Posts

Showing posts from February 20, 2019

mm

Image
নতুন নিয়মে অ্যাঞ্জেল ইনভেস্টরের ২৫ কোটি টাকা পর্যন্ত লগ্নিকে কর ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে।

করের সুবিধা স্টার্ট আপের

Image

করের সুবিধা স্টার্ট আপের

Image
নতুন নিয়মে অ্যাঞ্জেল ইনভেস্টরের ২৫ কোটি টাকা পর্যন্ত লগ্নিকে কর ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে। ব্যবসায় নতুন ভাবনাকে উৎসাহ দিতে নতুন ব্যবসা বা স্টার্ট-আপের উপরে জোর দেওয়ার কথা বার বার বলেছে কেন্দ্র। কিন্তু সংশ্লিষ্ট শিল্পের অভিযোগ ছিল, পুঁজি জোগাড় করতে গিয়ে করের বোঝায় সমস্যায় পড়ছে তারা। শিল্প মহলের আর্জিতে সাড়া দিয়ে এ বার স্টার্ট-আপের সংজ্ঞার পরিধি বাড়াল বাণিজ্য মন্ত্রক। করের বোঝা কমাতেও করা হল কয়েকটি পদক্ষেপ। এই সিদ্ধান্তে খুশি শিল্প মহল।  ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়ার সমস্যা এড়াতে সাধারণত স্টার্ট-আপ সংস্থাগুলি অন্য বেসরকারি সংস্থা বা অ্যাঞ্জেল  লগ্নিকারী সংস্থার দ্বারস্থ হয়। লগ্নির বিনিময়ে সংস্থায় তাদের শেয়ার দেয় তারা। কিন্তু সংশ্লিষ্ট মহলের অনেক দিনের অভিযোগ, সেই লগ্নির জন্য অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছে কর দাবি করে নোটিস পাঠাচ্ছে আয়কর দফতর। এর ফলে এক দিকে যেমন সবে ব্যবসা শুরু করা সংস্থাগুলির উপর করের বোঝা চাপে, তেমনই লগ্নিকারী সংস্থাগুলির ভারতে বিনিয়োগ করা থেকে মুখ ফেরানোর আশঙ্কা থাকে। তাই নিয়ম শিথিলের দাবি তুলেছিল স্টার্ট-আপ সংস্থাগুলি। ...

তামিলনাড়ুতে বিজেপিকে ৫

Image
লোকসভা ভোটের আগে তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে আসন রফা করল বিজেপি। ছবি: পিটিআই। বিহার, মহারাষ্ট্রের পরে তামিলনাড়ুতেও জোট চূড়ান্ত করে ফেললেন বিজেপি সভাপতি অমিত শাহ। জয়ললিতার মৃত্যুর পরে এডিএমকের বিবদমান দুই শিবিরকে একজোট করেছিলেন নরেন্দ্র মোদী। এ বার লোকসভা ভোটের আগে তামিলনাড়ুর শাসক দলের সঙ্গে আসন রফা করল বিজেপি। রাজ্যের ৩৯টি আসনের মধ্যে বিজেপি পাঁচটি আসনে লড়বে। মহাজোটে পিএমকে-সহ কয়েকটি ছোট দলও রয়েছে। পিএমকে সাতটি আসনে লড়বে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পরে আজ মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম বলেন, ‘‘যে ২১টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে, সেখানেও এডিএমকে-কে সমর্থন করবে বিজেপি।’’ সূত্রের খবর, আগামিকাল ডিএমকে-র সঙ্গে জোটের কথা ঘোষণা করতে পারে কংগ্রেস।

আকাশযুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে ভারতীয় বায়ুসেনার ‘উইংম্যান’ ড্রোন

