Posts

Showing posts from September 27, 2017

পদ্মার তলদেশের দানব গিলে ফেলছে পিলার! বন্ধ হয়ে যেতে পারে পদ্মা সেতু নির্মাণের কাজ!!

Image
3:24 পদ্মার তলদেশের দানব গিলে ফেলছে পিলার! বন্ধ হয়ে যেতে পারে পদ্মা সেতু নির্মাণের কাজ!! Mk Tv

টেকনাফে ৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিক আটক

Image
কক্সবাজার সময় ডেস্কঃ  কক্সবাজার উপকূলবর্তী সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।  এসময় ট্রলারে থাকা মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় দ্রুতগামী ট্রলারটি আটক করে র‌্যাব। র‌্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। নুরুল আলম রাজা

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জাপানের /কালের কণ্ঠ অনলাইন

Image
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতিত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের সংকটের বিষয়ে উদ্বেগ জানিয়েছে জাপান। এ সংকট সমাধানে দেশটি বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছে। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক প্রাতঃরাশ বৈঠক শেষে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি এ আশ্বাস দেন। শাহরিয়ার আলম জানান, বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এসময় কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন ও শরণার্থী সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাপানকে পাশে চায় বলে আইওয়াও হরিকে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এর আগে বুধবার সকালে ঢাকায় পৌঁছান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আইওয়াও হরি। এরপর তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহিদুল হকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। বাংলাদেশ সফরের আগে আইওয়াও হরি মিয়ানমার সফর করেন। সেখানে তিনি সুচির সরকার ও দেশটির সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রাখাইন র...

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী কাবুলে নামতেই এয়ারপোর্টে রকেট হামলা! /কালের কণ্ঠ অনলাইন

Image
                    প্লেন থেকে অবতরণ করছেন জিম ম্যাটিস- পিটিআই আজ (বুধবার) আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট শেল আঘাত হানে। এ ঘটনা ঘটে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস কাবুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য সেখানে অবতরণের পরপরই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এ ছাড়া এই হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।   আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস এক টুইটবার্তায় জানান, আজ সকালে বিমানবন্দরের কাছে একটি রকেট আঘাত হেনেছে। কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। প্রসঙ্গত, এএফপির বরাতে এই সংবাদ পরিবেশন করে পাকিস্তানের প্রভাবশালী মিডিয়া ডন জানায়, এটি একটি 'ব্রেকিং সংবাদ' যা আরো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে পরিমার্জন করা হবে। ওই সংবাদে ডন আরও বলে, মিডিয়ায় কখনো কখনো প্রাথমিক তথ্য নির্ভুল হয় না। নির্ভরযোগ্য সোর্স, সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমাদের রিপোর্টারের তথ্যের ভিত্তিতে আমরা পরে নির্ভুল সংবাদ নিশ্চিত করতে সচেষ্ট থাকবো। সূত্র :  ডন.কম, পিটিআই, এএফপি

একটি ফেসবুক স্ট্যাটাস ও কিছু প্রশ্ন /কালের কণ্ঠ অনলাইন

Image
''আমার মেয়েটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটে চান্স পেল। কুমিল্লা বোর্ডের ইংরেজি পরীক্ষকের দায়িত্বে অবহেলা ও খামখেয়ালিপনার কারণে তার ওপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা কাটিয়ে উঠে সে আবার নিজেকেই প্রমাণ করল। ছোটবেলা থেকেই তার ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্য পড়বে। নিজেকে তৈরিও করেছিল সেভাবে। কিন্তু এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষকের খামখেয়ালিপনা তাকে বিপর্যস্ত করে ফেলে। ইংরেজি দ্বিতীয় পত্রে ৮০, প্রথম পত্রে ৩৩ নম্বর। কী পরিমাণ আন্ডারমার্কিং হলে এমনটা হতে পারে আমার বোধগম্য নয়। যেহেতু পুনঃপরীক্ষার কোনো সুযোগ নেই তাই পরীক্ষকের খামখেয়ালিপনার কাছে তাকে হার মানতে হলো। সে দিনই সে বলেছিল, এর জবাব আমি দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে। সে তা-ই করে দেখাল। ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি ২৫ নম্বরে সে পেয়েছে ২১ নম্বর।  সে দিন এই মেয়েটি হতবাক করার মতো রেজাল্ট (৩৩ নম্বর) দেখে কষ্টের হাসি দিয়ে বলেছিল, 'স্যার আমি এর জবাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দেব। যদি পুনঃপরীক্ষার সুযোগ থাকত তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমি ৮০ পাব। তো যাই হোক, আমি তো পাস করেছি। আমার অনেক সহপাঠী তো ইংরেজি প্রথম পত্রে ফেল করেছে। ত...

