Posts

Showing posts from December 22, 2021

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Image
উল্লাসিত বাংলাদেশের ফুটবলাররা। ছবি: সংগৃহীত সাফ অনূর্ধ্ব-১৯ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রাখলো বাংলাদেশ। বুধবার (২২ ডিসেম্বর) কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার ৭৯ মিনিটের মাথায় আনাই মগিনি এগিয়ে দেন বাংলাদেশকে। এই এক গোলই শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ করে দেয়। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। দক্ষিণ এশিয়ার ফুটবলে নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল। আগের লড়াইয়ে নেপালকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বাংলাদেশই। সেবার অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ হয়েছিল। নাম বদলে এবার সেই টুর্নামেন্টই অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।  খেলার শুরু থেকেই আক্রমণ করে আসছিলো বাংলাদেশ। বাংলাদেশ পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে। তবে বাংলাদেশের ম্যাচের ১৬ মিনিটেই লিড পেতে পারতো। ভারতের গোলরক্ষক ভুল করে গ্রিপে নিতে পারেননি। তহুরার নেয়া শট ভারতের গোলরক্ষক গো...

ভারতকে হারিয়ে সাফের শিরোপা জিতল মেয়েরা

Image
  সাফের শিরোপা মেয়েদের ছবি: তানভীর আহাম্মেদ ম্যাচের বিরতিতে যাওয়ার খানিক আগে পুরো স্টেডিয়ামে জ্বলে উঠল মুঠোফোনের আলো। মনে হচ্ছিল যেন হাজারো জোনাকি জ্বলছে মাঠে। দৃশ্যটাকে প্রতীকীই ধরা যায়। বয়সভিত্তিক ফুটবলেও যে আরও একবার আলো ছড়ালেন বাংলাদেশের মেয়েরা। আজ সন্ধ্যায় কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে হারিয়েছে ভারতকে। একমাত্র গোলটি করেছেন আনাই মগিনি। ২০১৮ সালে ভুটানে হওয়া সর্বশেষ অনূর্ধ্ব-১৮ নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টই এবার মেয়েদের বয়স এক বছর বাড়িয়ে আয়োজন করেছে সাফ। এবারও টুর্নামেন্টের ট্রফিটা নিজেদের কাছে রেখে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা। গোটা ম্যাচেই আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের ছবি: প্রথম আলো বিজ্ঞাপন বিজ্ঞাপন ১৯ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেন কোচ গোলাম রব্বানী। ওই ম্যাচে খেলা সোহাগী কিস্কু, স্বপ্না রানী, আনুচিং মগিনি ও আফঈদা খন্দকারের জায়গায় আজ একাদশে ঢোকেন মনিকা চাকমা, তহুরা খাতুন, ঋতুপর্ণা চাকমা ও নীলুফার ইয়াসমিন। অভিজ্ঞ আঁখি খাতুন, নীলুফার ইয়াসমিন, শামসুন্নাহার সিনিয়র আর আনাই মগিনি...

রাশিয়ায় দুই তুর্কি সাংবাদিক আটক নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ.

Image
  রাশিয়ায় নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাক নামের দুই তুর্কি সাংবাদিককে আটক করা হয়েছে। রাশিয়ায় তুর্কি সম্প্রদায়ের জীবনযাপন নিয়ে ভিডিও শুট করছিলেন তারা। তবে রাশিয়ার অভিযোগ, দুই সাংবাদিক রাশিয়া বিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছিলেন, গোয়েন্দাগিরি করছিলেন। রাশিয়ার শাসনে তুর্কি জনগণ কতটা কষ্টে আছে সেটাই দেখানোর চেষ্টা করছিলেন এবং ইসলাম ধর্মের প্রচার করছিলেন।  তবে নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকের প্রতিষ্ঠান জেজেডটি বলেছে, তারা বিশ্বের তুর্কি সম্প্রদায়ের সংস্কৃতির ভ্লগ করতে চেয়েছিলেন। জেজেডটির সম্পাদক নাজগুল কেনঝে তুরস্কের ছোট তুর্কি সম্প্রদায়ের সাংস্কৃতিক অস্তিত্বের উপর তার স্নাতকোত্তর ডিগ্রি চালিয়ে যাচ্ছেন, এবং জেজেডটির অপর সম্পাদক কারাকাক স্থানীয় মানুষের সঙ্গীত, নাচ এবং খাবারের শুটিং করেছেন। রাশিয়ান প্রজাতন্ত্রের খাকাসিয়াতে তাদের হোটেলের সামনে রাশিয়ান সন্ত্রাসবিরোধী বাহিনী নাজগুল কেনঝেতে এবং এমিন কারাকাকে আটক করে। তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছিল, তাদের কাছে থাকা সমস্ত তথ্য নষ্ট করে ফেলা হয়। তাদের পক্ষে আইনজীবীও নিয়োগ করা হয়নি। পাশাপাশি চাপের মুখে 'অপরাধ স্বীকার করার' নথিতে...

অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকেই শুরু .

Image
  করোনা মহামারী বিস্তারের পরিস্থিতিতে চলতি বছর দেরিতে শুরু হলেও আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। যথারীতি তা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এ তথ্য নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।  তারা জানায়, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যাতে বইমেলায় ক্রেতা ও পাঠক আসতে পারেন সেই প্রস্তুতি নেয়া হচ্ছে এবারের মেলায়। ২০২২ সালের মেলার মূল প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তী।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে এবারের অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনের কথা রয়েছে। বই মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমদ বুধবার বাসসকে বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামরীর পাশাপাশি ওমিক্রনের আক্রমণের কারণে যাতে বইমেলা বন্ধ ঘোষণা না করতে হয় সে জন্য সবধরনের আগাম প্রস্তুতির সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, গ্রন্থমেলা নিয়ে গ্রন্থপ্রেমী মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। এ ছাড়া কোভিড-১৯ এর কারণে মানুষ বাসায় ঘরবন্দি থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। তারা সুযোগ পেলেই বাইরে আসছে। সুতরাং বইমেলা,শুরু হলে জনসাধারণের প্রাণের স্পন্দন ও পদচারণায় মুখর হবে বইমেলা প্রাঙ্গণ। বাংলা এ...