওয়া তিন শিশুর মধ্যে নয় বছর বয়সী এক ছেলেশিশুর বয়ানে উঠে এসেছে পুলিশের নির্মমতার চিত্র। ছেলেটির বক্তব্যের ভিডিও এখন ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। গত শনিবার পাকিস্তানের লাহোরের দক্ষিণ-পশ্চিমে সাহিওয়াল শহরে ঘটনাটি ঘটে। জঙ্গি দমনে উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী দাবি করেছিল, নিহত চারজনের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সম্পৃক্ততা ছিল। অন্য তিন ‘জঙ্গি’ মোটরবাইকে করে পালিয়ে গেছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার প্রত্যক্ষদর্শী নয় বছরের উমায়ের খলিল সাংবাদিকদের বলেছে ভিন্ন গল্প। সে জানিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে তার পরিবার এক...

The bridges in Vietnam

Image

হামাস শিবিরে ইসরাইলি হামলা, ত্রাণ সরবরাহ বন্ধ

Image
ইসরাইলি বাহিনী মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি এক নাগরিক নিহতের একদিন পর আবারও এ হামলা চালানো হলো।  হামলার কারণে ত্রাণ সরবরাহে আবারও বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র। ইসরাইল ও কট্টরপন্থী ইসলামি সংগঠনের মধ্যে অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি ঘোষণার সুবাদে তুলনামূলকভাবে কয়েক সপ্তাহ শান্ত থাকার পর এসব ঘটনা উত্তেজনা বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে। সংগঠনটি গাজা উপত্যকায় সক্রিয়। ইসরাইল জানান, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের দু’টি পর্যবেক্ষণ স্থাপনা লক্ষ্যকরে ট্যাঙ্ক হামলা চালায়। এতে এক হামাস জঙ্গি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোহাম্মাদ আল-নাবাহীন (২৪) ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয়। এ সময় আরও চারজন আহত হয়েছে। হামাস জানায়, সে তাদের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাশেম ব্রিগেডের সদস্য। বিডি প্রতিদিন/এনায়েত করিম

'আমি মারা গেছি', বিমান দুর্ঘটনার আগে আর্জেন্টাইন ফুটবলারের শেষ বার্তা

Image
আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালা। ছবি: সংগৃহীত ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য পাড়ি জমালেও গন্তব্যে পৌঁছানো হলো না আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো সালার। সোমবার (২১ জানুয়ারি) ফ্রান্সের নঁতে থেকে কার্ডিফের উদ্দেশ্যে যাত্রা শুরু করা সালার বিমানটি নিখোঁজ হয় ইংলিশ চ্যানেলে। দুর্ঘটনায় পড়ার আগে এই ফুটবলার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা প্রকাশ করেন। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর সালার হোয়াটস অ্যাপের মাধ্যমে তার শেষ অডিও বার্তা দেওয়ার খবরটি প্রকাশ করে। অডিও বার্তায় সালা বলেন, 'হ্যালো! ছোট ভাইয়েরা, তোমরা কেমন আছো? আমি মারা গেছি। আমি একটি প্লেনে আছি যেটি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। আমি কার্ডিফ যাচ্ছি। আগামীকাল থেকে শুরু হবে। বিকেলে ট্রেনিং। দেখা যাক কী হয়!' দুর্ঘটনার ঠিক আগে ওই অডিও বার্তায় তিনি আরও বলেন, 'ভাই ও বোনেরা, তোমরা কেমন আছ। সব ঠিক তো? এক-দেড় ঘণ্টার মধ্যে যদি আমার কাছ থেকে কোনো খবর না পাওয়া যায়, আমি জানি না ওরা কাউকে পাঠাবে কিনা আমাকে খোঁজার জন্য। আমাকে হয়তো আর খুঁজে পাবে না তখন। কিন্তু বাবা তুমি জানো... আমি কতটা ভয়ে আছি।’ আরও পড়ুন:   জনগণ এখন আ...

