Posts

Showing posts from December 12, 2017

৩৫ বছর পরে প্রাণ পাচ্ছে সৌদি সিনেমা

Image
৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে সিনেমাকে বৈধ ঘোষণা করার পথে সৌদি আরব। ছবি: এএফপি। সবাইকে চমকে দিয়ে কিছু দিন আগেই বার্তা দিয়েছিলেন— ‘কট্টর মতাদর্শের দিন শেষ’। কথা রাখলেন তিনি। ৩৫ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে শীঘ্রই সিনেমাকে বৈধ ঘোষণা করা হবে বলে জানালেন তরুণ সৌদি রাজা মহম্মদ বিন সলমন। সৌদি আরবের সংস্কৃতি ও তথ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এ দিন জানানো হয়, ‘‘২০১৮ সালের গোড়া থেকেই শুরু হয়ে যাবে বাণিজ্যিক ছবি তৈরির কাজ। শুরু হবে সিনেমা হলগুলোকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও।’’ রাজ-ঘোষণায় আপ্লুত তথ্যমন্ত্রী আওয়াদ আলাওয়াদ বলেন, ‘‘দেশের সাংস্কৃতিক অর্থনীতিতে ফের উন্নয়নের ঢেউ। আনন্দে চোখ ভিজে আসছে...।’’ সৌদি আরবে পরিবর্তনের জোয়ার এসেছে ২০১৫ থেকেই। সে বছরে দেশের শাসনভার ওঠে রাজা সলমন বিন আবদুলাজিজ আল সৌদের হাতে। দেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা হয়। জুন মাসে মসনদ হয় মহম্মদ বিন সলমনের। এই দু’জনেই ‘ধর্ম-পুলিশ’দের ক্ষমতা নাশ করতে উঠেপড়ে নামেন। একটা সময়ে চাইলেই কাউকে গ্রেফতারও করতে পারতেন ধর্মগুরুরা। প্রথমেই সে ক্ষমতা কে়ড়ে নেন রাজারা। অতীতের রেকর্ড ভেঙে প্রথম সঙ্গীত সম্মেলন হয়। টুইটারে কট্টর মতাদ...

জোরাল বিস্ফোরণে কাঁপল ম্যানহাটন, জখম ৪

Image
নিউ ইয়র্কের কেন্দ্রবিন্দু ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে আজ সকালের এই বিস্ফোরণে জখম হয়েছে আততায়ী। অল্প পুড়ে গিয়েছেন আরও চার জন। বাস টার্মিনালের নীচেই টাইমস স্কোয়ার ও পোর্ট টার্মিনাল সাবওয়ে স্টেশন।

মোদীকে ‘অপমানই’ করা হয়েছে, বলছেন কংগ্রেসি ভরতও

Image
দুপুর গড়াতে শুরু করেছে। দোকানে এই সময় খদ্দের তেমন থাকে না। আক্ষরিক অর্থেই মাছি তাড়াচ্ছিলেন অমৃতভাই। মিডিয়া দেখে একটু যেন বিব্রতই হলেন। প্রথমে মুখ খুলতে চাইছিলেন না। কিন্তু কথায় কথা বাড়ল। অমৃতভাইও মন খুললেন। আর তাতেই বোঝা গেল, গুজরাতি অস্মিতার উনুনে বেশ গনগনে আঁচই ধরিয়ে দিতে পেরেছেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে অপমান করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে, এ কথায় বিশ্বাস করতে শুরু করেছেন এই মুদি দোকানদার। পাকিস্তানি ষড়যন্ত্রের তত্ত্বেও তিনি বিশ্বাস রাখছেন। প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ দিনেই গুজরাতি অস্মিতা নিয়ে সুর চড়িয়েছিলেন মোদী। সুরাতের জনসভা থেকে মোদী তোপ দেগেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের বিরুদ্ধে। তাঁকে ‘নীচ’ বলেছেন মণিশঙ্কর, এটা কি শুধু তাঁর অপমান? নাকি গোটা গুজরাতের অপমান? মঞ্চ থেকে প্রশ্ন করেছিলেন মোদী। ভিড় উত্তর দিয়েছিল, ‘গুজরাতের অপমান’। VIDEO:  মোদীকে অপমানের বদলা নেবে গুজরাত? 00:22 / 01:07 দ্বিতীয় দফার ভোট প্রচার শুরু হতেই আরও ...

