Posts

Showing posts from October 1, 2021

আফগানিস্তানের সাবেক কর্মকর্তাদের নির্বাসিত সরকার গঠনের ঘোষণা

Image
  আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ ছবি : এএফপি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান সরকারের কর্মকর্তারা নির্বাসিত আফগান সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। এর প্রধান হয়েছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। আফগান সংবাদ সংস্থা খামা প্রেসের প্রতিবেদনে এ কথা বলা হয়। বিজ্ঞাপন বিজ্ঞাপন সুইজারল্যান্ডের আফগান দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামি প্রজাতান্ত্রিক আফগানিস্তানই দেশটির একমাত্র বৈধ সরকার, যা জনগণের ভোটে নির্বাচিত এবং অন্য কোনো সরকার বৈধ সরকারকে প্রতিস্থাপন করতে পারে না। বিজ্ঞাপন বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান এখন বহিঃশক্তির দখলে। আফগান সরকারের ঐতিহাসিক দায়িত্বের ভিত্তিতে দেশের প্রবীণদের সঙ্গে পরামর্শ করে নির্বাসিত সরকার ঘোষণা দেওয়া হয়েছে। আশরাফ গনির পলায়ন ও দেশের রাজনীতিতে ভাঙনের পর আমরুল্লাহ সালেহ দেশের নেতৃত্ব দেবেন। তিনি নির্বাসিত সরকারের প্রধান হবেন। এ ছাড়া শিগগিরই সরকারের তিনটি ক্ষমতা—নির্বাহী, বিচারিক ও আইনসভা সক্রিয় করা হবে। বিবৃতিতে আহমদ মাসউদের নেতৃত্বাধীন তালেবানবিরোধী প্রতিরোধ মোর্চাকে সমর্থনের ঘোষণা দেওয়া হয়েছে এ...

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফরে দূতাবাস উদ্বোধন..

Image
  ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বৃহস্পতিবার বাহরাইন সফর করেছেন। গত বছর আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পর সর্বোচ্চ কর্মকর্তা পর্যায়ের সফরে ছিল এটি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) একটি ইসরায়ের প্লেনে তিনি বাহরাইনের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তিনি এদিন সন্ধ্যায়ই নিজ দেশে ফিরে যান। জলপাই পাতার শাখা আঁকা ছিল তাকে বহনকারী বিমানটির নাকের ওপরে। গেল বছর দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার পর এই প্রথম কোনো ইসরায়েলি শীর্ষ কর্মকর্তার উপসাগরীয় দেশটিতে সফর। এ সময়ে বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা ও প্রধানমন্ত্রী যুবরাজ সালমান বিন হামাদ আল-খলিফার সঙ্গে বৈঠক করেন তিনি। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হয়েছে। রাজধানী মানামায় তিনি একটি ইসরায়েলি দূতাবাস উদ্বোধন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। বাদশাহর সঙ্গে বৈঠকের পর ইয়ার লাপিদ বলেন, বাহরাইনের নেতৃবৃন্দ ও অনুপ্রেরণা আমাদের সত্যিকারের সহযোগিতার দিকে নিয়ে গেছে। আমাদের বৈঠকে দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্...