ওয়ানডেতে সেরা পাঁচ দ্রুততম ১০০ উইকেট শিকারি

Image
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারের তালিকায় প্রথমেই আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৪৪টি ম্যাচে ১০০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেন তিনি। শততম উইকেটটি পান ২০১৮ সালের ২৫ মার্চ, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারারেতে। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ৫২তম ম্যাচে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০১৬ সালের ২১ অগস্ট, শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোতে। পাকিস্তানের সাকলিন মুস্তাক রয়েছেন এই তালিকার তৃতীয় স্থানে। ৫৩টি ম্যাচ খেলে ১০০টি উইকেট পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ১৯৯৭ সালের ১২ মে, শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্বালিয়রে। নিউজিল্যান্ডের বোলার শেন বন্ড রয়েছেন চতুর্থ স্থানে। ৫৪টি ম্যাচ খেলে ১০০ উইকেটের পেয়েছিলেন তিনি। শততম উইকেটটি পান ২০০৭ সালের ২৩ জানুয়ারি, ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাডিলেডে। পঞ্চম স্থানে রয়েছেন অস্ট্রেলীয় বোলার ব্রেট লি। ২০০৩ সালের ২৫ জানুয়ারি মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে শততম উইকেটটি পান তিনি। সেটি ছিল তাঁর ৫৫তম ম্যাচ। বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সেনা প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্পকে হুঁশিয়ারি

Image
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হলে কাবুল ফিরে যেতে পারে ১৭ বছর আগের সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই মর্মেই কার্যত হুঁশিয়ারি দিল দেশটির থিঙ্ক ট্যাঙ্ক ‘‌র‌্যান্ড কর্পোরেশন’। সংস্থার সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে তালেবান সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠবে। আফগানিস্তানে অবস্থিত মার্কিন সেনা কমিয়ে অর্ধেক করে দিতে গত মাসেই মার্কিন প্রশাসনকে জানিয়েছেন ট্রাম্প। সূত্রের খবর, সেই প্রস্তুতি শুরু হবে আর কিছু দিনের মধ্যে। তাঁর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্রুত রিপোর্টটি তৈরি করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কটি।  সংস্থার হয়ে যারা এই রিপোর্ট প্রস্তুত করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের আফগানিস্তান বিষয়ক তৎকালীন সচিব জেমস রবিন্স, প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্তা জেসন ক্যাম্পবেলের মতো ব্যক্তিরা।  বলা হচ্ছে, ‘ইরান, রাশিয়ার মতো দেশগুলোর সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে মজবুত হবে। পাকিস্তান দীর্ঘদিন ধরে নিজেদের ভূখণ্ডকে তালেবান জঙ্গিদের লালন করার জন্য ব্যবহার করে এ...

বরফে জমে গেছে নায়াগ্রা জলপ্রপাত

Image
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে কানাডা সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত। এটি এখন নতুন রূপ জন্ম দিয়েছে, যা দেখে অভিভূত হচ্ছেন পর্যটকরা। তীব্র শীতে নায়াগ্রার কিছু কিছু জায়গায় পানি জমে গেছে। ফলে ওই স্থানগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে পানি প্রবাহ অনেকটা কমেছে। মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে, এই অঞ্চলে চলতি সপ্তাহজুড়ে হাড় কাঁপানো শীত থাকবে। এ সময় সেখানে মাইনাস ৫ থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হতে পারে। প্রসঙ্গত, ১৮৪৮ সালে ২৯ মার্চ তীব্র ঠাণ্ডায় নায়াগ্রা জলপ্রপাতের পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৪০ ঘণ্টার মতো এই প্রবাহ বন্ধ ছিল। বিডি প্রতিদিন/হিমেল

চিঠি লিখে জিতে নিন বাড়ি!

Image
এই বাড়ির মালিক চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। ছবিটি ফেসবুক থেকে নেওয়া। লেকের সামনে তিন তলা বাড়ি। চারপাশে বেশ গাছ-গাছালি। এই বাড়িতে আছে তিনখানা শোয়ার ঘর। আছে বিশাল বারান্দা। আর এই পুরো বাড়িটা মুফতে পেতে হলে আপনাকে শুধু চিঠি লিখতে হবে! চিঠি ভালো হলেই পেয়ে যাবেন তিন তলা বাড়িটি। বিবিসির খবরে বলা হয়েছে, এই সুযোগ পাওয়া যাচ্ছে কানাডার কালগ্যারি শহরে। বাড়িটির মালিক আলা ওয়াগনার চিঠি লেখা প্রতিযোগিতার আয়োজন করেছেন। আগ্রহী ব্যক্তিদের ১৯ ডলারের এন্ট্রি ফি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে চিঠিতে। প্রশ্নটি হলো- ‘লেকের সামনের এই বাড়িতে চলে এলে আপনার জীবনে কী পরিবর্তন আসবে?’ মালিক আলা ওয়াগনার বাড়িটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। প্রায় ১৭ লাখ কানাডীয় ডলার মূল্যমানের এই বাড়ি প্রথমে বিক্রির চেষ্টা করেছিলেন আলা। কিন্তু বিক্রি না হওয়ায় নেন চিঠি লেখা প্রতিযোগিতার উদ্যোগ। ফেসবুকে দেওয়া এক পোস্টে বাড়ির মালিক লিখেছেন, ‘এই বাড়িতে আমার পরিবারের অনেক স্মৃতি আছে। সেগুলো অমূল্য। পুকুরে হাঁসগুলোর ঘুরে বেড়ানোর দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। দেখা যায় খোলা আকাশ। রাতে ...