৬২ তলা ভবন থেকে পড়ে চীনা স্পাইডারম্যানের মৃত্যু

Image
                                              প্রতীকী ছবি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ৬২ তলা ভবন বেয়ে ওঠার সময় পড়ে গিয়ে নিহত হয়েছেন চীনের স্পাইডারম্যান খ্যাত উ। ২৬ বছর বয়সী ইয়ংনিং চাংসা শহরের ৬২ তলা ভবন বেয়ে ওঠার সময়ে পড়ে গিয়ে ৮ নভেম্বর মারা যান বলে তার বান্ধবী জানিয়েছেন। বহুতল ভবন বেয়ে উপরে ওঠার ছবি সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করে আলোড়ন তুলেছিলন উ। কিন্তু হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর খবর দীর্ঘদিন গোপন ছিল। অবশেষে তার বান্ধবী সেটি প্রকাশ করেন। জানা গেছে, প্রায় সাড়ে ১১ লাখ টাকার বাজিতে উ আকাশচুম্বী ভবনটিতে ওঠার চ্যালেঞ্জ নিয়েছিলেন। বান্ধবীকে বিয়ের প্রস্তাব এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে তিনি এই দুঃসাহসী চ্যালেঞ্জ নেন। বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

চীনকে আরো সতর্ক নজরে রাখছে ভারত!

Image
                                                              ফাইল ছবি সম্প্রতি ভারত মহাসাগরে চীনা বিমানের তৎপরতা বেড়েছে। তা ঠেকাতে এবং তাদের গতিবিধির ওপর নজর রাখতে প্রস্তুত ভারতীয় নৌসেনা। জানা যায়, যুক্তরাষ্ট্রের তৈরি বোয়িং পি ৮১ পোসেডন এবার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বেআইনি পথে ভারতের সীমান্তে ঢুকে পরা যেকোনও যুদ্ধজাহাজের উপর। বিশাল এলাকা জুড়ে নজরদারি চালিয়ে যাবে পি ৮১ যুদ্ধবিমান। সাগরের পানির নীচে ডুবে থাকা জাহাজই হোক বা ভাসমান, কোনও কিছুই এর নজর এড়িয়ে যেতে পারবে না। ভারতীয় নৌসেনার হাতে এই মুহুর্তে আছে আটটি পি ৮১। সাগরের এপ্রান্ত থেকে ওপর প্রান্তে ঘুরে বেড়াবে যাতে সাগরে সীমারেখায় একটি সূচ গলতে না পারে। কলকাতা টুয়েন্টিফোর'র প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ এ ভারত সরকার আটটি পি ৮১ বিমান কেনার অনুমোদন দেয়। বরাদ্দ করা হয় দুই দশমিক শূণ্য এক বিলিয়ন ডলার। ২০১২ থেকে ২০১৫এ আটটি পি ৮১ বিমান হাতে পেয়ে যায় ভারতীয় নৌসেনা। ২০১৬ এ ভারত...

