Posts

Showing posts from October 3, 2018

৩০ রানে অলআউট বাংলাদেশ, পাকিস্তানের কাছে হার

Image
টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে  পাকিস্তানের বিপক্ষে  মুখ থুবড়ে পড়লো  এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল ।  মাত্র ৩০ রানেই অলআউট হয়ে যায় তারা।   বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার থেকে ৬ ওভার কমিয়ে আনা হয়। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডজনিত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।     ১৪ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৮৮ রান সংগ্রহ করে পাকিস্তান। এর জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। আর বরণ করে ৫৮ রানের পরাজয়। তবে অল্পের জন্য এড়িয়েছে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জা।    বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ছাড়া কেউই একটি বাউন্ডারি মারতে সক্ষম হননি। অন্যান্য ব্যাটসম্যানদের রানের ফিগারটা ছিল এমন ২, ১, ২, ৬, ২, ০, ৩, ০, ০, ২।    টি-টোয়েন্টি  সিরিজের তৃতীয়  ম্যাচটি হবে  ৫ অক্টোবর। আর  চতুর...

ইরাকে কেন সুন্দরী নারীদের হত্যার লক্ষ্যবস্তু করা হচ্ছে?

Image
ইরাকের সাবেক মিস ইরাক খেতাব জয়ী বলেছেন তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এর আগে একজন মডেলকে হত্যা করা হয় দেশটিতে। কিন্তু কেন মডেল বা সুন্দরী প্রতিযোগীতায় জেতা এসব নারীদের টার্গেট করা হচ্ছে? সীমা কাসেম নামে সাবেক মিস ইরাক অনলাইনে একটা লাইভ ব্রডকাস্টে এসে বলেছেন, তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে এই বলে যে তিনি হবেন হত্যাকারীদের পরবর্তী টার্গেট। গত বৃহস্পতিবার টারা ফারেস নামে একজন মডেলকে বাগদাদে গুলি করে হত্যা করা হয়। টারা ফারেসের বিশাল ফ্যান ফলোয়ার ছিল। ইন্সটাগ্রামে ২৮ লাখ ফলোয়ার। এর ঠিক দুই দিন আগে একজন নারী হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট কে বাসরা শহরে গুলি করে মারা হয়। ঐ নারীর নাম সৌদ আল আলী। এ বছরের আগস্ট মাসে বাগদাদে দুইটি বিউটি পার্লারের দুইজন মালিককে তাদের নিজেদের বাড়ীতে যেয়ে হত্যা করা হয়। এই দুইজনই ছিলেন নারী। তারা মিস ফারেসের সাথে সখ্যতা ছিল বা তাদের একটা সামাজিক যোগাযোগ ছিল। এটা পরিষ্কার না এই হত্যাকাণ্ড গুলোর একটার সাথে আরেকটার কোন যোগসূত্র আছে কীনা। কিন্তু প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী বলেছেন, তার মনে হয়েছে হত্যাকাণ্ড গুলো সুপরিকল্পিত এবং তিনি তদন্তের নির্দেশ...

আফগানিস্তানে বিমান হামলায় ৫ হাক্কানি জঙ্গি নিহত

Image
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় আফগান এয়ার ফোর্সের এক বিমান হামলায় হাক্কানি গ্রুপের পাঁচ জঙ্গি নিহত হয়েছে। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গোমাল জেলার একটি দূর্গম এলাকায় জঙ্গি উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে হামলাটি চালানো হয়। তালিবান জঙ্গি গ্রুপের সঙ্গে সম্পর্কিত একটি শক্তিশালী শাখা হচ্ছে এই হাক্কানি নেটওয়ার্ক। এ ব্যাপারে গ্রুপটির পক্ষ থেকে কোনো মন্তব্য জানা যায়নি। বিডি প্রতিদিন/এনায়েত করিম

Wife of Former Malaysian Leader Arrested in Graft Scandal

Image
অর্থ পাচারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের স্ত্রী রোশমা মানসুরকে আজ বুধবার গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন সংস্থা। আজ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। নাজিব রাজাকের স্ত্রীর আইনজীবী কুমারায়েনদ্রান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্থ পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুর্নীতি দমন সংস্থা গ্রেফতার করেছে। সম্প্রতি মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ড. মাহাথির মোহাম্মাদের জোট পাকাতান হারাপান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনালকে পরাজিত করে সরকার গঠন করে। প্রধানমন্ত্রী থাকাকালে নাজিবের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ ওঠে। এদিকে, আগামীকাল বৃহস্পতিবার রোশমা মানসুরকে অর্থ পাচারের দায়ে অভিযুক্ত করা হতে পারে বলে খবরে বলা হচ্ছে।  বিডি প্রতিদিন/এ মজুমদার

'সিরিয়াকে এস-৩০০ ব্যবস্থা সরবরাহ করার কাজ সম্পন্ন'

Image
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশ সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার কাজ শেষ করেছে। সিরিয়াকে এ ব্যবস্থা দেয়া হলে তা তেল আবিবের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে ইসরায়েল যে উদ্বেগ প্রকাশ করেছিল কার্যত তা উপেক্ষা করেই দামেস্ককে এটি সরবরাহ করা হলো। মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়াকে এস-৩০০ ব্যবস্থা সরবরাহ করার কথা জানান শোইগু।  তিনি বলেন, সিরিয়ায় মোতায়েন আমাদের সেনা সদস্যদের আরো ভালো নিরাপত্তা দেয়ার লক্ষ্যে আমরা সিরিয়ায় এস-৩০০ ব্যবস্থা নেয়ার কাজ শেষ করেছি। একদিন আগে এই কাজ সম্পন্ন হয়েছে। আমরা এটির পুরো ব্যবস্থা সিরিয়ার কাছে হস্তান্তর করেছি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, সিরিয়ার বিশেষজ্ঞদের এস-৩০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পারদর্শী করার জন্য প্রশিক্ষণ দিতে তিন মাস সময় লাগবে। গতমাসে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দেশটিকে এস-৩০০ সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছিল মস্কো। এস-৩০০ ব্যবস্থা দিয়ে আকাশপথে ধেয়ে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র...