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের কারাদণ্ড /কালের কণ্ঠ অনলাইন

Image
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরেরর কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ক্ষমতায় থাকাকালে কৃষকদের সহায়তার জন্য যে ভর্তুকি কর্মসূচি নেওয়া হয়েছিল তাতে তার দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই সাজা দেওয়া হলো। আজ বুধবার নয়জন বিচারক তিন ঘণ্টা শুনানির পর এই রায় ঘোষণা করেন। তবে এর এক মাস আগেই নাটকীয়ভাবে দেশ ত্যাগ করেন সিনাওয়াত্রা। এদিকে সিনাওয়াত্রাকে সাজা দেওয়ার ঘটনায় তার লাখ লাখ সমর্থক বিক্ষোভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। কয়েক মাসের অস্থিরতার মধ্যে ২০১৪ সালে ইংলাককে ক্ষমতাচ্যুত করেন তৎকালীন সেনাপ্রধান প্রেউথ চান ওচা। এর আগে মঙ্গলবার বর্তমান প্রধানমন্ত্রী ওচা বলেছেন, তিনি জানেন, সিনাওয়াত্রা কোথায় লুকিয়ে আছেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। ইংলাক কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলেও জানান তিনি। অন্যদিকে সিনাওয়াত্রাকে পালিয়ে যেতে সহযোগিতা করার জন্য তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এর আগে ইংলাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সক্রিয় থাকলেও থাইল্যান্ড ত্যাগের পর থেকে নিরব রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্...

আফগানিস্তানে সেনা পাঠাবে না ভারত সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

Image
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সেনাবাহিনী পাঠাবে না ভারত। তবে দেশটিতে আগের মতোই উন্নয়নে এবং চিকিত্সা সহায়তা অব্যাহত রাখা হবে। গতকাল মঙ্গলবার সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ম্যাটিসের মতো উচ্চ পদাধিকারী কোনো ব্যক্তি ভারত সফরে আসলেন।  যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই পাকিস্তানের নাম উল্লেখ না করে একমত হয়েছে যে, সন্ত্রাসীদের অবাধ বিচরণভূমি বা স্বর্গরাজ্যকে বরদাস্ত করা হবে না। আফগানিস্তানে আরো বেশি ভারতের উপস্থিতি চান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তবে সীতারমণ বলে দিয়েছেন, মানবিক এবং উন্নয়নে সাহায্য ছাড়া আফগানিস্তানের ব্যাপারে নাক গলাবে না ভারত। পাকিস্তান সফরে গেলে সীমান্ত সন্ত্রাসবাদ এবং অবাধ বিচরণভূমির বিষয়টি যেন ম্যাটিস তুলে ধরেন সেই অনুরোধ করেছেন সীতারমণ। টাইমস অব ইন্ডিয়া। ইত্তেফাক/সেতু

ভারতের উচিত চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন আর পাকিস্তানকে শ্রদ্ধা করা চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের সম্পাদকীয়

Image
জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেওয়া ভাষণের সমালোচনা করলেও পাকিস্তানে সন্ত্রাসবাদ আছে বলে স্বীকৃতি দিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার চীনা দৈনিক গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে এই স্বীকৃতি আসে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। ভারতকে প্রতিবেশীদের ভয়ে ‘ভীত’ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের সাহায্যপ্রার্থী অ্যাখ্যা দিয়ে গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, বিবাদের বিস্তার ঠেকাতে দিল্লির উচিত চীনের সঙ্গে বন্ধুত্ব এবং পাকিস্তানকে শ্রদ্ধা করা। সাধারণ পরিষদের ভাষণে পাকিস্তানকে ‘সন্ত্রাসের প্রধান কারখানা’ বলে অভিহিত করেছিলেন সুষমা স্বরাজ। গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে বলা হয়, “পাকিস্তানে বাস্তবিক অর্থেই সন্ত্রাসবাদ আছে। কিন্তু সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া কি দেশটির জাতীয় নীতি? সন্ত্রাসবাদ রপ্তানি করে পাকিস্তানের কি লাভ হবে? টাকা না সম্মান?” ‘ভারতের গোঁড়ামি উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ শীর্ষক এই সম্পাদকীয়তে আরও বলা হয়, সামপ্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে অগ্রগতির পর ভারত এখন পাকিস্তানের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে এবং চীনের সঙ্গে উত্তপ্...

