Posts

Showing posts from June 6, 2022

তবে কি সত্যি রাশিয়াকে নিয়ে ইউরোপীয় দেশগুলোর মধ্যে ঝগড়া শুরু হয়ে যাচ্ছে?

Image
  দিমিত্রি কুলেবা (বামে) ও ইমানুয়েল ম্যাকরন ইউক্রেনে রাশিয়ার হামলার বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপ জোটবদ্ধ হয়ে রুশদের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা দিলেও এখন সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে কি ধরনের আচরণ করা হবে তা নিয়ে খোদ ইউরোপীয় দেশগুলোর মধ্যেই বড় ধরনের বিভেদ ও বিতর্ক শুরু হয়েছে। রাশিয়ার সঙ্গে কঠোর আচরণ না করার ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বক্তব্য দেওয়ার পর ইউক্রেন তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ম্যাকরন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, “আমাদের কারো উচিত হবে না রাশিয়াকে অবমাননা করে কথা বলা, যাতে যুদ্ধ থেমে যাওয়ার পর কূটনৈতিক উপায়ে বিরাজমান সমস্যা সমাধানের পথ খোলা থাকে।” তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা এক টুইটবার্তায় বলেছেন, “রাশিয়াকে অবমাননা করা থেকে বিরত থাকার জন্য ফ্রান্সসহ ইউরোপের যেকোনও দেশের আহ্বান বরং ওই দেশগুলোর জন্যই অবমাননাকর এবং ফরাসি প্রেসিডেন্ট রাশিয়াকে অবমাননা না করার কথা বলে প্রকৃতপক্ষে তিনি নিজেই নিজেকে অবমাননা করেছে।” পর্যবেক্ষকরা বলছেন, ফ্রান্স ও ইউক্রেনের মুখোমুখি...

বিপাকে পাকিস্তান, ২০০ রুপি=১ ডলার!

Image
  সোমবারেও আগুন ছিল পাকিস্তানের ডলারের বাজারে। এ দিন এক মার্কিন ডলার কিনতে পাকিস্তানীদের গুণতে হয়েছে ২০০ রুপি। রবিবার পাকিস্তানের আন্তব্যাংক বাজারে ডলার বিক্রি হয়েছিল  ১৯৮.১৪ রুপিতে। সোমবার হুট করেই আরও দুই রুপি বাড়ে ডলারের দাম। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন বলছে, সোমবার ডলার ২০০.২৫ থেকে ২০০.৪০ রুপি পর্যন্ত বিক্রি হয়েছে।  জ্বালানি তেলের দাম পরিশোধ করতে গিয়ে রুপির বাজার দর আরও কমছে বলে মনে করছেন পাকিস্তানের অর্থ বাজার সংশ্লিষ্টরা।  অনেকে আবার অভিযোগ করছেন, ব্যাংকগুলোর জালিয়াতিতে এমন লাগাম ছাড়া হচ্ছে ডলারের দাম। আগেই ভঙ্গুর থাকা পাকিস্তানের অর্থনীতি সাম্প্রতিক রাজনৈতিক সঙ্কটের কারণে আরও অস্থির হয়ে উঠছে। বিদেশি বিল শোধ করতেই হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফের নেতৃত্বাধীন বর্তমান সরকার। সূত্র:  ডন   বিডি প্রতিদিন/নাজমুল