সাভার থেকে ছিনতাই হওয়া ডিম ভর্তি ট্রাক উদ্ধার, গ্রেফতার ৫
সাভারে থেকে অস্ত্রের মুখে ছিনতাইকৃত একটি ডিম ভর্তি ট্রাক রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- তোফা, নয়ন, শাহীন, ইসমাইল ও স্বপন। জানা গেছে, গত ৭ মার্চ সাভার থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংকটাউন এলাকায় পৌঁছালে ট্রাকটির গতিরোধ করে একদল ছিনতাইকারী। তারা চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডিম ভর্তি ট্রাকটি ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইয়ে বাঁধা দেয়ায় ট্রাকের চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান জানান, এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ ট্রাকটি উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তিতে মোহাম্মদপুর থেকে ছিনতাই হওয়া ডিমভর্তি উদ্ধার করা হয়। ইত্তেফাক/ইউবি