Posts

Showing posts from November 4, 2018

কমিউনিস্ট বন্ধু’ কিমের সঙ্গে দেখা করলেন কিউবার প্রেসিডেন্ট

Image
হাভানার সাথে ওয়াশিংটনের সম্পর্ক পুন:স্থাপিত হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুদেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। পিয়ংইয়ংয়ের সঙ্গেও সম্পর্কের দোলাচলে ট্রাম্প প্রশাসন। ছবি: এপি। কিউবার   প্রেসিডেন্ট   মিগুয়েল   দিয়াজ - ক্যানেলকে   রোববার   উত্তর   কোরিয়ায়   স্বাগত   জানানো   হয়েছে ।   পিয়ংইয়ংয়ে তার   এ   সফরকে কমিউনিস্ট শাসিত দুই   মিত্র   দেশের   অকৃত্রিম   বন্ধুত্বের   নিদর্শন   হিসেবে   বর্ণনা   করা   হচ্ছে ।   খবর এএফপি ’ র ।   উত্তর   কোরিয়া   ও   যুক্তরাষ্ট্রের   মধ্যে   আলোচনা   স্থবির   হয়ে   পড়ার   প্রেক্ষাপটে   এবং   কিউবার   ওপর   ওয়াশিংটন   নতুন   করে অর্থনৈতিক   নিষেধাজ্ঞা   আরোপের   মাত্র   কয়েকদিনের   মধ্যে   তিনি   এ   সফরে   যান ।   অর্ধ   শতাব্দীর   বেশি   সময়েন   বৈরিতার   পর   ২০১৫   সা...

ঐশ্বরিয়া রাইকে ডিভোর্স!

Image
বিয়ের মাত্র ৫ মাসের মাথায় ভেঙে যাচ্ছে ঐশ্বরিয়া রাইয়ের সংসার! না, ইনি বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই নন। তিনি বিহারের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা প্রসাদ রাইয়ের মেয়ে। তার আরও একটি পরিচয় তিনি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি। ৫ মাস আগে তাকে বিয়ে করেন ভারতের বিহার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব।  এর মধ্যে তাদের মধ্যে ভাঙনের সুর বাজতে শুরু করেছে। গত শুক্রবারই পাটনা হাইকোর্টে ডিভোর্স পিটিশন দায়ের করেছেন ঐশ্বরিয়ার স্বামী তেজ প্রতাপ যাদব।  প্রতাপ যাদবের অভিযোগ, তাদের মধ্যে বনিবনা হচ্ছে। তার দাবি তিনি সাদামাটা রকমের মানুষ। অন্যদিকে, ঐশ্বরিয়া শিক্ষিত এবং উচ্চাভিলাষী জীবনযাপনে অভ্যস্ত। এদিকে, বিচ্ছেদের আগে বাবা লালু প্রসাদের সঙ্গে কথা বলেন তাজ প্রতাপ। এসময় লালু তার ছেলে এ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেন। তবে মিডিয়ার সামনে তাজ প্রতাপ জানিয়েছেন, ডিভোর্সের সিদ্ধান্তে তিনি অনড়। সূত্র:  ইন্ডিয়া টুডে ।

ভারি তুষারপাতে বিদ্যুৎহীন কাশ্মির

Image
ভারি তুষারপাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কাশ্মির। গত শনিবার সকাল থেকে কাশ্মিরের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে আছে। কাশ্মিরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। খবর এনডিটিভির।    কাশ্মিরের তরফ থেকে বলা হয়ে, ভয়াবহ তুষারপাতের কারণে এই অচলাবস্তার সৃষ্টি হয়েছে। তবে শিগগিরই এই অচলাবস্থার অবসান ঘটবে।   তুষারপাতের কারণে শ্রীনগরের অনেক ফ্লাইটও বাতিল  করা হয়েছে বলে জানানো হয়।   ভয়াবহ তুষারপাতে কাশ্মিরের অর্কিড ও আপেলের ব্যাপক ক্ষতির হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সেখানকার কৃষকেরা। এই তুষারপাতে রাস্তার মধ্যে অনেক গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়েছে।  ইতিমধ্যে তুষারপাতে আটকে পরা ১২০ জন ট্রাক চালককে উদ্ধার করা হয়েছে।   ভারতের আবহাওয়া অফিস থেকে জানানো হয়, আগামীকাল থেকে শুস্ক আবহাওয়া শুরু হবে।   ইত্তেফাক/এসআর

অবরোধ না তুললে পরমাণু কর্মসূচিতে ফিরবো: যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া

Image
১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় প্রেসিডেন্টের কিম জং-উনের ঐতিহাসিক বৈঠক হয়। এতে পরমাণু কর্মসূচির পূর্ণ অবসান ঘটানোর ঘোষণা দেন কিম। ছবি: এনডিটিভি। উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্রাম্প প্রশাসন যদি কঠোর অর্থনৈতিক অবরোধ তুলে না নেয় তাহলে পারমাণবিক অস্ত্র তৈরির নীতিতে ফিরে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়া সরকারের পক্ষ থেকে এ হুঁশিয়ারি দেয়া হয়।   গেল কয়েক বছর ধরে পরমাণু কর্মসূচি উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্গঠন একই সঙ্গে চালিয়ে যাওয়ার নীতি অনুসরণ করেছিল উত্তর কোরিয়া। যা ‘বুয়িংজিন’ নীতি নামে পরিচিত। বিবৃতিতে বলা হয়, ‘বুয়িংজিন’ নীতি পুনরায় ফিরে আসতে পারে।   চলতি বছরের এপ্রিলে দেশটির প্রেসিডেন্ট কিম বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি বন্ধ করা উচিত। এখন থেকে সমাজতান্ত্রিক অর্থনৈতিক পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে আগ্রহী হতে হবে।’   এ ঘোষণার পর ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠক হয়। এতে কোরীয় দ্বী...

