Posts

Showing posts from January 17, 2018

ফিলিস্তিনের জন্য জাতিসংঘ সংস্থা থেকে বরাদ্দকৃত অর্থ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

Image
যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের জন্য জাতিসংঘ ত্রাণ সংস্থাকে দেয়া সাড়ে ছয় কোটি ডলার সহায়তা মঙ্গলবার প্রত্যাহার করে নিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনকে অর্থ সহায়তা বন্ধ করে দেয়ার হুমকির দুই সপ্তাহ পর এমন পদক্ষেপ নেয়া হলো। ফিলিস্তিনি নেতৃবৃন্দের ওপর চাপ প্রয়োগের জন্য নয়, বরং অন্যান্য দেশকে সহায়তা প্রদান ও ইউএনআরডব্লিউএ-কে সংস্কারের জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু ফিলিস্তিনকে দেয়া সকল সহায়তা যারা বন্ধ করতে চান, তাদের সঙ্গে এতে করে যে মানবিক ও কূটনৈতিক সংকট সৃষ্টি হবে বলে যারা আশঙ্কা করছেন, তাদের মধ্যে মতবিরোধের মধ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হল। এই সিদ্ধান্তের ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেন, ‘ইউএনআরডব্লিউএ’র ব্যাপারে আমি উদ্বিগ্ন। আমি তীব্রভাবে আশা করছি যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউএনআরডব্লিউএ এর জন্য তহবিল সরবরাহ অব্যাহত রাখতে সক্ষম হবে।...

রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস ভারতের

Image
ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ বুধবার দিল্লীতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে, এছাড়া আলোচনা হয়েছে অমীমাংসিত তিস্তা চুক্তির মতো বিষয়েও। বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশকে অব্যাহত সমর্থন জানিয়ে যাওয়ায় মাহমুদ আলী ধন্যবাদ জানাচ্ছেন সুষমা স্বরাজকে। জবাবে সুষমা স্বরাজও বলেছেন, ‘বাংলাদেশের প্রতি আমাদের সমর্থন নিশ্চিত।’ গত বছরের অক্টোবরেই দুই দেশের মধ্যেকার চতুর্থ জয়েন্ট কনসালটেটিভ কমিটির বৈঠকে যোগ দিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকায় গিয়েছিলেন, তার তিন মাসের মধ্যেই আবার দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে মুখোমুখি বৈঠক হল। বৈঠকে স্বরাজ জানিয়েছেন, রাখাইন স্টেটের বাস্তুচ্যুত মানুষরা যাতে তাদের আবাসভূমিতে ফিরে যেতে পারেন, সে জন্য তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভারত তাদের সমর্থনের অঙ্গীকারে অবিচল থাকব...

নির্বাচন না হলে আগের রুটিনেই এসএসসি পরীক্ষা

Image
ফাইল ছবি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত না হলে এসএসসি ও সমমানের ওই দুদিনের পরীক্ষাও পেছানো হবে না। আগের রুটিন অনুযায়ী তা অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন না হলে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সব পরীক্ষা হবে। ইত্তেফাক/এমআই

মিয়ানমারে পুলিশের গুলিতে ৭ বৌদ্ধ নিহত

Image
মিয়ানমারে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইনদের ওপর পুলিশের গুলিবর্ষণে সাতজন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। মঙ্গলবার রাতে তারা একটি সরকারি দপ্তর দখলে নেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবরে বলা হয়, বৌদ্ধধর্মাবলম্বী কয়েক হাজার বিক্ষোভকারী একটি অনুষ্ঠান পালনের জন্য প্রাচীন মন্দির চত্বর মরাউকে সমবেত হয়েছিল। এ অঞ্চলের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর সামরিক বাহিনী ব্যাপক দমনপীড়ন চালালেও এটি এখন পর্যন্ত অক্ষত রয়েছে। তবে তাদের সমাবেশটি কেন সহিংস রূপ নিলে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন শিবিরে আশ্রয় নেয়া ছয় লাখ ৫৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে শুরু করতে মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের দিন এ সংঘর্ষ হলো। পুলিশ এ সহিংসতার জন্য সেখানে সমবেত হওয়া জনতাকে দায়ী করেছে। কারণ, তারা জেলা প্রশাসনের একটি দপ্তর দখল করে সেখানে রাখাইন রাজ্যের পতাকা উত্তোলনের চেষ্টা চালাতে গেলে এ সংঘর্ষ শুরু হয়। মিয়ানমার পুলিশের মুখপাত্র কর্নেল মিয়ো সোয়ে বলেন, নিরাপত্তা বাহিন...