Posts

Showing posts from May 15, 2018

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বুধবার

Image
প্রথম আলো ফাইল ছবি আগামীকাল বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা এবং তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে জানাতে বলা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হলো: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ফ্যাক্সেও জানানো যাবে। ফ্যাক্স নম্বরগুলো হলো: ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওডিশায় পৃথিবীর প্রাচীনতম খনিজ, সাক্ষাত্কারে আবিষ্কর্তা বাঙালি বিজ্ঞানী

Image
ওডিশার চম্পুয়ায় এই গ্রানাইট শিলারই সন্ধান পেয়েছেন ভূবিজ্ঞানী ও অধ্যাপক রজত মজুমদার। এই শিলা বিশ্লেষণ করেই মিলেছে প্রাচীনতম খনিজ ‘জ়ারকন’। পূর্ব ভারতে আগ্নেয়শিলার মধ্যে পৃথিবীর প্রাচীনতম খনিজ ‘জ়ারকন’-এর খোঁজ পেলেন দুই বাঙালি ভূবিজ্ঞানী, মালয়েশিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের শিক্ষক, রজত মজুমদার ও তাঁরই ছাত্রী সিএসআইআর-এর গবেষক ত্রিস্রোতা চৌধুরী। গত ৪ মে ‘নেচার’ পত্রিকার প্রবন্ধে ওই গবেষণার কথা প্রকাশিত হওয়ার পরই আলোড়ন শুরু হয়েছে বিশ্ব জুড়ে। ওডিশার চম্পুয়ায় গ্রানাইট আগ্নেয়শিলায় পাওয়া ওই খনিজের মধ্যে কি লুকিয়ে রয়েছে পৃথিবী সৃষ্টির আদি রহস্য? গনগনে লাভা স্রোত থেকে উঠে আসা এই খনিজের বৈশিষ্টই বা কী? বাঙালি বিজ্ঞানীদের হাত ধরেই কি খুলবে রহস্যের জট? সুদূর মালয়েশিয়া থেকে ই-মেলে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া সাক্ষাত্কারে তাঁর গবেষণার খুঁটিনাটি জানালেন রজত মজুমদার। পৃথিবীর প্রাচীনতম খনিজ ‘জ়ারকন’-এর খোঁজ নিয়ে চতুর্দিকে খুব আলোড়ন হচ্ছে। আপনি এই খোঁজের অন্যতম পথপ্রদর্শক, আপনার মতামত কী? আমিই প্রথম নই যে এই বিষয়টা নিয়ে গবেষণা করছি। আইআইটি, সিএসআইআর হায়দরাবাদ, আইআইএসইআর (আমদাবাদ) ও ব...

হাত মিলিয়েও ট্রাম্পে কড়া মাকরঁ

Image
সাক্ষাতেই দুই রাষ্ট্রপ্রধানের ‘সখ্য’ নজর কেড়েছিল গোটা বিশ্বের। পরস্পরকে আলিঙ্গনই হোক বা বার বার একে অন্যের কাঁধ চাপড়ে দেওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর আলাপচারিতায় ঠাট্টার ছলে মাকরঁর স্যুট থেকে ট্রাম্পের খুসকিও ঝেড়ে দেওয়ার দৃশ্যও নজর কেড়েছে সবার। তবে এক দিনের মাথায়, বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের জাতীয়তবাদী নীতি ও রাজনৈতিক আদর্শের সমালোচনা শোনা গেল সেই মাকরঁরই মুখে। যে অতি-দক্ষিণ হাওয়া গোটা ইউরোপকে এখন চিন্তায় ফেলেছে, মাকরঁ তার বিরুদ্ধে জিতে ক্ষমতায় এসেছেন। তাই ট্রাম্পের সঙ্গে তাঁর নৈতিক বিরোধিতা নতুন কিছু নয়। কিন্তু আমেরিকায় সৌজন্য সফরে এসে প্রথম দফাতেই সেই বিরোধ প্রকাশ করেননি তিনি। বক্তৃতার শুরুতেই দুই বিশ্বযুদ্ধের সময় থেকে এখনও পর্যন্ত ঘরে-বাইরে দুই দেশের সন্ত্রাসবিরোধী যৌথ লড়াইকে কুর্নিশ জানান তিনি। আর তার পরেই ঢুকে যান ট্রাম্পের রাজনৈতিক-নীতি প্রসঙ্গে। বারবার বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্টের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে। তিনি বলেন, ‘‘আমরা সারা বিশ্ব থেকে নিজেদের আলাদা করতে পারি। কট্টর জাতীয়তাবাদকে বেছে নিতে পারি। কি...

