Posts

Showing posts from January 10, 2018

ফের রোহিঙ্গাদের অনুপ্রবেশ

Image
সমুদ্রপথে আবারো আসছে রোহিঙ্গা। বুধবার শীলখালী হয়ে শতাধিক রোহিঙ্গা ভর্তি ট্রলার উপকূলে নোঙর করেছে। আর সদ্য আগত শতাধিক রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে আশ্রয় নিয়েছে।  মিয়ানমারে শুক্রবার সেনা বহনকারী একটি গাড়িতে সেখানকার বিদ্রোহী গ্রুপ আরসার সশস্ত্র হামলায় বর্মি সেনা নিহত ও ২জন আহত হওয়ার ঘটনায় রাখাইন এলাকা আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। ফলে সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সেনা টহল জোরদার করেছে দেশটি। এপারে বিজিবিও সতর্কাবস্থায় রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে। উখিয়ার কুতুপালং ক্যাম্পে সদ্য আগত বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাখাইনের মংডু তোরাইন এলাকায় সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আরসা মিয়ানমার সেনাবাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে একজন মিয়ানমার সেনা নিহত ও ২জন আহত হওয়ার ঘটনায় রাখাইনের পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে উঠেছে। রাখাইনের বুচিডং ছিনতাইং গ্রামের মোহাম্মদ ইউনূছের ছেলে মো. সালাম (৪৫) জানায়, তাদের গ্রামটি ছিল একটি নির্জন এলাকায়। সেখানে কোনদিন বর্মি সেনা, বিজিপি যায়নি। যে কারণে ছিনতাইং গ্রামের কোন মানুষ এ পর্যন্তও এদেশে আসেনি। শুক্রবার আর...

ফিলিস্তিনে মার্কিন সাহায্য বন্ধের বিরুদ্ধে সুইডেনের হুঁশিয়ারি

Image
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া বড় দাতা দেশ সুইডেন মঙ্গলবার হুঁশিয়ার করে বলেছে, ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ সংস্থাকে দেয়া তহবিল প্রত্যাহার করে নেয়ার মার্কিন সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে। খবর এএফপি’র। জাতিসংঘে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ওলোফ স্কগ জানান, মার্কিন প্রশাসন ১ জানুয়ারি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ ত্রাণ ও কর্মসূচি সংস্থার জন্য দেয়া সাড়ে ১২ কোটি ডলার প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে, এমন খবর প্রকাশের পর তিনি মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির কাছে তার উদ্বেগের কথা তুলে ধরেন। জাতিসংঘ সদরদপ্তরে স্কগ সাংবাদিকদের বলেন, ‘আমার উদ্বেগ হচ্ছে যে আঞ্চলিক স্থিতিশীলতার ব্যাপারে আমাদের আলোচনার সময় ইউএনআরডব্লিউএ থেকে তহবিল প্রত্যাহারের ঘোষণা অনেক নেতিবাচক হবে। এছাড়া এটি মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে।’ সুইডিশ রাষ্ট্রদূত জানান, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এটি উত্থাপনের বিষয় একেবারে নাকচ করে দেননি। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারি ইসরাইল-ফিলিস্তিন সংঘাত প্রশ্নে নিরাপত্তা পরিষদের নিয়মিত বৈঠকে এটি উত্থাপন করার কথা রয়েছে। এ মাসের গোঁড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ড...

যুক্তরাষ্ট্রকে কোনো সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নয়: পাক প্রতিরক্ষামন্ত্রী

Image
যুক্তরাষ্ট্রকে আর কোনো সামরিক এবং গোয়েন্দা সহযোগিতা করা হবে না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খুররম দস্তগির খান। তবে ইসলামাবাদের মার্কিন দূতাবাস সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি কিছু জানায়নি পাকিস্তান। কয়েকদিন আগেই ওয়াশিংটন ঘোষণা করেছে, সামরিক এবং নিরাপত্তা খাতে পাকিস্তানকে যে অনুদান বহু বছর ধরে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তা বন্ধ করে দেয়া হচ্ছে। প্রায় ২শ’ কোটি মার্কিন ডলারের অনুদান আটকে দেয়া হয়েছে ইতিমধ্যেই। ইসলামাবাদও এই ঘোষণার মাধ্যমে এবার পাল্টা পদক্ষেপ নিলো।  মঙ্গলবার পাক প্রতিরক্ষা মন্ত্রী এই মন্তব্য করেছেন বলে জানা গেছে। দেশটির সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ সূত্রের খবর, গতকাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদ এ (আইএসএসআই) আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন খুররম দস্তগির খান। যুক্তরাষ্ট্রকে যে সামরিক এবং গোয়েন্দা সহায়তা এতদিন ধরে দিয়ে আসছিল পাকিস্তান, তা বন্ধ করে দেয়া হয়েছে বলে সেখানেই জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যাবতীয় হিসেব টেবিলে রেখে আমেরিকার সঙ্গ...