জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬ জঙ্গি
ছবি সংগৃহীত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনা অভিযানে কমপক্ষে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভির। আজ শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজেহারা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় দেশটির সেনা কর্মকর্তারা। এরপরই অভিযানে যায় একটি দল। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলিবিনিময়ে নিহত হয় ৬ জঙ্গি। পুলিশ জানায়, সেনাদের অভিযান টের পেয়ে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালালে নিহত হয় ৬ জঙ্গি। ইত্তেফাক/এসআর