খাগড়াছড়িতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে হাজার কোটি টাকার মামলা খাগড়াছড়ি প্রতিনিধি

Image
খাগড়াছড়িতে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বিশ্বজিত রায় দাশ। মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।   বাদীর আইনজীবী অ্যাডভোকেট রতন কুমার দে জানান, আদালত মামলাটি গ্রহণ করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(তদন্ত) আগামি ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। দায়েরকৃত মামলায় চারজনকে স্বাক্ষী করে মোকাদ্দমার ধারা ১২৩(ক), ১২৪(ক), দণ্ড বিধির ৫০০ ধারায় এক হাজার কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়।   মামলায় বলা হয়, গত ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত একটি অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তৃতায় বাংলাদেশ, বঙ্গবন্ধু ও দেশের গণতন্ত্র নিয়ে কুরুচি ও মানহানিকর কথা বলেছেন। যা দেশের সব ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে। তাছাড়া ইউটিউবে তার বক্তব্য দেখে ও শুনে বাদী বিশ্বজিত রায় দাশ আদালতে ...

চীন-পাকিস্তান বন্ধুত্বে ফাটল!

Image
চীন-পাকিস্তান ইকোনমিক করিডরে বন্ধ হয়ে গেল 'সিপিইসি প্রকল্প'৷ কারণ সিপিইসি প্রোজেক্টে সাময়িকভাবে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে চীন৷ সেই কারণেই সিপিইসি প্রোজেক্টের অন্তর্ভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজ বন্ধ করে দিল পাকিস্তান৷ পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে৷  চীন থেকে নির্ধারিত টাকা আসলেই আবারও ইকোনমিক করিডরে রাস্তা তৈরির কাজ শুরু হবে৷ এই বিষয়ে পাকিস্তানের পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আহসান ইকবাল এই বিষয়ে জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্টের জন্য ইকোনমিক করিডরে মোট তিনটি রাস্তা তৈরি হচ্ছিল৷ সেই রাস্তা তৈরির জন্য একটি ২২সদস্যের সাংসদীয় কমিটি গঠিত হয়েছিল৷ কিন্তু চীন যেহেতু টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, সেই কারণে এই সম্পূর্ণ কাজই আপাতত স্থগিত করা হয়েছে৷ যদি চীন আবারও টাকা দেয় তাহলেই আবারও এই প্রোজেক্টের কাজ শুরু হবে৷ সোমবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় পাকিস্তানে৷ সেখানেই এই সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি চীন পাকিস্তানের উচ্চরদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সিপিইসি প্রোজেক্ট নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে, সেটি এই মুহূর্তে সবচে...

নিউইয়র্কে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

Image
বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে সোমবার রাতে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। নিউইয়র্কে টাইমস স্কয়ারের কাছে একটি সাবওয়ে স্টেশনে বোমা হামলায় তিনজন আহত হয়েছেন। হামলার পরপরই যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঘোষিত জিরোটলারেন্স নীতির ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ এবং সোমবার নিউইয়র্কের হামলার ঘটনাসহ বিশ্বের যে কোনো স্থানে যে ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থা অথবা কার্যক্রমের নিন্দা জানায়। এতে বলা হয়, সন্ত্রাসী তার জাতি অথবা ধর্ম নির্বিশেষে একজন সন্ত্রাসীই এবং অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে। সোমবার ব্যস্ততম সময়ে নিউইয়র্ক সাবওয়েতে আইএস চরমপন্থীদের দ্বারা প্ররোচিত আত্মঘাতি বোমা হামলাকারীর হামলার রিপোর্টের পরেই বাংলাদেশ এই প্রাথমিক প্রতিক্রিয়া জানায়। সন্দেহভাজন হামলাকারী হলেন ২৭ বছর বয়সী আকায়েদ উল্লাহ। শরীরে স্থাপিত বোমায় হাত ও পেট পুড়ে যাওয়া আকায়েদ উল্লাহকে গ্রেফতার করা হয়েছে এবং এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইত্তেফাক/কেকে

