Posts

Showing posts from December 23, 2018

৭ হাজার কোটিতেই ৫ কি.মি. দ্বিতল সেতু তৈরি হলো আসামে

Image
আগামী মঙ্গলবার আসাম ও অরুণাচলের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: আনন্দবাজার। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো ভারতের আসাম এবং অরুণাচলবাসীর। ২১ বছর পর স্বপ্নপূরণ হতে চলেছে তাঁদের। আগামী মঙ্গলবার এই দুই রাজ্যের সংযোগকারী ভারতের দীর্ঘতম দ্বিতল সেতু ‘বগিবিল ব্রিজ’ উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর জিনিউজের। সড়ক এবং রেল এই দুই নিয়ে তৈরি বগিবিল ব্রিজ। আসামের ডিব্রুগড়ে নির্মিত সেতুটির উপর তলায় চলবে গাড়ি আর নীচ দিয়ে যাবে রেল। ১৯৯৭ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ৫ কিলোমিটার দীর্ঘ সেতুটির ভিত্তি প্রস্তর করেন। অটলবিহারি বাজপেয়ীর আমলে শুরু হয় কাজ। তবে তৈরিতে দীর্ঘ ২১ বছর লাগলেও প্রকল্পের মোট ব্যয় প্রায় ৫,৯২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় যা ৭০৫৯ কোটি টাকার সমান। আসামের জনপ্রতিনিধিরা জানান, বিজেপি সেতুটির কাজ শুরুর পর দশ বছর ক্ষমতায় ছিলো কংগ্রেস। এই সময়ে ধীর গতিতে এগিয়েছে সেতুর কাজকর্ম। সরকারের এমন গড়িমসিতে ক্ষোভে ফেটে পড়ে ভারতের উত্তর-পূর্বাচঞ্চলের মানুষ। ব্রহ্মপুত্রের উ...

আফগান সেনার গুলিতে ৮ তালেবান জঙ্গি নিহত

Image
আফগানিস্থানের হেরাত প্রদেশে আফগান সেনা ও তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৮ তালেবান জঙ্গি নিহত হয়েছেন৷ এই সংঘর্ষে আরও ১৫ জন আহত হয়েছেন৷ আফগান সেনা কমান্ডার জিয়ারাত সাহ আবেদ রবিবার টোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আফগানিস্তানের একটি সেনা চেকপোস্টে প্রথমে আক্রমণ করে তালেবান জঙ্গিরা৷ আর এতে করে সেনা-জঙ্গির গুলির সংঘর্ষ শুরু হয়৷ ওই আঞ্চলে গত কয়েকদিন ধরেই জঙ্গিরা সক্রিয় ছিল৷ তাদের আক্রমণে স্থানীয়রাও ভীত হয়ে পড়েছিল৷ এদিন সেনা-জঙ্গি সংঘর্ষে স্থানীয়দেরও ক্ষয়ক্ষতি হয়৷ সেনার গুলিতে নিহত হয় ৮ তালেবান জঙ্গি৷ আহত হয় আরও ১৫ জন৷ বিডি প্রতিদিন/এ মজুমদার