Posts

Showing posts from February 19, 2018

যুক্তরাষ্ট্রকে নজরদারিতে রাখতে চীনের 'স্পাই প্লেন'!

Image
সংগৃহীত ছবি গভীর সমুদ্রে শত্রুপক্ষের যুদ্ধজাহাজে নজর রাখতে নতুন ‘সারভিলিয়েন্স প্লেন’ তৈরি করছে চীন। সেদেশের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ওড়ানো হবে ওই নজরদারি বিমান।  চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, KJ-600 নামে ওই বিমান তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। কিছুদিন আগেই জাপানের সেনা ঘাঁটিতে F-35 বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। তারপরই চীনের পক্ষ থেকে এমন ঘোষণা এল। কারণ, যুক্তরাষ্ট্র ওই বিমান মোতায়েন করে চীনের এয়ার ডিফেন্সকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে। এদিকে চীন জানিয়েছে, KJ-600 বিমানে থাকবে এক বিশেষ ধরনের রাডার। সেই রাডারে স্টিলথ এয়ারক্রাফটের অবস্থানও ধরা পড়বে সহজেই। মার্কিন যুদ্ধবিমান F-22s বা F-35s-এও নজর রাখতে পারবে চীনের রাডার। বেইজিং-এর সামরিক বিশেষজ্ঞ লিং জি জানিয়েছেন, মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে চীনের এই নতুন বিমান। অনেক দূরে থাকা এয়ারক্রাফটও খুঁজে বের করতে পারবে এটি। এই বিমান মোতায়েন করা হলে চীনের সামরিক দক্ষতা বাড়বে বলে মনে করছেন তিনি। চীনের তৃতীয় এয়ারক্রাফট কেরিয়ারে রাখা হবে এই বিমানকে। ওই এয়ারক্রাফট কেরিয়ার বর্তমান...

গাজার ‘গোপন স্থাপনা’য় ইসরায়েলি বিমান হামলা

Image
ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগ তুলে তার ‘জবাবে’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গাজা উপত্যকায় কথিত ‘গোপন স্থাপনা’য় ইসরায়েলের বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে গাজার নিয়ন্ত্রক সংগঠন হামাসের সশস্ত্র শাখার ‘গোপন আস্তানা’ সন্দেহে ওই স্থাপনাগুলোতে এই হামলা হয়। এ প্রসঙ্গে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ রাফাহ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি আক্রমণের প্রেক্ষিতে রাফাহর পূর্বাঞ্চলে আর কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কি-না, তাদের সন্ধানে তৎপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা। এর আগে রবিবার রাতেও গাজার ১৮টি ‘টার্গেটে’ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তিন দিনের মধ্যে তৃতীয়বারের মতো এই হামলা চালালো ইসরায়েল। বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

'দুঃসাহস দেখালেই তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে'

Image
ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, কোনো ধরনের দঃসাহস দেখালে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকিপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।  রবিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ভাষণ দেয়ার সময় একটি ধাতব খণ্ড দেখিয়ে নেতানিয়াহু দাবি করেন, তাদের আকাশসীমায় প্রবেশের পর তারা ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে এবং তার হাতের ধাতব খণ্ডটি ওই ড্রোনেরই অংশ। এসময় তিনি প্রয়োজনে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুমকি দেন। অবশ্য ইরান এ ধরনের ড্রোন পাঠানোর দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।  লেবাননের আল-মানার টিভি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে মোহসেন রেজায়ি আরও বলেছেন, নেতানিয়াহু মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যে কার্টুনধর্মী সার্কাস দেখিয়েছেন তা শিশুদের বিনোদনের জন্যও উপযুক্ত নয়।  তিনি বলেন, মার্কিন ও ইসরাইলি নেতারা ইরানকে চেনে না এবং প্রতিরোধ শক্তিকে বুঝতে পারে না। আর এ কারণেই তারা প্রতিরোধ শক্তিকে মোকাবেলা করে গিয়ে একের পর এক পরাজয়বরণ করছে।  সিরিয়ায় ইসরাইলের এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতি...

সাভারে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ,বখাটে গ্রেফতার

Image
ধর্ষণের অভিযোগে আটক মোহাম্মদ আলী সাভারে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক রড মিস্ত্রীকে আটক করেছে পুলিশ।  সোমবার দুপুরের সাভারের ব্যাংক টাউন এলাকায় এ ঘটনা ঘটে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই ছাত্রীর পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, সাভারের ব্যাংক টাউন এলাকায় স্কুলছাত্রীটি তার বাবা মায়ের সাথে একটি ভাড়া বাড়িতে থাকতো।  সে স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীতে পড়ে। প্রতিদিনের মতো সোমবার দুপুরে স্কুল ছাত্রীর মা পোশাক কারখানায় ও বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহের উদ্দেশে বাসা থেকে বের হয়ে যায়। এই সুযোগে স্কুল ছাত্রীকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রড মিস্ত্রী তার কক্ষে গিয়ে জোর পূর্বক মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালায়। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বখাটে রড মিস্ত্রীকে আটক করে।  খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারীকে আটক করে থানায় নিয়ে যায়। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী দক্ষিণ নামাগেন্ডা এলাকার জালাল উদ্দিনের বাড়িতে একটি কক্ষ নিয়ে বাবা মার সাথে ...