জেরুজালেম উত্তেজনার মধ্যেই গাজায় ট্যাঙ্ক ও বিমান হামলা ইসরাইলের

Image
সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে কমপক্ষে দু’টি রকেট ছোড়া হয় এবং এর দ্বিতীয়টি ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। প্রথম দফা রকেট হামলার পর সামরিক বাহিনী বিবৃতি জারি করে এর জবাব দেয়ার কথা জানায়। এরপরই গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের সামরিক চৌকিগুলো লক্ষ্যকরে ইসরাইলি বাহিনী ট্যাঙ্ক ও বিমান হামলা চালায়। প্রথম দফার রকেট হামলায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। গাজা থেকেও ইসরাইলি বাহিনীর হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির পর এটি ছিলো সর্বশেষ পাল্টাপাল্টি হামলার ঘটনা। এএফপি। ইত্তেফাক/সেতু

ভারতের ঝাড়খণ্ডে প্রকাশ্যে চুমু প্রতিযোগিতা

Image
ভারতে কত ঘটনায় ঘটতে দেখা যায়, যা অনেকের অজানা। মাঝে মাঝে এসব খবর বিভিন্ন সংবাদে সামনে চলে আসার পর মানুষ সে সম্পর্কে। এবার এলো আরেক নতুন খবর। পদ্মাবতীর মতো সিনেমা নিয়ে যে দেশে তুমুল কাণ্ড বাঁধানো হয়, এমন রক্ষণশীল দেশে চলে চুমু খাওয়ার প্রতিযোগিতা। এসব কর্মকাণ্ড তো বিদেশে ঘটে থাকে। খবরটি প্রকাশ করেছ টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস। কট্টর রক্ষণশীলতার পথে এগিয়ে চলা ভারতেও কী এসব সম্ভব?‌ যদি সম্ভব না হয় তাহলে খবর হবে কেন। ঝাড়খণ্ডের মত রাজ্যে এই প্রতিযোগিতা হয়ে থাকে। তাও আবার আদিবাসী গ্রামে। সত্যিই সম্ভব। ‌ ঝাড়খণ্ডের পাকুড়ের লিটিপাড়া ব্লকে প্রতিবছরই আয়োজন করা হয় সিধু–কানহু মেলার। সরকারি উদ্যোগে হয় মেলা। সেখানেই নাকি এই চমকপ্রদ প্রতিযোগিতা হয়ে থাকে। প্রায় প্রতি বছরই হয়। তবে এক্ষেত্রে একটাই নিয়ম থাকে প্রতিযোগীদের সকলকেই হতে হবে স্বামী–স্ত্রী। এ বছর তো বিধায়ক সিমন মাণ্ডি এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা শ্যাম যাদবের উপস্থিতিতেই চলল চুমু খাওয়ার প্রতিযোগিতা। সম্প্রতি এই আয়োজনের একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা পরে ভাইরাল হয়ে যায়। ইত্তেফাক/আনিসুর

‘বিশ্ব স্থিতিশীলতায় রাশিয়া, চীন ও ভারতের শক্তিশালী ভূমিকা পালন করা উচিত’

Image
বিশ্বে স্থিতিশীলতা আনয়নে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়ানোর লক্ষ্যে চীন, রাশিয়া ও ভারত আরো বেশী শক্তিশালী ভূমিকা পালন করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়া সোমবার তিন দেশীয় পররাষ্ট্রমন্ত্রীদের ১৫তম সভা শেষে ভারতের রাজধানী নয়াদিল্লীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর সিনহুয়া’র। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রভাবশালী ও উদীয়মান অর্থনীতি সমৃদ্ধ তিনটি দেশ ইতিবাচক শক্তি ব্যবহার করে বিশ্বে সমৃদ্ধি আনয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। ওয়াং ইয়া বলেন, সভায় রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চীনের সদ্য সমাপ্ত ১৯তম চীনা জাতীয় কংগ্রেসের তাৎপর্য ও দেশটির নয়া ধারার পররাষ্ট্র নীতিমালা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন, তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ বিশ্ব ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা বিষয়সমূহে একমত হয়েছেন। তিন নেতা মনে করেন, বিশ্বের যে সকল সমস্যা তা জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইন-নীতিমালার আলোকে সমাধান হওয়া উচিৎ। তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গণতান্ত্রিক অগ্রগতির ওপর জোর দেন। সিনহুয়া। ইত্তেফাক/সেতু