ব্রেক্সিট ঝামেলা এড়াতে যুক্তরাজ্য সদরদপ্তর স্থানান্তর করবে সনি

Image
ফাইল ছবি ব্রেক্সিট সংক্রান্ত শুল্ক বিষয়ের ঝামেলা এড়াতে সনি ব্রিটেন থেকে তাদের ইউরোপীয় সদরদপ্তর নেদারল্যান্ডে সরিয়ে নেবে। তবে তাদের বর্তমান যুক্তরাজ্য কোম্পানির কার্যক্রম অপরিবর্তিত থাকবে। বুধবার কোম্পানির এক মুখপাত্র একথা জানান। কোম্পানির মুখপাত্র তাকাশি লিদা এএফপি’কে বলেন, ‘আমরা মার্চের শেষ নাগাদ আমাদের ইউরোপীয় সদরদপ্তর সরিয়ে নেদারল্যান্ডে নিচ্ছি।’ তিনি জানান, সেখান থেকে সদরদপ্তর সরিয়ে নেয়ার লক্ষ্য হচ্ছে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পর শুল্ক সংক্রান্ত প্রক্রিয়ার ঝামেলা এড়ানো। জাপানের ইলেক্ট্রনিক জায়ান্ট কোম্পানি সনি গত বছরের শেষের দিকে নেদারল্যান্ডে একটি নতুন কোম্পানির নিবন্ধন করে। তারা এ নতুন কোম্পানিতে ব্রিটেনে থাকা তাদের বর্তমান ইউরোপীয় সদরদপ্তর একীভূত করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, সনির প্রতিদ্বন্দ্বী প্যানাসনিক কোম্পানি ব্রিটেন থেকে তাদের ইউরোপীয় সদরদপ্তর নেদারল্যান্ডে সরিয়ে নিতে গত বছর পদক্ষেপ নেয়। ব্রেক্সিট সংক্রান্ত শুল্ক বিষয়ে সম্ভাব্য ঝামেলা এড়াতেই তারা এমন পদক্ষেপ গ্রহণ করে।   খবর এএফপি’র। ইত্তেফাক/এএম

উ. কোরিয়ায় আরও গোপন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি

Image
উত্তর কোরিয়ার আরেকটি গোপন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি আবিষ্কার করেছেন গবেষকেরা। ২০টি ঘাঁটির এটি একটি বলে মনে করা হচ্ছে। ছবি: রয়টার্স উত্তর কোরিয়ার আরেকটি গোপন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটি আবিষ্কার করেছেন গবেষকেরা। কমিউনিস্ট রাষ্ট্রটির অঘোষিত ২০টি ঘাঁটির এটি একটি বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণাধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) গতকাল সোমবার প্রকাশিত প্রতিবেদনে সিনো-রি নামের ওই ঘাঁটির কথা বলা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আগামী ফেব্রুয়ারির শেষে আরেকটি বৈঠকের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহ প্রকাশের তিন দিন পরই পিয়ংইয়ংয়ের অঘোষিত ক্ষেপণাস্ত্রের দপ্তরটি আবিষ্কার হলো। প্রতিবেদন অনুসারে, সিনো-রি ঘাঁটিটি উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভাজনকারী অসামরিক অঞ্চল থেকে ১৩২ মাইল উত্তরে অবস্থিত। ঘাঁটিটি সাত বর্গমাইল এলাকাজুড়ে। পরমাণু ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ঘাঁটিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঘাঁটিটি থেকে দক্ষিণ কোরিয়া, জাপান এমনকি যুক্তরাষ্ট্রের...