রাজনৈতিক আশ্রয় চাইলেন আসিয়া বিবির স্বামী

Image
পাকিস্তানে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) মামলায় ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবির স্বামী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। খবর বিবিসির এক ভিডিও বার্তায় আসিয়ার স্বামী আশিক মাসিহ বলেছেন, পরিবার নিয়ে তিনি পাকিস্তানে খুবই বিপজ্জনক অবস্থায় আছেন। তিনি বলেন, “আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছি। যত দ্রুত সম্ভব আমাদের স্বাধীনতার জন্য পদক্ষেপ গ্রহণ করুন।” সেই সঙ্গে তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের নেতাদেরকেও বিষয়টি বিবেচনার জন্য আহ্বান জানান। এদিকে শনিবার আসিয়ার আইনজীবী সায়িফ মু্ল্লুক প্রাণের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পাকিস্তানে তিনি জীবননাশের শঙ্কায় ছিলেন উল্লেখ করে একটি বার্তা সংস্থাকে জানান, আসিয়া বিবির প্রতিনিধিত্ব অব্যাহত রাখতেই দেশ ছেড়েছেন তিনি। আসিয়া বিবির পুরো নাম আসিয়া নরিন।  ২০০৯ সালে তিনি নিজ গ্রামের প্রতিবেশী কয়েকজন মহিলার সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিলেন। সেখান থেকে এই মামলার শুরু। ওই সালেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়। ২০১০ সালের ডিসেম্বরে নিম্ন আদালতে তার বিরুদ্ধে মৃত্যু...

চিরকাল পাকিস্তানের পাশে থাকার আশ্বাস চীনের

Image
ছবি সংগৃহীত পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত চীন। পাকিস্তানের বিপদে-আপদে এতদিন পাশে ছিল বিশ্বের শক্তিশালী রাষ্ট্র চীন। সেই চীন নতুন করে বার্তা দিল পাকিস্তানের পাশে চিরকাল থাকবে। খবর ফার্স্ট পোস্টের।    গতকাল শনিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই পাক প্রধানমন্ত্রীকে এ আশ্বাস দেন।   চারদিনের সরকারি সফরে গতকাল বেইজিংয়ে পৌঁছান ইমরান খান।   ইমরান খান বৈঠকে শি'কে বলেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এই মুহূর্তে পাকিস্তানের বাজেট ও চলতি হিসেবের ব্যাপক ঘাটতি। তাই আমরা আপনাদের কাছে শিখতে এসেছি।    বৈঠকে শি ইমরান খানকে আশ্বাস দিয়ে বলেন, আমি পাকিস্তান ও চীন সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়ে থাকি। আমরা পাকিস্তানের পাশে সবসময় থাকবো।   ইত্তেফাক/এসআর

পাকিস্তানে জীবনের হুমকিতে দেশ ত্যাগ আসিয়ার আইনজীবীর

Image
আসিয়ার আইনজীবী সাইফুল মুলুক। ছবি: সংগৃহীত। পাকিস্তানে ব্লাসফেমি আইনের মামলায় খালাস খ্রিস্টান নারী আসিয়া বিবির আইনজীবী দেশ ত্যাগ করেছেন। তিনি বলেছেন, তার জীবন হুমকির সম্মুখীন। আসিয়া বিবিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ায় তুমুল বিক্ষোভ হয় দেশটিতে। সরকারের সঙ্গে চুক্তির পর গত তিনদিন ধরে চলা বিক্ষোভ গতকাল শনিবারে থামে।   গত বুধবার সুপ্রিম কোর্টের রায়ে খালাস পান আসিয়া। গতকাল শনিবার সকালে আসিয়ার আইনজীবী সাইফুল মুলুক ইউরোপের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। ৬২ বছর বয়সী সাইফুল বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি আসিয়া বিবির জন্য লড়াই করতে চাই। তাই আমাকে বেঁচে থাকতে হবে।   এদিকে সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের ৫ দফার এক চুক্তির পর বিক্ষোভ বন্ধ হয়। চুক্তিতে বলা হয়েছে, আসিয়া বিবি এবং তার পরিবার দেশ ত্যাগ করতে পারবে না। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। সরকার এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এ সম্পর্কে সাইফুল মুলুক বলেন, এটা দুর্ভাগ্যজনক, তবে অপ্রত্যাশিত নয়।-ডন।   ইত্তেফাক/মোস্তাফিজ