চিরকাল পাকিস্তানের পাশে থাকার আশ্বাস চীনের
ছবি সংগৃহীত
পাকিস্তানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত চীন। পাকিস্তানের বিপদে-আপদে এতদিন পাশে ছিল বিশ্বের শক্তিশালী রাষ্ট্র চীন। সেই চীন নতুন করে বার্তা দিল পাকিস্তানের পাশে চিরকাল থাকবে। খবর ফার্স্ট পোস্টের।
গতকাল শনিবার পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানেই পাক প্রধানমন্ত্রীকে এ আশ্বাস দেন।
চারদিনের সরকারি সফরে গতকাল বেইজিংয়ে পৌঁছান ইমরান খান।
ইমরান খান বৈঠকে শি'কে বলেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। এই মুহূর্তে পাকিস্তানের বাজেট ও চলতি হিসেবের ব্যাপক ঘাটতি। তাই আমরা আপনাদের কাছে শিখতে এসেছি।
বৈঠকে শি ইমরান খানকে আশ্বাস দিয়ে বলেন, আমি পাকিস্তান ও চীন সম্পর্ককে অনেক গুরুত্ব দিয়ে থাকি। আমরা পাকিস্তানের পাশে সবসময় থাকবো।
ইত্তেফাক/এসআর
Comments