কাতার সফরে ইমরান খান, গ্যাসের মূল্য নির্ধারণে আলোচনা

Image
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে রাজধানী দোহায় বৈঠক করেছেন। গতকাল ইমরান খান দু' দিনের সফরে কাতার পৌঁছান। ইমরান খান ও শেখ তামিম দ্বি-পক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কাতারি আমিরের সঙ্গে বৈঠকে ইমরান খান এলএনজি’র দাম কমানো এবং কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের বিষয় নিয়ে আলোচনা করেন। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সময় এলএনজি আমদানির বিষয়ে যে চুক্তি করা হয়েছিল তাতে ইসলামাবাদ অন্তত ৬৩ বিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়বে। সে ক্ষেত্রে ইমরান খান কাতারকে এলএনজির দাম পর্যালোচনা করে ৪০০ কোটি ডলার কমানোর অনুরোধ করেছেন যা বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এর আগে ইমরান খান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।  পাক প্রধানমন্ত্রীর সম্মানে রাজধানী দোহার আমিরি দিওয়ানে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া, ইমরান খানকে গার্ড অব অনার দেয়া হয়েছে।  কাতারি প্রধানমন্ত্রী ইমরান খানের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন। কাতারি ন...

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনুন: অমিত শাহ

Image
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: ইন্টারনেট পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনুন, বাংলাদেশ থেকে একজন অনুপ্রবেশকারীও ঢুকতে পারবে না। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদায় এক জনসভায় একথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পাশাপাশি তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল (এনআরসি) এ বার পশ্চিমবঙ্গেও ইস্যু হতে চলেছে। ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বসবাসকারী সব শরণার্থী বাংলাদেশি হিন্দুদের নাগরিকত্ব দেবে বিজেপি। একজনকেও ভারত ছাড়তে হবে না। বিভিন্ন রাজ্যের ২৩ দলকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠন করেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে গত শনিবার কলকাতায় এ ফ্রন্টের বড় সভাও হয়েছে। আরো পড়ুন:  ব্রেক্সিট নিয়ে পাল্টাপাল্টি প্রস্তাব মে ও করবিনের​ এ প্রসঙ্গে অমিত শাহ বলেন, ব্রিগেড সমাবেশে যে নেতারা ছিলেন তাদের মধ্যে ৯ জনেরই ইচ্ছে রয়েছে প্রধানমন্ত্রী হওয়ার। বিরোধীরা মানুষের জন্য চিন্তিত নন, মোদীকে হটানোই তাদের লক্ষ্য। এ মহাজোট স্বার্থে জোট। আমরা বলছি গরিবি হটাও, বিরোধীরা বলছে মোদী হটাও। তাই সাবধান হয়ে যান। অমিত শাহ দুদিনে পশ্চিমবঙ্গে তিনটি সভা করবেন। তবে ৮ ফেব...

'ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবেন না'

Image
সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করেন নেতানিয়াহু ও ইদ্রিস দেবি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আফ্রিকার দেশ চাদ যে উদ্যোগ নিয়েছে তার বিরোধিতা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি চাদের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে।  হামাস বলেছে, চাদের এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার শামিল। গত রোববার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাদ সফরে যান। এ সফরের সময় নেতানিয়াহু এবং চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন। গতকাল এক বিবৃতিতে হামাস এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিপজ্জনক উদ্যোগ নিয়েছে চাদ।  হামাস আরও বলেছে, সম্পর্ক স্বাভাবিক করার উদোগ না নিয়ে বরং ইসরায়েলকে একঘরে করার পদক্ষেপ নেয়া উচিত এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখা দরকার। বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৯/আরাফাত

সিরিয়ার পূর্বাঞ্চলে আইএসের সর্বশেষ ঘাঁটি ছাড়লো প্রায় ৫ হাজার লোক

Image
ফাইল ছবি সিরিয়ার পূর্বাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ ঘাঁটি থেকে প্রায় ৫ হাজার লোক অন্যত্র চলে গেছে। সোমবার থেকে ওই এলাকা ত্যাগ করা এসব লোকজনের মধ্যে আইএসের প্রায় ৫০০ যোদ্ধাও রয়েছে। এ অঞ্চলে আইএস ক্রমশই তাদের নিয়ন্ত্রণ হারাচ্ছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপির। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সহায়তায় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সেপ্টেম্বর মাস থেকে পূর্বাঞ্চলীয় প্রদেশ দির এজোর থেকে আইএস জিহাদিদের হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে। আরো পড়ুন: লক্ষ্মীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ নিহত ৭ মানবাধিকার সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সোমবার থেকে প্রায় ৪ হাজার ৯শ’ লোক দির এজোর প্রদেশ থেকে অন্যত্র চলে যায়। এদের অধিকাংশই নারী। এসব লোকের মধ্যে ৩ হাজার ৫শ’ জন মঙ্গলবার ওই এলাকা ছেড়ে যায়।’ পর্যবেক্ষণ সংস্থা জানায়, বেসামরিক লোকদের অধিকাংশই জিহাদিদের পরিবারের সদস্য। সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের (এসডিএল) ভাড়া করা ট্রাকে করে তাদেরকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। ইত্তেফাক/এএম

