Posts

Showing posts from November 1, 2018

বিক্ষোভের মধ্যেই পিটসবার্গে নিহতদের প্রতি শ্রদ্ধা ট্রাম্পের

Image
বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ার পিটসবার্গের ইহুদি উপাসনালয় পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার তিনি হতাহতের প্রতি শ্রদ্ধা জানান। এই সময় তার সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প এবং জামাতা জারেদ কুশনার উপস্থিত ছিলেন। রাজ্যের নির্বাচিত নেতাদের আমন্ত্রণ জানালেও তারা তা প্রত্যাখান করেন। খবর সিএনএনের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প যখন শ্রদ্ধা জানাচ্ছিলেন তখন কিছুটা দূরেই বিক্ষোভ চলছিল। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভ্যর্থনা জানান ইহুদি নেতা জেফরি মায়ারস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন ডেরমার। উপাসনালয়ের প্রবেশ দ্বারে মোমবাতি প্রজ্বলন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘটনাস্থলে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্যরা। তবে তিনি কোনো মন্তব্য করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প নীরব থাকলেও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সময় কেঁদে ফেলেন মেলানিয়া ট্রাম্প। অস্থায়ী স্মৃতিসৌধের পাশ দিয়ে হাঁটার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা খুবই খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখলাম। এরপর প্রেসি...

বিধ্বস্ত সেই উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

Image
ইন্দোনেশিয়ার ১৮৯ জন মানুষ নিয়ে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। দেশটির উপকূল থেকে লায়ন এয়ার জেটি–৬১০ উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার করার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা। স্থানীয় সময় গত সোমবার সকাল ৬টা ২০ মিনিটে জাকার্তা ছেড়ে যায় জেটি-৬১০ ফ্লাইটটি। এক ঘণ্টার মধ্যে পাংকাল পিনাংয়ের দেপাতি আমির বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটির। ওড়ার ১৩ মিনিটের মধ্যে কন্ট্রোল প্যানেলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফ্লাইটটির। শেষ মুহূর্তে পাইলটকে জাকার্তার সুকর্ন হাত্তা বিমানবন্দরে ফিরে আসতে বলা হয়। বিমানটিকে সর্বশেষ সাগর পাড়ি দিতে দেখা যায়। বিমানটিতে তিন শিশুসহ ১৮১ জন যাত্রী ছিলেন। এ ছাড়া দুজন পাইলট ও ছয়জন কেবিন ক্রু ছিলেন। বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি জাভা সমুদ্রে ডুবে যায়। এখন পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। বোয়িং ৭৩৭ উড়োজাহাজের কাঠামোও উদ্ধার করা সম্ভব হয়নি। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। ব্ল্যাকবক্স উদ্ধারে অংশ নেওয়া এক ডুবুরি বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা সমুদ্রের নিচে খু...

ভারতে রাফালে বিমানের দামের নথি চাইলো সুপ্রিম কোর্ট

Image
রাফালে যুদ্ধবিমান। ছবি: ইন্টারনেট ফ্রান্সের সঙ্গে রাফালে যুদ্ধবিমান কেনা নিয়ে বিপাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। গতকাল বুধবার দেশটির সুপ্রিম কোর্ট সরকারের রাফালে বিমানের দামের নথি চেয়েছে। আগামী ১০ দিনের মধ্যে এই নথি জমা দিতে হবে।   সরকার এই তথ্য গোপনীয় বলে উল্লেখ করেছে। এরপর সুপ্রিম কোর্ট বলেছে, লিখিতভাবে জমা দেওয়া হোক। সেটি প্রকাশ করা হবে না। পাশাপাশি অনিল আম্বানির সংস্থা কীভাবে চুক্তির মধ্যে ঢুকল সেই সংক্রান্ত নথিও চেয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ গতকাল এই নির্দেশ দেয়।-এনডিটিভি।   ইত্তেফাক/মোস্তাফিজ

রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা, রক্ষা পেল ১০৩ যাত্রী

Image
ফের দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে। গভীর রাতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে ধাক্কা মেরেছে পানির ট্যাঙ্কার। দুর্ঘটনায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। ইতিমধ্যে বিষয়টি তদন্তে নেমেছে ভারতের ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বিমানটির অবস্থা খতিয়ে দেখছেন ডিজিসিএ কর্মকর্তারা। পরিস্থিতি খতিয়ে দেখার পরই বিমানটি যাত্রা করবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, কলকাতা বিমানবন্দর থেকে ওড়ার প্রস্তুতি নিচ্ছিল কাতার এয়ারওয়েজের একটি বিমান। বৃহস্পতিবার ভোরে যাত্রী নিয়ে দোহার উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। হঠাৎই ঘটে বিপত্তি। রানওয়েতে ঢোকার সময় বিমানটিকে সজোরে ধাক্কা মারে একটি পানির ট্যাঙ্কার। বিমানে ১২৫ জন যাত্রী ছিলেন।  কলকাতা বিমানবন্দরে যে এই প্রথম দুর্ঘটনা ঘটল, এমনটা কিন্তু নয়। বছর তিনেক আগে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ধাক্কা মারে বিমানবন্দরেরই যাত্রীবাহী বাস। দুমড়ে মুচড়ে যায় বিমানটির সামনের ডান দিকের ইঞ্জিনের একাংশ। ক্ষতি হয় ডানারও। দীর্ঘদিন বিমানবন্দরেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি।...

সৌদির সঙ্গে পরমাণু আলোচনা বন্ধে ট্রাম্পকে চিঠি

Image
সৌদি আরবের সঙ্গে পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি দিয়েছেন ক্ষমাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী পাঁচ সিনেটর।  সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিনেটররা এই চিঠি দিয়েছেন। মার্কো রবিও'র নেতৃত্বে এ দলে রয়েছেন সিনেটর কোরি গার্ডনার, র‍্যান্ড পল, ডিন হেলার এবং টোড ইয়ং। পাঁচ সিনেটরের পক্ষ দেয়া চিঠিটি বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করেছেন। চিঠিতে পাঁচ সিনেটর বলেছেন, সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা উন্মোচন এবং ইয়েমেন ও লেবাননকে ঘিরে সৌদি আরবের কিছু কর্মকাণ্ড তাদের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সৌদি আরবের বর্তমান নীতি-নির্ধারকদের সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়ে মারাত্মক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আমরা আপনাকে অনুরোধ করছি যে, আপনি দ্রুত মার্কিন-সৌদি বেসামরিক পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা বাতিল করুন। মাার্কিন সিনেটররা বলেছেন, যদি প্রেসিডেন্টের পক্ষ থেকে পরমাণু আলোচনা বন্ধ করা না হয় তাহলে তারা পরমাণু সংক্রান্ত চুক্তি আটকে দিতে আমেরিকার ‘অ্যাটোমিক এনার্জি অ্যাক্ট’ ব্যবহার করতে পারেন। বিডি প্রত...

সড়ক দুর্ঘটনার ৬ দিন পর মার্কিন নারীকে জীবিত উদ্ধার

Image
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে সড়ক দুর্ঘটনায় একটি গাছের ওপর ছয়দিন আটকে থাকার পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার পুলিশ একথা জানায়। অ্যারিজোনা জন নিরাপত্তা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ অক্টোবর ৫৩ বছর বয়সী ওই আমেরিকান নারী ফিনিক্সের প্রায় ৮০ কিলোমিটার উত্তরের উইকেনবার্গের কাছের মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়কের পাশের রেলিং ভেঙ্গে গাড়িটি গাছের ওপর পড়ে সেখানেই আটকে যায়। তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনা কারো দৃষ্টিগোচর না হওয়ায় কর্তৃপক্ষ এ নারীকে উদ্ধার করার আগে তাকে ছয়দিন ধরে সেখানে আটকে থাকতে হয়। গত ১৮ অক্টোবর অ্যারিজোনার সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী এক খামারি হঠাৎ করে গাড়িটিকে গাছের ওপর আটকে থাকতে দেখতে পায়। পরে উদ্ধার কর্মীদের সহযোগিতায় এ নারীকে উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। তার পরিচয় পাওয়া যায়নি।  জন নিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল ফ্রাঙ্ক মিলস্টিড উদ্ধারকারীদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বলেন, তাদের এমন প্রচেষ্টার কারণে এ নারীর জীবন বাঁচানো গেছে। খবর এএফপির।