আট লাখ ইয়াবা জব্দ, ৩ মিয়ানমার নাগরিকসহ আটক ৪ / টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

Image
                                                                                        প্রতীকী ছবি কক্সবাজারের টেকনাফ থেকে আট লাখ পিস ইয়াবা জব্দের খবর পাওয়া গেছে। এসময় তিন মিয়ানমারের নাগরিকসহ চারজনকে আটক করা হয়েছে। অাটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। টেকনাফ থানার শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকা থেকে একটি মাছ ধরার ট্রলার থেকে ওই ইয়াবা জব্দ করা হয় বলে জানা গেছে। র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর রুহুল আমিন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক/জামান

হঠাৎ অসুস্থ এরশাদ

Image
অসুস্থ হয়ে রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। মঙ্গলবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।  জানা যায়, মঙ্গলবার দিনব্যাপী দলের চেয়ারম্যান বিভিন্ন সভা সমাবেশে যোগ দিয়েছিলেন। রাত সাড়ে ৯টার দিকে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে হঠাৎ অসুস্থ বোধ করেন। পরে তাকে রংপুর সিএমএইচে নেয়া হয়।  ইত্তেফাক/কেকে

বাংলা ওয়েবসাইটে ‘অ্যাডসেন্স’ চালু করেছে গুগল

Image
বাংলা ভাষার ওয়েবসাইটে ‘অ্যাডসেন্স’ চালু করার ঘোষণা দিল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। মঙ্গলবার এক ব্লগপোস্টে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। গুগল বলছে, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব কিছু বিবেচনা করে বাংলায় গুগল অ্যাডসেন্স চালু করা হল। বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে, যা ক্রমবর্ধমান হারে রকেট গতিতে বাড়ছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ার ফলে এ সংখ্যায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উইকিপিডিয়ার তথ্যমতে, গুগল অ্যাডসেন্স হচ্ছে- গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি মূলত একটি লাভ-অংশীদারি প্রকল্প, যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন। আজকের অনলাইন বিশ্বে এ বিষয়টি ব্য...

চেনে বেঁধে মাঝসমুদ্রে ফেলে দেওয়া হয় লাদেনকে! Edited By: kolkata24x7 online desk - September 26, 2017

Image
- Advertisement - নিউ ইয়র্ক:  আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর তিন বছর পর তাকে নিয়ে প্রকাশিত একটি বইকে ঘিরে তুমুল হইচই। মৃত লাদেনকে কি ৩০০ পাউন্ড ভারী লোহার চেনে বেঁধে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মাঝখানে? এই প্রশ্নেই এখন উত্তাল তামাম দুনিয়া। পড়ুন আরও-  লাদেনকে খতম করা এই মার্কিন নেভি অফিসারকে চিনে নিন? - Advertisement - প্রাক্তন সিআইএ প্রধান লিওন পানেট্টা জানিয়েছেন, ২০১১ সালের ২ মে, লাদেনকে গুলি করে মারার পর মোস্ট ওয়ান্টেড এই জঙ্গির দেহ মার্কিন বিমানে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের উপর। তারপর কালো ব্যাগে তার দেহ পুরে চেনবাঁধা অবস্থায় ফেলে আসা হয় মাঝসমুদ্রে।  আর এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিতর্ক।  যদিও এহেন ঘটনা ঘটেনি বলেই পালটা দাবি মার্কিন সেনা থেকে প্রশাসনের। পড়ুন আরও-  জীবিত লাদেনকে ২৫ মিলিয়ন ডলারে কিনেছিল আমেরিকা Source  Babusona Mondal  

ওমার-১’ মিসাইলের সফল উৎক্ষেপণ পাকিস্তানি জঙ্গি সংগঠনের (ভিডিও)

Image
পাকিস্তান-চীন সখ্যতার মধ্যেই নিজেদের স্বপক্ষে বোমা ফাটালো পাকিস্তানি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান। সোমবার এক ভিডিও প্রকাশ করে তারা জানিয়েছে, ‘ওমার-১’ মিসাইলের সফল উৎক্ষেপণ করেছে তারা। এমনকি সেই ভিডিওর সঙ্গেই পাকিস্তানি তেহরিক-ই-তালিবান(টিটিপি) মুখপাত্র মুহম্মদ কুরাশানি জানিয়েছে, “এখন থেকে কোনও দেশ বা লক্ষ্যবস্তু খুঁজে পেতে আর বিশেষ বেগ পেতে হবে না আমাদের। তাই সাবধান। ”  ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসেছে পাকিস্তাব সরকার। গত বছরের শুরতেই পাকিস্তান সেনাবাহিনী তেহরিক-ই-তালিবানের ২০০০ জঙ্গিকে খতম করেছিল বলে জানা গিয়েছিল। বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর

এক পলকে একাধিক লক্ষ্যে আঘাত হানবে যে ক্ষেপণাস্ত্র!