স্নায়ুযুদ্ধের সময়ে উ. কোরিয়ায় পালিয়ে যাওয়া মার্কিন সেনার মৃত্যু

Image
স্নায়ুযুদ্ধের সময় দক্ষিণ কোরিয়া থেকে পালিয়ে উত্তর কোরিয়ায় যাওয়া মার্কিন সেনা চার্লস রবার্ট জেনকিন্স মারা গেছেন। উ. কোরিয়ায় ৪০ বছর কারাভোগ করা এই মার্কিন সেনা  ৭৭ বছর বয়সে জাপানে তার স্ত্রীর পৈত্রিক নিবাস সাদোতে মারা গেছেন। জেনকিন্সের উ. কোরিয়ায় পালিয়ে যাওয়ার ঘটনাটি স্নায়ুযু দ্ধের সময়ের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। ১৯৬৫ সালের জানুয়ারিতে স্কুটার ডাকনামের সেই সময়ের ২৪ বছর বয়সী সার্জেন্ট দুই কোরিয়ার ডিমিলিটারাইজড জোনে প্রহরার সময়ে হাওয়া হয়ে যান। ২০০৪ সালে জাপানে হওয়া কোর্ট মার্শালে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার বিপদজনক ডিউটি ও ভিয়েতনাম যুদ্ধ এড়াতে তিনি পালিয়ে গিয়েছিলেন। ৪০ বছর উ. কোরিয়ায় বন্দী থাকার পরে ২০০৪ সালে জাপানে ফেরেন তিনি। জেনকিন্স ১০টি ক্যান বিয়ার পান করে রাইফেল হাতে  নিয়ে উত্তর কোরিয়ার দিকে যাত্রা শুরু করেন। তার পরিকল্পনা ছিল রাশিয়ার কাছে আত্মসমর্পণ করা। কিন্তু উ. কোরিয়া তাকে গ্রেফতার করে কারাবন্দী করে। উ. কোরিয়ায় থাকার সময়ে জেনকিন্স সেখানের সেনাদের ইংলিশ শেখাতেন। উ. কোরিয়ার প্রোপাগান্ডায় জেনকিন্সকে ‘শয়তান মার্কিন গুপ্তচর’ হিসেবে দেখানো হয়। উ. কোরিয়ায় ত...

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ বন্ধ রাখার নির্দেশ

Image
সহায়তা হিসেবে পাওয়া খাদ্যপণ্যের অতিরিক্ত ত্রাণ রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এনে বিক্রি ঠেকাতে আগামী এক সপ্তাহ পর্যন্ত ‘ত্রাণ বিতরণ বন্ধ রাখার’ জন্য দেশি-বিদেশি সব সংস্থার প্রতি নির্দেশনা দিয়েছে প্রশাসন। তবে কোন রোহিঙ্গা পরিবারের কাছে ত্রাণ সংকট দেখা দিলে সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য-প্রযুক্তি) মো. আশরাফ আলী। তিনি বলেন, কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা দেশি-বিদেশি সংস্থার কাছ থেকে খাদ্যসহ নানা সামগ্রী ত্রাণ হিসেবে পর্যাপ্ত সহায়তা পেয়েছে। এখন পর্যন্ত এ ত্রাণ সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। অনেকের বাসায় মজুদ রয়েছে চাহিদার অতিরিক্ত খাদ্যপণ্য। তিনি আরও বলেন, মজুদ থাকা অতিরিক্ত এসব খাদ্যপণ্য রোহিঙ্গারা ক্যাম্পসহ বাইরে এনেও স্থানীয়দের কাছে বিক্রি করছে। স্থানীয় অনেক হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ত্রাণের এসব খাদ্যপণ্য। এনিয়ে প্রশাসন আগামী এক সপ্তাহ পর্যন্ত ত্রাণ বিতরণ বন্ধ রাখতে দেশি-বিদেশি সব সংস্থার প্রতি নির্দেশনা দিয়েছে। ইত্তেফাক/আরকেজি

