জব্দ ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকারের ভিডিও ছেড়েছে ইরান
জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার দ্য স্টেনা ইম্পিরো। ছবি: ভিডিও থেকে নেওয়া উপসাগরীয় এলাকায় জব্দ করা ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার দ্য স্টেনা ইম্পিরোর নতুন ভিডিও প্রকাশ করেছে ইরান। ভিডিওতে ট্যাংকার জব্দ করার মুহূর্তের চিত্র উঠে এসেছে। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্য ট্যাংকার জব্দকে ‘অবৈধ’ উল্লেখ করে ইরানকে তা মুক্ত করে দিতে বলেছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, এই ঘটনা (ট্যাংকার জব্দ) হরমুজ প্রণালিতে যুক্তরাজ্য ও আন্তর্জাতিক নৌ-চলাচলে নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর প্রশ্নের উদ্রেক করেছে। বিশ্বের অত্যন্ত সংবেদনশীল জলসীমা হরমুজ প্রণালি। সেখান দিয়ে যাওয়ার সময় গত শুক্রবার ব্রিটিশ পতাকাবাহী একটি ট্যাংকার জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড। ইরানের অভিযোগ, দ্য স্টেনা ইম্পিরো আন্তর্জাতিক সমুদ্রযাত্রা-সংক্রান্ত আইন লঙ্ঘন করেছিল। ট্যাংকারটি তিনটি নিয়ম ভেঙেছিল। ট্যাংকারটি জিপিএস বন্ধ করে রেখেছিল। প্রবেশমুখের দিকে না গিয়ে হরমুজ প্রণালির দিকে যাচ্ছিল। এবং সতর্কবার্তা অমান্য করছিল। এ কারণেই ট্যাংকারটিকে জব্দ করা হয়। ট্যাংকারটির পরিচালনা প্র...