Image
জাগুয়ার যুদ্ধবিমান। ফাইল চিত্র। আধুনিকীকরণের ফলে যুদ্ধের জন্য প্রস্তুত অত্যাধুনিক জাগুয়ার যুদ্ধবিমান এবং তার সঙ্গে ক্ষেপণাস্ত্রবাহী চারটি ‘উইংম্যান ড্রোন’। বিপক্ষের বিমানঘাঁটি রাডারে ধরা পড়লেই সেই খবর এই  ড্রোনকে  এক লহমায় পৌঁছে দেবেন  ভারতীয় বায়ুসেনার  পাইলট। এর পর সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে ছুটে যাবে মিসাইলবাহী ড্রোন। বিপক্ষের বিমানঘাঁটি ধ্বংস হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। পাকিস্তান ও চিন সীমান্তে ভারতীয় বায়ুসেনার এই যুদ্ধাস্ত্র যে কোনও মুহূর্তে বদলে দিতে পারে আকাশযুদ্ধের গতিপ্রকৃতি, এমনটাই মত যুদ্ধ-বিশেষজ্ঞদের। যুদ্ধ লাগলে শুরুতেই বিপক্ষের দাঁতনখ ভেঙে দিতে প্রথমে আসরে নামবে ভারতীয় বায়ুসেনার এই আক্রমণ ব্যবস্থা। এই আক্রমণ যত নিখুঁত হবে, ততই দুর্বল হয়ে পড়বে বিপক্ষ, আর এগিয়ে যেতে পারবে সেনার পরবর্তী বাহিনী। আর সেই আকাশযুদ্ধের লড়াইতে এই ‘উইংম্যান’ রাডারের জন্যই এখন অ্যাডভান্টেজ ‘ভারতীয় সেনা’। আগামী ১০ বছরের মধ্যেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে এই দুর্ভেদ্য ‘উইংম্যান ড্রোন’। আকাশযুদ্ধের এই প্রযুক্তি এবং তাকে যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী করার পিছনে আছ...

ভাষাদিবসের আগে বাংলাদেশ সেজে উঠছে নিরাপত্তা ও আল্পনার মিশেলে

Image
রং-তুলিতে শহিদ-স্মরণের প্রস্তুতি। ছবি: সংগৃহীত। ১৯৫২ থেকে ২০১৯। আন্তর্জাতিক ভাষা দিবস পৌঁছল ৬৭ তম বছরে। আবেগ ও ঐতিহাসিক গুরুত্ব— দুই-ই এই দিনের প্রাণভোমরা। ভাষা আন্দোলনের শহিদদের অবদান স্মরণে রেখে ২০১০ সালে  ২১ ফেব্রুয়ারিকে  ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রপুঞ্জ। এ দিনের গুরুত্ব তার পর থেকেই বিশ্বজনীন হয়ে ওঠে। ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ বছরও বাংলাদেশ সরকারের রয়েছে বিশেষ কিছু পরিকল্পনা ও কর্মসূচি। প্রস্তুতির শেষ লগ্নে তাই ব্যস্ততাও তুঙ্গে। বিশেষ এই দিনে বাংলাদেশকে মুড়ে দেওয়া হবে চার স্তরের কঠোর নিরাপত্তাবলয়ে। রাজধানী ঢাকার প্রতি আলাদা করে গুরুত্ব আরোপ করা হবে। শহিদ মিনারে যাওয়ার প্রতিটি প্রবেশ ফটকেই থাকবে আর্চওয়ে। হ্যান্ড মেটাল ডিটেক্টরও বাদ পড়বে না এই নিরাপত্তার আয়োজনে। আরও পড়ুন:  পাকিস্তান শুধু ভারত নয় বাংলাদেশের জন্যও হুমকির কারণ, বলছেন বিশিষ্টজনেরা মহিলাদের জন্য থাকবে পর্যাপ্ত সংখ্যক মহিলা-পুলিশ। কেন্দ্রীয় শহিদ মিনার ও এর আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যাও। আন্তর্জাতিক মাতৃ...