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

Image
                                                ফাইল ছবি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা বলেন। গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর। এবার মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে ২৮ হাজার ৬২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এ পরীক্ষায় অংশ নেয়। বাসস। ইত্তেফাক/এমআই

ইসরায়েলকে ‘না’ বলল ইইউ

Image
সোমবার ব্রাসেলসে ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ফ্রেডারিকা মেহগারনি। ছবি: সংগৃহীত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আবেদন নাকচ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ সোমবার সকালে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। বেনিয়ামিন নেতানিয়াহু ওই অঞ্চলে শান্তিপ্রক্রিয়ার স্বার্থে এই স্বীকৃতির কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র ফেদরিকা মোঘেরিনি ব্রাসেলসে আজকের বৈঠকের পর বলেছেন, ইউনিয়নের পক্ষ থেকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নই আসে না। তারা জেরুজালেমকে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশের রাজধানী হিসেবে বিবেচনা করে। এর আগে ইউরোপের তিন দেশ—ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির বিষয়টি নিয়ে সমালোচনা করেছে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল পূর্ব জেরুজালেম অংশ দখল করে নেয়, যা নিয়ে আন্তর্জাতিকভাবে সব সময় সমালোচনা ...

যেকোনো মুহূর্তে বাধতে পারে পরমাণু যুদ্ধ!

Image
কিছু নেতার অবিবেচনাপ্রসূত আচরণে বিশ্বে যেকোনো সময় পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে। এমন হলে বর্তমান মানবসভ্যতা ধ্বংস হওয়া ক্ষণিকের ব্যাপার। শান্তিতে এ বছর নোবেল পুরস্কার বিজয়ী সংগঠন ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনস (আইসিএএন)’ এই আশঙ্কা ব্যক্ত করেছে। নরওয়ের অসলোতে গতকাল রোববার অনুষ্ঠিত হয় এ বছরের নোবেল শান্তি পুরস্কার প্রদান অনুষ্ঠান। সাহিত্য, পদার্থ, রসায়ন, চিকিৎসা ও অর্থনীতিতে নোবেল পুরস্কার গতকালই সুইডেনের স্টকহোমে পৃথক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলা টানটান উত্তেজনা এবং সেই সঙ্গে দুই দেশের নেতাদের বাগ্‌যুদ্ধের প্রেক্ষাপটে আইসিএএনের নেতারা এমন আশঙ্কা প্রকাশ করেন। তৃণমূল পর্যায়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থার জোট হিসেবে নিজেদের পরিচয় দেয় আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রচারাভিযান বা আইসিএএন। বিশ্বের ১০১টি দেশের ৪৬৮টি সংগঠন ও প্রতিষ্ঠান নিয়ে এ জোট গঠিত। আইসিএএনের পক্ষে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের পর পারমাণবিক অস্ত্রবিরোধী এই জোটের প্রধান বিয়াট্রিস ফিন ...

কলকাতায় শুরু হচ্ছে বাংলাদেশ বিজয় উৎসব

Image
বাংলাদেশ বিজয় উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় মিলবে ঐতিহ্যবাহী জামদানি। প্রথম আলো ফাইল ছবি। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৫ ডিসেম্বর শুক্রবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ বিজয় উৎসব। ওই দিন বিকেলে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন চত্বরে এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সভাপতিত্ব করবেন উপহাইকমিশনার তৌফিক হাসান। গত ছয় বছর ধরে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে এই বিজয় উৎসব হয়। এবারের উৎসব চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ১৯ ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এবারও এই উৎসবকে ঘিরে পাঁচ দিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছে নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, লোকগীতি, বাউলগান, লালন গীতি, আধুনিক গান, নৃত্য, নাটকসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তথ্য ও চলচ্চিত্র প্রদর্শনী। এসব অনুষ্ঠানে যোগ দেবে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও...