ইসরাইলকে পরীক্ষা করার চেষ্টা করবেন না, ইরানকে নেতানিয়াহুর হুশিয়ারি

Image
সিরিয়ায় ছায়াযুদ্ধের ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল রবিবার ইরানকে উদ্দেশ্য করে বলেন, ইসরাইলকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। তাহলে ফল ভাল হবে না। তিনি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে ইরানের একটি বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ নিয়ে হাজির হন। তিনি সেটি দেখিয়ে বলেন, এই ড্রোন ইসরাইলে পাঠানো হয়েছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য। কিন্তু ইসরাইলি বাহিনী সেটি ধ্বংস করে দিয়েছে। তিনি সম্মেলনে উপস্থিত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকেও ধ্বংসাবশেষ দেখান। তিনি সিরিয়ায় নাক না গলাতে ইরানের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমাদের বিষয়ে দেশটিকে নাক গলাতে দেওয়া হবে না। সিএনএন ইত্তেফাক/আনিসুর 

‘মিয়ানমারের সঙ্গে ইইউ’র সম্পর্ক পুনর্মূল্যায়ন জরুরি’

Image
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সদস্যরা বলেছেন, সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানো ও তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য মিয়ানমারের সঙ্গে ইইউ’র সম্পর্ক পুনর্মূলায়ন জরুরি হয়ে পড়েছে। তারা বলেছেন, ইইউ’কে অবশ্যই মিয়ানমারের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনা করতে হবে এবং নতুন নীতি গ্রহণ করতে হবে। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক সাব-কমিটির (ডিওআরআই) প্রতিনিধি দলের সদস্যরা এ কথা বলেছেন। ডিওআরআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ খুবই উদ্বিগ্ন। গেল সপ্তাহে বাংলাদেশ সফরকালে এটা স্পষ্ট হয়েছে যে, মিয়ানমারের বিভিন্ন এলাকায় মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিনিধি দলের প্রধান পিয়ের অ্যান্টোনিও প্যানজেরি বলেন, এর ফলে বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষ খুবই ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সফরকালে ইইউ পার্লামেন্টের প্রতিনিধি দলের সদস্যরা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ইত্তেফাক/আনিসুর

মৃত ভেবে সমাহিতর ১১ দিন পরেও কবরে জীবিত নারী!

Image
মৃত ভেবে এক নারীকে সমাহিত করার পর ১১ দিন তিনি ওই কবরে কফিনের ভেতর জীবিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ব্রাজিলের রিয়াচও দাস নেভেসে ঘটেছে এ ঘটনা। রোজংলা আলমেদিয়া দোস সান্তোস নামে ৩৭ বছর বয়সী ওই নারীকে ভুলবশত জীবিত সমাহিত করার আগে তার কফিন পেরেক দিয়ে এঁটে দেয়া হয়। গণমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয়রা ওই কবর থেকে চিৎকার শুনতে পান। এরপর রোজংলার পরিবারের সদস্যরা এসে কফিনটি আবার যখন খোলেন ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। ততক্ষণে সত্যিই মারা গেছেন তিনি। মাটি থেকে রোজাংলার কফিন তোলার ভিডিওটিও জনসম্মুখে এসেছে। কফিনটি খোলার পর অনেকে বলতে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্স ডাকার কথা। অন্যকেউ আবার ওই তরুণীর পায়ে হাত দিয়ে বলছেন, শরীর এখনও উষ্ণ আছে। ২৮ জানুয়ারি রোজাংলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পরদিন তাকে সমাহিত করা হয়। ফেব্রুয়ারির ৯ তারিখে কবরস্থানের আশপাশের মানুষেরা ওই নারীর পরিবারকে জানায় তারা কবর থেকে শব্দ পাচ্ছে। সান্তোসের বোন ইসামারা আলমেইদা বলছেন, আমরা চিকিৎসকদের কাউকে দোষ দিতে চাই না, কোনো সমস্যাও করতে চাই না, কিন্তু আমরা পুরো বিষয়টা দেখেছি, কোনো মানুষকে মাটি দেয়ার ১১ দিন পরও...