ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নিতে বললো জাতিসংঘ
মানবিক ও বিমান চলাচল বিষয়ক অবরোধগুলো তুলে নিতে যুক্তরাষ্ট্রকে আদেশ দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের এ আদেশ অন্তর্বতীকালীন বলে জানিয়েছে আল-জাজিরা।
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আগে ওয়ার্ল্ড কোর্ট নামে পরিচিত ছিল। ইরান এ আদালতে অবরোধের ব্যাপারে নালিশ করেছিল।
ইরানের পক্ষ থেকে যুক্তি তুলে ধরে বলা হয় ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত মৈত্রী চুক্তি হয়েছিল। কিন্তু চলমান অবরোধ সেই চুক্তির লংঘন।
আদালতের অন্তর্বতীকালীন আদালতে বলা হয়, এ বিষয়ে শুনানি চলাকালে যুক্তরাষ্ট্রকে সাময়িকভাবে অবরোধ স্থগিত রাখতে হবে।
ইত্তেফাক/টিএস
Comments