বুদ্ধ কূটনীতিতে পাক টক্কর, পিছনে কি চিন

Image
উপমহাদেশের কূটনীতিতে কোণঠাসা ইসলামাবাদ এ বার গৌতম বুদ্ধর শরণে! দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় বুদ্ধ-কূটনীতিতে প্রভাব বাড়ানোর চেষ্টা করে এসেছে ভারত। নিকটতম প্রতিপক্ষ অবশ্যই চিন এবং নেপাল। এ বার সেই দৌড়ে যো‌গ দিল পাকিস্তানও। সম্প্রতি নেপালে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি প্রস্তাব দিয়েছেন, যৌথ ভাবে ইসলামাবাদের সঙ্গে বুদ্ধকে নিয়ে কিছু প্রকল্পের জন্য উদ্যোগী হতে। নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি-ও তাঁকে জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি গুরুত্ব দিয়ে ভাববেন। পাশাপাশি বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শ্রীলঙ্কার ‘বেশাখ’ উৎসবে গৌতম বুদ্ধের একটি দেহাবশেষ প্রদর্শনের জন্য পাঠিয়েছে পাকিস্তান। এই প্রথম বার নিজের দেশের বাইরে এ’টি পাঠালো পাক সরকার। ওই উৎসবে সারনাথে সংরক্ষিত বুদ্ধের দেহাবশেষ পাঠিয়েছে ভারতও। ১৯১২ সালে প্রত্নতত্ত্ববিদ জন মার্শালের নেতৃত্বে একটি খনন প্রকল্পে ধর্মরাজিকা স্তূপ উদ্ধার হয় তক্ষশিলা থেকে। সেখানেই পাওয়া গিয়েছিল ওই দেহাবশেষ। পাকিস্তান সেটি সংরক্ষণ করে রেখেছে। তৎকালীন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে বুদ্ধের দেহাবশেষ ছড়িয়ে দিয়েছিলেন সম্রাট অশোক। তার উপরেই চৈত্যগুলি নির...

ইন্দোনেশিয়ায় হামলাকারীদের মধ্যে একই পরিবারের ৫ জন

Image
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী সুরাবায়ায় সোমবার একটি পুলিশ সদরদপ্তরে মোটরসাইকেলে চড়ে আত্মঘাতী হামলাকারীরা বোমা হামলা চালিয়েছে। এতে তারা নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুলিশ দফতরে বোমা হামলাকারী পাঁচ জন একই পরিবারের। এর আগে রবিবারও আরেকটি পরিবার দেশটির তিনটি গির্জায় হামলা চালিয়েছিল।’ আগেই নিরাপত্তা ক্যামেরায় দেখা গিয়েছিল, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে দুইজন আরোহী ছিল। এদের একজন নারী। একটি তল্লাসি চৌকির কাছে পৌঁছে মোটরসাইকেল আরোহীরা তাদের কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এবার জানা গেল হামলাকারীরা একই পরিবারের। তিনটি গির্জায় ভয়াবহ বোমা হামলা চালানোর মাত্র একদিন পরেই এ হামলা চালানো হল। গির্জায় হামলার ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনায় হামলাকারীদের সঙ্গে থাকা ৮ বছর বয়সী একটি মেয়ে শিশু আহত হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ইস্ট জাভা পুলিশের মুখপাত্র ফ্র্যান্স বারুং মাঙ্গেরা বলেন, ‘দুষ্কৃতকারীরা দুটি মোটরসাইকেলে করে এ হামলা চালায়। তারা সবাই নিহত হয়েছে। ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার ...

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি আলোচনায় বসছে আজ

Image
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মার্কিন অবরোধের কবল থেকে নিজেদের কোম্পানিগুলোকে রক্ষায় করণীয় নিয়ে আলোচনায় বসছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। আজ মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইরানের সঙ্গে করা আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর ফের অবরোধ আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই অবরোধের কবল থেকে কিভাবে আমাদের কোম্পানিগুলোকে রক্ষা করা যায় সেই বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার বৈঠক হবে ফ্রান্স ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে। এসব কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে।-রয়টার্স। ইত্তেফাক/মোস্তাফিজ

দক্ষিণ ও উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের বৈঠক মঙ্গলবার

Image
দক্ষিণ ও উত্তর কোরিয়া মঙ্গলবার সীমান্তবর্তী গ্রাম পানমুনজমে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে সম্মত হয়েছে। সিউল একত্রীকরণ মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়া’র। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই কোরিয়ার শীর্ষ কর্মকর্তারা পানমুনজমের পিস হাউসে আলোচনায় বসবেন। এ সময়ে তারা পানমুনজম ঘোষণা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং পরমাণু নিরস্ত্রীকরণ সম্পূর্ণ করার বিষয়ে সম্মত হওয়ার পর গত ২৭ এপ্রিল পানমুনজম ঘোষণা প্রকাশ করা হয়।  উভয় নেতা এই ঘোষণা এগিয়ে নিতে দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের বিষয়েও একমত হন। দক্ষিণ কোরীয় দলের নেতৃত্ব দেবেন একত্রীকরণ মন্ত্রী চো মাইওয়ান। অপরদিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব দেবেন দেশটির একত্রীকরণ কমিটির চেয়ারম্যান রাই সোন গাউন। বিডি প্রতিদিন/১৫ মে ২০১৮/এনায়েত করিম