Posts

Showing posts from November 23, 2018

জম্মু-কাশ্মিরে সেনা অভিযানে নিহত ৬ জঙ্গি

Image
ছবি সংগৃহীত জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলায় ভারতীয় সেনা অভিযানে কমপক্ষে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। খবর এনডিটিভির। আজ শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বিজেহারা এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পায় দেশটির সেনা কর্মকর্তারা। এরপরই অভিযানে যায় একটি দল। জঙ্গিদের সঙ্গে ভয়াবহ গুলিবিনিময়ে নিহত হয় ৬ জঙ্গি। পুলিশ জানায়, সেনাদের অভিযান টের পেয়ে গোলাবর্ষণ শুরু করে জঙ্গিরা। এতে সেনাবাহিনী পাল্টা আক্রমণ চালালে নিহত হয় ৬ জঙ্গি। ইত্তেফাক/এসআর

পুলিশের হাতে হিরো আলম আটক!

Image
বুলবুলি নামের এক মেয়েকে কিছু বখাটে ছেলে উত্তপ্ত করছিল, ঘটনাচক্রে সেখানে হাজির হন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারকা হয়ে ওঠা হিরো আলম  খ্যাত আশরাফুল আলম।   বখাটেদের সঙ্গে কাটাকাটির এক পর্যায়ে, আলম বখাটেদের মারধর করেন। পুলিশ হাজির হন, আলমকে আটক করা হয়। তবে বুলবুলির স্বীকারোক্তিতে আলমকে ছেড়ে দেয় পুলিশ।   মঈন বিশ্বাস পরিচালিত ‘মারছক্কা’ সিনেমার একটি দৃশ্য এটি। সিনেমাটি দর্শকরা খুব শিগগিরই সিনেমা হলে প্রদর্শিত হবে।  সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোহান, কোয়েল, ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পাণ্ডে প্রমুখ।   সিনেমাটি নির্মিত হয়েছে জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনাল’র ব্যানারে। সিনেমাটির প্রযোজক ও পরিচালক মঈন বিশ্বাস বলেন, ‘সিনেমাটির গল্প ও উপস্থাপনে ব্যাপক নতুনত্ব রেখেছি,আশা করি দর্শকদের ভালো লাগবে।   আলম জানান, ‘এটি আমার প্রথম চলচ্চিত্র। আমি কখনও কল্পনা করিনি যে আমি চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাবো। সত্যিই আমি প্রযোজক ও পরিচালকের কাছে কৃতজ্ঞ। আশা করি সিনেমাটি হলে গিয়ে দেখবেন...

সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না এরদোগান

Image
সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর তুরস্ক ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে তুর্কি প্রেসিডেন্ট এখনও পর্যন্ত সরাসরি সৌদি যুবরাজকে উল্লেখ করে কোনো বক্তব্য দেননি। তবে এ পর্যন্ত যেসব তথ্যপ্রমাণ প্রকাশ পেয়েছে তার ভিত্তিতে সৌদি যুবরাজকেই এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শনাক্ত করা হচ্ছে। আর হত্যাকারীদের তুরস্কের মাটিতেই বিচার করার দাবি জানিয়ে আসছে তুরস্ক। এমন পরিস্থিতিতে চলতি মাসের শেষে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেখা হওয়ার একটি সুযোগ তৈরি হয়। আগামী ৩০ নভেম্বর 'জি২০' এর ১৩তম সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা যাচ্ছেন দুই নেতা। সেখানেই তাদের সাক্ষাৎ হতে পারে বলে এরদোগানের মুখপাত্রের বরাত দিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কিন্তু এর কয়েক ঘণ্টা ব্যবধানে তুরস্কের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল “এ হাবের” জানিয়েছে, আর্জেন্টিনার জি২০ সম্মেলনে সৌদি যুবরাজের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিপেস তাইয়্যিপ এরদোগানের দেখা করার কোনো ইচ্ছা নেই। উল্লেখ্য, গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাশোগি (৫৯) তুরস্কের ই...

যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন চীনের

Image
ফাইল ছবি চীন তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি যেভাবে এগিয়ে নিচ্ছে তাতে দেশটি মহাকাশে যুক্তরাষ্ট্রের প্রায় সব কিছু ধ্বংস করে দিতে পারে। এমন বক্তব্য স্বয়ং মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল ট্রে অবারিংয়ের। সম্প্রতি ওয়াশিংটনে হাডসন ইনস্টিটিউটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, চীনের ক্ষেপণাস্ত্র কর্মসূচীর কারণে মার্কিন গোয়েন্দা ও পর্যবেক্ষণ কর্মসূচি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। ট্রে অবারিং চিনের ক্রমবর্ধমান সমর শক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চীন ২০০৭ সালেই উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করেছে যে তারা মহাশূন্যে কৃত্রিম উপগ্রহগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা রাখে। এখন তারা মহাশূন্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধাস্ত্র ধ্বংস করার সক্ষমতা অর্জন করে ফেলছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই চীন জাহাজ বিধ্বংসী মধ্যম পাল্লার ‘ডিএফ-টুয়েন্টি ওয়ান’ ক্ষেপণাস্ত্রটি জনসমক্ষে এনেছে। অত্যন্ত উন্নত ও জটিল প্রযুক্তির এই ক্ষেপনাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলির সঙ্গে পাল্লা দিতে সক্ষম৷ বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত...