Posts

Showing posts from June 20, 2018

তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত

Image
আফগানিস্তানে যুদ্ধবিরতি শেষে আজ দেশটির পশ্চিম প্রদেশ বাদঘিজে তালেবানের আক্রমণে ৩০ আফগান সেনা নিহত হয়েছেন। ঈদুল ফিতরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সামরিক বাহিনীর ওপর এ হামলা চালিয়েছে সশস্ত্র তালেবানরা। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বাদঘিজ প্রদেশের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।  এদিকে ঈদুল ফিতর উপলক্ষে তালেবানের তিনদিনের যুদ্ধবিরতি গত রবিবার (১৭ জুন) শেষ হয়। যদিও ঈদকে কেন্দ্র করে ঘোষণা করা এক অভূতপূর্ব যুদ্ধবিরতির মধ্যে কয়েক ডজন তালেবান জঙ্গি অস্ত্র ছাড়াই আফগানিস্তানের রাজধানীতে প্রবেশ করেছিলেন। গত শনিবার কাবুলের এই নতুন মেহমানরা নিরাপত্তা চেকপোস্টগুলিতে নিজেদের অস্ত্র জমা দেন এবং তারপর শহরে ঢোকেন। এরপর আফগান সেনারা তালেবানের যোদ্ধাদের সাথে কোলাকুলি করেন যা দেখে অনেকেই নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। বিডি প্রতিদিন/এ মজুমদার

নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত

Image
অভ্যন্তরীণ নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো.আবুল কালাম মল্লিক আজ বুধবার এ কথা জানান। তিনি জানান, সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তিনি আরো জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দুর্বল থেকে মোটামুটি সক্রিয় রয়েছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে। সেই সময় সরাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটিভাবে সক্রিয় থাকায় দেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসহ বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, ফেনী, কুমি...

জাতিসংঘের মানবাধিকার পরিষদ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার

Image
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক পরিষদ (ইউএনএইচআরসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের শীর্ষ মানবাধিকার বিষয়ক সংস্থাটির বিরুদ্ধে ‘রাজনৈতিক পক্ষপাতিত্বের’ অভিযোগ এনে এমন ঘোষণা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মানবাধিকার সংগঠনগুলো ও বিশ্ব নেতারা। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, মঙ্গলবার জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ইউএনএইচআরসি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। সংস্থাটির ১২ বছরের ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এই পদক্ষেপ নিচ্ছি, কেননা, আমাদের প্রতিশ্রুতি আমাদেরকে এমন  ভণ্ডামীপূর্ণ ও স্বার্থপর সংগঠনের থাকার অনুমোদন দেয়না। এসময় তিনি বলেন, ইউএনএইচআরসি মানবাধিকার নিয়ে উপহাস করছে। হ্যালির ঘোষণা দেয়ার কয়েক মিনিট পরেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই-কমিশনার জেইদ রাদ আল হুসেইন, ট্রাম্প প্রশাসনের এই ঘোষণাটিকে ‘অবাক করা না হলেও, হতাশাজনক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, বর্তমান দুনিয়ায় মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করে...

সিরিয়ায় ইসরায়েলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত

Image
সিরিয়ার কুনিত্রার অদূরে আল-হাযার উপশহরে একটি ইসরায়েলি গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে। অধিকৃত গোলান মালভূমির সঙ্গে এই এলাকাটির সীমান্ত রয়েছে। ইসরায়েলের একটি টিভি চ্যানেল এই খবর দিয়েছে। টিভির খবরে বলা হয়েছে, ড্রোনটি সিরীয় ভূখণ্ডে বিধ্বস্ত হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, বিধ্বস্ত ড্রোনটি তাদের কাছে রয়েছে। তবে সেনাবাহিনীর গুলিতে সেটি বিধ্বস্ত হয়েছে কি না তা স্পষ্ট করা হয়নি।  সিরিয়ার সামরিক বাহিনী কুনিত্রা প্রদেশে অভিযান অব্যাহত রেখেছে। সেখানে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। কুনিত্রায় সেনবাহিনীর অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই ইসরায়েল সেখানে ড্রোন পাঠিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।  ইসরায়েলের তাকফিরি সন্ত্রাসীদের সমর্থনে এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের সেনাবাহিনীর ওপর এ পর্যন্ত বহুবার হামলা চালিয়েছে। এছাড়া ইসরায়েল মাঝে মধ্যেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায়। বিডি প্রতিদিন/২০ জুন ২০১৮/আরাফাত

চীনের সঙ্গে 'ঐক্যের' প্রত্যয় কিমের

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুগান্তকারী বৈঠকের পর কিম তার প্রধান মিত্র চীনের প্রতি আনুগত্য প্রদর্শনের নিদর্শন হিসেবে এ সফর করছেন। বুধবার কিমের এই দুইদিনব্যাপী চীন সফর শেষ হতে যাচ্ছে। উত্তর কোরিয়া তার স্বার্থ পরিপন্থী কোন কাজ করবে না বলে বেইজিংকে আশ্বস্ত করতেই কিমের এই সফর। ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্যদিয়ে এই যুবক স্বৈরশাসক আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে পা রাখল। কিম বেইজিংয়ের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ের স্বার্থই রক্ষার চেষ্টা করছেন বলে বিশ্লেষকরা মনে করছেন। চীন উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক উভয় স্বার্থই সংরক্ষণ করে আসছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে চায়। তবে বেইজিংয়ের আশঙ্কা ওয়াশিংটন আর পিয়ংইয়ংয়ের মধ্যে সখ্যতা বাড়লে অঞ্চলটিতে চীনের অর্থনীতি ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে। চীন ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প-কিমের বৈঠকে উপস্থিত ছিল না। তবে চীন কিমের জন্য সিঙ্গাপুরে যাওয়ার বিমানের ব্যবস্থা করে। ১৯৫০-১৯৫৩ সালে কোরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জাতিসংঘ বাহিনী ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে চীন ও উত্...

বিশ্বকাপের কারণে কর্মহীন কয়েক হাজার শ্রমিক

Image
রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল চলছে, তার উন্মাদনায় মেতেছে বিশ্ববাসী। কিন্তু খোদ রাশিয়ার কয়েক হাজার মানুষ এ আনন্দে সামিল হতে পারছেন না। কারণ বিশ্বকাপ শুরু হওয়ায় তারা কাজ হারিয়েছেন। বিশ্বকাপের জন্য এখন রাশিয়ায় বন্ধ অস্ত্র ও ইস্পাত তৈরির কারখানা। ভলগার তীরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি কারখানা। সেজন্যই সাময়িক ছুটি দিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার শ্রমিককে। রাশিয়ার একটি ছোট ইস্পাত কারখানা কাজ করেন মিখাইল প্রিভালভ। তার আক্ষেপ, বিশ্বের সবথেকে বড় ফুটবল ইভেন্টের জন্য চাকরি গেল কত মানুষের। রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপের জন্য কাজ হারিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। বিশ্বকাপ চলাকালীন শ্রমিকের ক্ষোভের আগুন ছড়িয়েছে রাশিয়ায়। ৭ জুন থেকে আন্দোলন চালাচ্ছেন কর্মহীন ৭০ জন শ্রমিক।আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠনগুলি। পরিস্থিতির কথা জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছে তারা। রাশিয়া সরকার মৌখিকভাবে জানিয়েছে, বিশ্বকাপ চলাকালীন কাজ না করলেও, দৈনিক মজুরি পাবেন শ্রমিকরা। সূত্র: সংবাদ প্রতিদিন বিডি প্রতিদিন/ফারজানা