হ‌ুমায়ূন ও শাওনের বিয়ের গল্প

Image
হ‌ুমায়ূন আহমেদ ও শাওন। ছবি: ফেসবুক থেকে নেওয়া ১৩ সংখ্যাটা আমার জন্য সবচেয়ে শুভ। আমার জীবনের প্রিয় মানুষটির জন্ম ১৩ তারিখ। আমাদের বিয়ের তারিখও ১৩ হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ হ‌ুমায়ূন ভাবলেন, এক দিন আগেই বিয়ে করবেন। আজ ১২ ডিসেম্বর, আমাদের বিয়ের তারিখ।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন মেহের আফরোজ শাওন, জনপ্রিয় সাহিত্যিক ও নির্মাতা প্রয়াত হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী। আজ ১২ ডিসেম্বর হ‌ুমায়ূন আহমেদ আর শাওনের বিবাহবার্ষিকী। ২০০৪ সালের ১২ ডিসেম্বর হ‌ুমায়ূন আহমেদ ও শাওন বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১৩তম বার্ষিকীতে বিয়ের দিনের কিছু গল্প তিনি তুলে ধরেছেন। এসব গল্প অনেকেরই অজানা। শাওন লিখেছেন, ‘খুব সাদামাটাভাবেই হওয়ার কথা ছিল আমার বিয়েটা। ভেবেছিলাম কোনো রকম একটা শাড়ি পরে তিনবার কবুল বলা আর একটা নীল রঙের কাগজে কয়েকটা সাইন।’ হ‌ুমায়ূন আহমেদকে স্মরণ করে শাওন লিখেছেন, ‘আজ ১২ ডিসেম্বর। ২০০৪ সালের এই দিনে কুসুম (‘শ্রাবণ মেঘের দিনে’ ছবিতে শাওনের চরিত্রের নাম) আর হ‌ুমায়ূন নতুন জীবন শুরু করে। কুসুম তার জীবনের সবচেয়ে শুভ ১৩ বছর পার করেছে। কুসুমকে শুভেচ্ছা। কুসুমের হ‌ুমায়ূনকে শুভেচ্ছা।’ নিজের বিয়ের...

আকায়েদের স্ত্রী, শ্বশুর–শাশুড়ি পুলিশ হেফাজতে

Image
নিউইয়র্কের ম্যানহাটনে সন্দেহভাজন হামলাকারী আকায়েদ উল্লাহ। নিউইয়র্ক ট্যাক্সি কমিশনের দেওয়া ছবিটি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি । আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নিয়ে গেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলের দিকে ঢাকার জিগাতলার বাসা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয়। নিউইয়র্কের ম্যানহাটনে টাইমস স্কয়ারের পোর্ট অথোরিটি বাস টার্মিনালে গতকাল বোমা হামলার ঘটনায় বাংলাদেশের নাগরিক আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করে নিউইয়র্কের পুলিশ। আকায়েদ উল্লাহর স্ত্রী ছয় মাসের ছেলেকে নিয়ে ঢাকার জিগাতলায় বাবা-মায়ের সঙ্গে থাকেন। ঢাকার পুলিশ সূত্র জানায়, আকায়েদ উল্লাহর স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে তাঁদের জিগাতলার বাসা থেকে মিন্টু রোডের কাউন্টার টেররিজম ইউনিটের কার্যালয়ে নেওয়া হয়েছে। মূলত জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের সেখানে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আকায়েদ উল্লাহ গত বছরের জানুয়ারি মাসে রাজধানীর হাজারীবাগের জিগাতলায় বিয়ে করেন। তাঁর শ্বশুর বসুন্ধরা সিটি শপিংমলের একটি দোকানে কাজ করেন। আকায়েদ উল্লাহর বাড়ি চট্টগ্রামে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর তিনি দেশে ...