ভারত আক্রমণ করলে প্রত্যাঘাত, ফাঁকা আওয়াজ ইমরানের, দাবি দিল্লির

Image
ইমরান খান। মঙ্গলবার ইসলামাবাদে। ছবি: পিটিআই। পুলওয়ামার হামলার দায় প্রথম দিনেই স্বীকার করেছিল জইশ-ই-মহম্মদ। পাকিস্তানের দিক থেকে রুটিনমাফিক নিন্দা ছাড়া কোনও বার্তা এত দিন আসেনি। মঙ্গলবার পাক প্রধানমন্ত্রী ইমরান খান টিভিতে বিবৃতি দিয়ে বললেন, ভারতের মাটি থেকে রণং দেহি বার্তা তাঁর কানে পৌঁছেছে। ভারত আক্রমণ করলে পাকিস্তান প্রত্যাঘাত করতে প্রস্তুত। পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত যে দাবি করছে, তারও পাথুরে প্রমাণ চেয়েছেন তিনি।  উত্তরে ভারতের দিক থেকে বলা হয়েছে, ইমরানের কথায় দিল্লি আদৌ বিস্মিত নয়। জইশ হামলার দায় নেওয়ার পরে আর কী প্রমাণ চাওয়ার থাকতে পারে! সোমবার ভারতীয় সেনার হাতে কামরান আর হিলাল নামে যে দুই জইশ জঙ্গি খতম হয়েছে, তারাও পাক নাগরিক বলে জানা গিয়েছে। পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদের স্নায়ুকেন্দ্র’ বলে আখ্যা দিয়ে এ দিন বিদেশ মন্ত্রকের বক্তব্য, ‘‘আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায়কে ভুল না বুঝিয়ে পুলওয়ামা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চোখে পড়ার মতো ব্যবস্থা নিক পাকিস্তান।’’  প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর ইমরান একাধিক বার ভারতের সঙ্গে আলোচনা...

ভারতের জন্য অত্যাধুনিক এফ-২১ যুদ্ধবিমান বানাতে প্রস্তুত লকহিড-মার্টিন, দেখুন ভিডিয়ো

Image
ভারতীয় বায়ুসেনার কথা ভেবেই তৈরি এই এফ ২১ যুদ্ধবিমান। ছবি সৌজন্য: লকহিড মার্টিন। ভারতীয় বায়ুসেনার  জন্য এই মুহূর্তে পৃথিবীর অন্যতম বিধ্বংসী যুদ্ধবিমান এফ-২১ বানাতে প্রস্তুত যুদ্ধপ্রযুক্তিতে পৃথিবীর অন্যতম সেরা মার্কিন কোম্পানি লকহিড মার্টিন। শুধু তাই নয়, প্রতিটি যুদ্ধবিমানই ভারতের মাটিতে বানানো হবে বলে দাবি করেছে এই সংস্থা। ভারতীয় কোম্পানি  টাটা  অ্যাডভান্সড সিস্টেমের সঙ্গে যৌথ উদ্যোগেই এই যুদ্ধবিমান বানানো হবে, নিজেদের কোম্পানি ওয়েবসাইটে এমনটাই জানিয়েছে লকহিড মার্টিনস। ১১৪টি যুদ্ধবিমান কেনা হবে, ভারতীয় বায়ুসেনার তরফে এই বার্তা দেওয়ার পরেই এই ইচ্ছে প্রকাশ করেছে লকহিড মার্টিন। বেঙ্গালুরুতে এই মুহূর্তে ‘এরো ইন্ডিয়া’ শো চলছে। সেখানেই ভারতের জন্য এই বিমান বানানোর ঘোষণা করল লকহিড মার্টিন। যুদ্ধবিমান তৈরিতে পৃথিবীর অন্যতম সেরা সংস্থা লকহিডের দাবি, এক মাত্র তারাই পুরোপুরি ভারতে যুদ্ধবিমান বানানোর প্রস্তাব দিচ্ছে, এই মুহূর্তে অন্য কোনও সংস্থা তা দেবার জায়গায় নেই। লকহিড ছাড়াও পৃথিবীর আরও ছ’টি যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ভারতের জন্য যুদ্ধবিমান বানাতে প্রস্তুত বলে জ...

পুলওয়ামার পরে সেনায় যোগ দিতে কাশ্মীরি যুবকদের বিশাল লাইন বারামুলা নিয়োগ ক্যাম্পে

