ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদে। ছবি: পিটিআই। পুলওয়ামার হামলার দায় প্রথম দিনেই স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ। পাকিস্তানের দিক থেকে রুটিনমাফিক নিন্দা ছাড়া কোনও বার্তা এত দিন আসেনি। মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান টিভিতে বিবৃতি দিয়ে বললেন, ভারতের মাটি থেকে রণং দেহি বার্তা তাঁর কানে পৌঁছেছে। ভারত আক্রমণ করলে পাকিস্তান প্রত্যাঘাত করতে প্রস্তুত। পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত যে দাবি করছে, তারও পাথুরে প্রমাণ চেয়েছেন তিনি। উত্তরে ভারতের দিক থেকে বলা হয়েছে, ইমরানের কথায় দিল্লি আদৌ বিস্মিত নয়। জইশ হামলার দায় নেওয়ার পরে আর কী প্রমাণ চাওয়ার থাকতে পারে! সোমবার ভারতীয় সেনার হাতে কামরান আর হিলাল নামে যে দুই জইশ জঙ্গি খতম হয়েছে, তারাও পাক নাগরিক বলে জানা গিয়েছে। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র’ বলে আখ্যা দিয়ে এ দিন বিদেশ মন্ত্রকের বক্তব্য, ‘‘আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল না বুঝিয়ে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চোখে পড়ার মতো ব্যবস্থা নিক পাকিস্তান।’’ প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর ইমরান একাধিক বার ভারতের সঙ্গে আলোচনা...