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

Image
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে আজ বুধবার মাউন্ট সপুটান আগ্নেয়গিরি ছাই বায়ুমণ্ডলের ৪ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে। দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছে।  জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রোহো জানান, আগ্নেয়গিরির ছাই অগ্ন্যুৎপাতস্থল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, অগ্নুৎপাতস্থল থেকে ৪ কিলোমিটার এলাকা বিপদজনক বলে ঘোষণা দেয়া হয়েছে। এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে এই এলাকা ৬ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৪৭ জনে দাঁড়িয়েছে। -বাসস ইত্তেফাক/জেআর
Image

ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে বললো জাতিসংঘ

Image
মানবিক ও বিমান চলাচল বিষয়ক অবরোধগুলো তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আদেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের এ আদেশ অন্তর্বতীকালীন বলে জানিয়েছে আল-জাজিরা।   ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আগে ওয়ার্ল্ড কোর্ট নামে পরিচিত ছিল। ইরান এ আদালতে অবরোধের ব্যাপারে নালিশ করেছিল।   ইরানের পক্ষ থেকে যুক্তি তুলে ধরে বলা হয় ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি হয়েছিল। কিন্তু চলমান অবরোধ সেই চুক্তির লংঘন।   আদালতের অন্তর্বতীকালীন আদালতে বলা হয়, এ বিষয়ে শুনানি চলাকালে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে অবরোধ স্থগিত রাখতে হবে।   ইত্তেফাক/টিএস

কিমের সঙ্গে বৈঠক করতে উত্তর কোরিয়া যাবেন পম্পেও

Image
পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম জোরদার করা বিষয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে আলোচনা করতে রবিবার দেশটিতে সফর করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।    মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, উত্তর কোরিয়ার পাশাপাশি পম্পেও জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনও সফর করবেন।  অক্টোবরের ৬ থেকে ৮ তারিখের মধ্যে দেশগুলোতে যাবেন পম্পেও।    নুয়ার্ট বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ার চতুর্থবারের মতো সফর করতে যাচ্ছেন। আমি মনে করি(নিরস্ত্রীকরণের ক্ষেত্রে) এবিষয়টি অগ্রগতি ও গতিশীলতার প্রমাণ। অবশ্যই, পুরো প্রক্রিয়া শেষ হতে এখনো অনেক পথ বাকি তবে আমরা আসন্ন আলোচনায় পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করার অপেক্ষায় রয়েছি। -দ্য গার্ডিয়ান   ইত্তেফাক/ জেআর

কিমের সঙ্গে বৈঠকে বসবেন পম্পেও

Image
পারমাণবিক নিরস্ত্রীকরণ কার্যক্রম জোরদার করতে রবিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নাওইরট বলেন, পম্পেও জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনেও সফর করবেন। বিডি প্রতিদিন/এনায়েত করিম

যেভাবে ১৯ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে মারা গেল ১৩০০ লোক

Image
ইন্দোনেশিয়ার পালুতে আঘাত হানা সুনামির ঢেউ ছিল ৬ মিটার বা প্রায় সাড়ে ১৯ ফুট উঁচু। ভূ-প্রাকৃতিকভাবে ইন্দোনেশিয়া এমন একটি দেশ যেখানে ভুমিকম্প প্রায় প্রতিদিনই হয়, কিন্তু পালুতে ভুমিকম্প থেকে এত বড় ঢেউ সৃষ্টি হলো কেন - তা স্থানীয় লোকদের তো বটেই এমনকি বিজ্ঞানীদেরও বিস্মিত করেছে। এই সুনামির আঘাতে পালু শহরের ১৩০০-র বেশি লোক নিহত হয়েছে এখন পর্যন্ত। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ৭.৫ মাত্রার যে ভুমিকম্পটি হয়েছে তা থেকে এমন ভয়ঙ্কর সুনামি হবে - তা অনেকেই ভাবতে পারেনি। এর পেছনে কাজ করেছে পালুর ভৌগোলিক অবস্থান, সময়, আর দুর্বল পূর্ব- সতর্কীকরণ ব্যবস্থা। একটা নির্দিষ্ট মাত্রার ভুমিকম্প হলে কী হতে পারে, কতটা ক্ষতি হতে পারে - তা নানা রকমভাবে অনুমান করা যায়। পালুর ক্ষেত্রে যা হয়েছে - বিজ্ঞানীরা বলছেন, সবচেয়ে খারাপ যা হতে পারে ঠিক সেটাই হয়েছে। কি ঘটছিল সেদিন? বিজ্ঞানীরা এখন পুরো দিনের ঘটনার একটা চিত্র তুলে ধরছেন। শুক্রবার পুরো দিন ধরেই ছোট ছোট ভুমিকম্প হচ্ছিল। কিন্তু সন্ধ্যের দিকে হঠাৎ একটা গুরুতর ঘটনা ঘটে। মাটির ৬ মাইল নিচে ভূ-স্তরের যে টেকটনিক প্লেটের সংযোগস্থল - যাকে বলে পালু-কো...