Image
সেনাবাহিনীতে নিয়োঘের ক্যাম্পের বাইরে কাশ্মীরি যুবকদের লাইন। ছবি: টুইটারের সৌজন্যে পুলওয়ামায়জঙ্গি হানার স্মৃতি এখনও তরতাজা। কিন্তু উপত্যকায় সাধারণ যুবকদের মনোবলে বিন্দুমাত্র চির ধরেনি, বরং বেড়েছে, তার প্রমাণ ফের পাওয়া গেল সেনাবাহিনীতে নিয়োগের একটি ক্যাম্পে। মাত্র ১১১টি শূন্যপদের জন্য বারামুলার একটি ক্যাম্পে লাইন দিলেন প্রায় ২৫০০ যুবক। তাঁদের অধিকাংশেরই বক্তব্য, ‘পরিবারকে বাঁচানোর পাশাপাশি, দেশের সেবা করতে চাই’। গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। সেই ঘটনার পর সারা দেশের সঙ্গে প্রতিবাদ-বিক্ষোভে সোচ্চার হয়েছে গোটা উপত্যকাও। পাকিস্তানকে প্রত্যাঘাত এবং জঙ্গিদের চরম শাস্তির দাবিতেও মিছিল-বিক্ষোভ হয়েছে শ্রীনগর-সহ বিভিন্ন জায়গায়। তার জেরে একাধিক জায়গায় কার্ফু জারিও করতে হয়েছে। তবে এখন উপত্যকা অনেকটাই শান্ত। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। স্থিতাবস্থা ফিরতেই মঙ্গলবার বারামুলায় ১১১টি বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য ক্যাম্পের আয়োজন করে ভারতীয় সেনা। সেই ক্যাম্পেই দেখা যায় সকাল থেকেই গেটের বাইরে দাঁড়িয়ে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছে...

হামলা থেকে বাঁচতে জাতিসংঘের দ্বারস্থ পাকিস্তান

Image
শিগরিরই দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে উল্লেখ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত। কাশ্মীরের পুলওয়ামাতে হামলার জেরে পাকিস্তানের ওপর আক্রমণ চালাতে পারে ভারত। এমন আশঙ্কায় জাতিসংঘের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। ইতিমধ্যে দেশটি জাতসংঘের মহাসচিব বরাবর চিঠি পাঠিয়ে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুয়েতেরেসকে মঙ্গলবার একটি চিঠি দিয়েছেন। পাকিস্তানের পক্ষ থেকে চিঠিটি জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদের সব দেশকে দেয়ার অনুরোধ করা হয়েছে। কাশ্মীরের পুলওয়ামা হামলায় পাকিস্তান সংশ্লিষ্ট থাকার যে অভিযোগ ভারত করছে, তা নিয়ে আলোচনা করতে ও দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। কুরেশি জাতিসংঘ মহাসচিবের উদ্দেশে লিখেছেন, ‘ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি দিয়েছে, এতে করে এই অঞ্চলে শান্তি পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে, আমরা জরুরি ভিত্তিতে জাতিসংঘের হস্তক্ষেপের প্রয়োজন বোধ করছি। গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (...

সন্ত্রাস মোকাবেলায় ভারতের পাশে থাকবে সৌদি: যুবরাজ

Image
নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ বিবৃতি ঘোষণা করছেন সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান। ছবি: এনডিটিভি। সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের পাশে থাকার আশ্বাস দিলেন সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে এ আশ্বাস দেন তিনি। এর আগে জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মাঝেই দিল্লি এসে পৌঁছান সালমান। প্রটোকল ভেঙে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মোদি। আলিঙ্গনও করেন দুজনে। এনডিটিভি। যৌথ বিবৃতিতে সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান বলেন, ‘সন্ত্রাসবাদ সবচেয়ে বড় চিন্তার বিষয়। ভারত এবং অন্য দেশ গুলির সঙ্গে আমরা এ নিয়ে আলোচনা করে একসঙ্গে কাজ করবো।’ মোদী বলেন আমরা দু' পক্ষই একটা ব্যাপারে সম্মত হয়েছি যে সন্ত্রাসবাদকে সমর্থন করার প্রশ্ন নেই। যে সমস্ত দেশ সমর্থন করে তাদের পাশে থাকার কোনও দরকার নেই। ভারতের আপত্তির কারণে পাকিস্তান থেকে দেশে ফিরে পুনরায় ভারতে এসেছেন সৌদি রাজপুত্র। সকালে সাংবাদিকদের তিনি বলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের দীর্ঘদিনের ধারাবাহিকতা। সকালে টুইট করেন মোদীও। তিনি...