ভয়ঙ্কর ‘মিলান ২টি’

Image
ফাইল ছবি ‘মিলান ২টি’ প্রস্তুতকারী দেশ ফ্রান্স। ফরাসি ভাষায় মিলান এর অর্থ ঘুড়ি। এটি সেকেন্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। মিলান'র পাঁচটি ভ্যারিয়্যান্ট রয়েছে- মিলান ১, মিলান ২, মিলান ২টি, মিলান ৩ এবং মিলান ইআর। মিলান ৩ এবং ইআর হলো থার্ড জেনারেশন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। ১৯৭২ সাল থেকে সেনাবাহিনীতে মিলান'র ব্যবহার শুরু হয়। সাউথ আফ্রিকান বর্ডার ওয়ার, লেবাননের গৃহযুদ্ধ, ইরান-ইরাক যুদ্ধ, উপসাগরীয় যুদ্ধ, লিবিয়া, ইরাক, সিরিয়ার গৃহযুদ্ধ এবং ২০১৭ সালের ইরাক-কুর্দ সংঘর্ষে খুব কার্যকরী ভূমিকা ছিল এই অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের। এই মিসাইলে সেমি অটোমেটিক কম্যান্ড টু লাইন অব সাইট (স্যালকোস) সিস্টেম দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, একজন অপারেটর থাকেন যিনি লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য মিসাইলকে গাইড করেন। মিলান শ্রেণির মিসাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, এটা অন্য মিসাইলকে ট্র্যাক করে পিছনের দিকে লাগানো ইনফ্রারেড ল্যাম্প বা ইলেকট্রনিক ফ্ল্যাশ ল্যাম্পের মাধ্যমে। এটি ওয়্যার-গাইডেড মিসাইল। অর্থাৎ উৎক্ষেপণ স্থল থেকে মিসাইলের সঙ্গে সংযোগস্থাপনের ব্যাবস্থাও অনন্য...

পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ৬ষ্ঠ স্প্যান বসানোর কাজ শুরু

Image
ফাইল ছবি পদ্মাসেতুর জাজিরা প্রান্তে ৬ষ্ঠ স্প্যান বসানোর কাজ আজ বুধবার সকালে শুরু হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়াড থেকে জাহাজে করে স্প্যানটি জাজিরায় আনা হয়। ৩৬ ও ২৭ নং পিলারের উপর বসানো হচ্ছে স্প্যানটি। এছাড়াও মাওয়া প্রান্তে আরো একটি পিলার বসানো হয়েছে। এ নিয়ে জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ৯০০ মিটার দৃশ্যমান হতে যাচ্ছে। মাওয়া প্রান্তসহ দৃশ্যমান হবে এক হাজার ৫০ মিটার। স্প্যানটি আরো পূর্বে বসানোর প্রস্তুতি ছিল কর্তৃপক্ষের। কিন্তু নাব্যতা সঙ্কটের কারণে তা সম্ভব হয়নি। তিন হাজার টন ওজনের স্প্যান নিয়ে বিশাল ভাসমান ক্র্যানটি যাওয়ার মতো পানি নদীতে ছিল না। প্রকৌশলীরা জানান, কিছুদিন ধরে দিনরাত পদ্মা সেতুর চ্যানেলে নাব্যতা ফেরাতে ড্রেজিং করা হয়েছে। চায়না মেজর ব্রিজ কোম্পানির তিনটি ড্রেজার এবং স্থানীয় আরো চারটি ড্রেজারসহ সাতটি ড্রেজার দিয়ে ড্রুেজং করে পদ্মায় নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। দায়িত্বশীল এক প্রকৌশলী জানান, মাঝেরচর নামের বিশাল চর কেটে সেতুর জন্য যে চ্যানেল করা হয়েছিল, তার প্রায় পুরোটাতে ব্যাপকভাবে পলি জমেছিল। একরকম নতুন করে চ্যানে...