Image
আমেরিকার নিষেধাজ্ঞার পর ইরানের মিসাইল উৎপাদন কয়েকগুণ বেড়ে গেছে। এমনটাই জানিয়েছেন ইরানের বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইরান পুরোপুরি স্বনির্ভরতা অর্জন করেছে। একই সঙ্গে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘খোররমশাহর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সম্পর্কেও কথা বলেন তিনি। তিনি জানান, ১৩ মিটার দীর্ঘ ক্ষেপণাস্ত্রে ‘নোজকোন’ নামে পরিচিত অগ্রভাগের ওজন ১৮০০ কিলোগ্রাম। দুই হাজার কিলোমিটার বা ১২৪২ মাইল পাল্লার ক্ষেপণাস্ত্র একাধিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম বলেও জানান তিনি। ক্ষেপণাস্ত্র তৈরিতে দেশ পুরোপুরি স্বনির্ভর বলেও ঘোষণা করে তিনি বলেন, এ জন্য নকশা প্রণয়ন থেকে শুরু করে কাঁচামাল আহরণ পর্যন্ত সব স্তরে ইরানের নিজস্ব প্রযুক্তি ব্যবহার হয়। তিনি জানান, চৌকস বা স্মার্ট বোমাসহ নৌ এবং স্থল বাহিনীর প্রযুক্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে ইরান। বিডি প্রতিদিন/২৭ সেপ্টেম্বর ২০১৭/হিমেল

মগের মুল্লুক থেকে উ মং মং খা বলছি! /গোলাম মাওলা রনি

Image
আপনারা যারা মগের মুল্লুকের ওপর বেজায় চটে রয়েছেন তাদের জন্যই আমার আজকের নিবন্ধটি প্রণীত হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং তাদের দুর্ভোগ-দুর্দশা নিয়ে আপনাদের হৃদয়ে আবেগের গভীরতাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু অদ্ভুত পরিস্থিতির ঐতিহাসিক কারণ এবং আগামী দিনের সম্ভাব্য পরিণতি সম্পর্কে আপনারা যারা বেখেয়াল রয়েছেন তাদের উদ্দেশে আমি এমন কিছু তথ্য-উপাত্ত নিবেদন করব যা আপনাদের চিন্তা ও চেতনার খোরাক হবে বলে আমি বিশ্বাস করি। এ ব্যাপারে বিস্তারিত বলার আগে নিজের সম্পর্কে কিছু বলে নেই। আমি আরাকানের মগ সম্প্রদায়ের একজন সাধারণ নাগরিক— যদিও আমার এই নামে আশির দশকে বার্মায় একজন নামকরা এবং দাপুটে প্রধানমন্ত্রী ছিলেন। আপনারা অনেকে জানেন, শত শত বছর ধরে রোহিঙ্গাদের আবাসভূমি আরাকান একটি স্বাধীন-সার্বভৌম রাজ্য ছিল, যখন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল আরাকানিদের দ্বারা শাসিত হতো। সিংহাসনে অন্য ধর্মের রাজা থাকলেও সেনাবাহিনীসহ পুরো প্রশাসন ছিল মুসলমানদের অধীন। সে ঘটনা থেকে আজকের বাংলাদেশ এবং তৎকালীন সুবেবাংলার সঙ্গে আরাকানি রোহিঙ্গাদের যে সমস্যার সূত্রপাত ঘটে, তা সার্বিক বিচারে ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায়। এত বড় নিষ...

অত্যাবশকীয় ১০০টি সাংসারিক টিপস

Image
অত্যাবশকীয় ১০০টি সাংসারিক টিপস !! জেনে রাখুন পরে কাজে লাগবে। নিজে শিখুন ও অন্যকে জানার সুযোগ দিন। ১। অনেকদিন বন্ধ থাকা বা অব্যবহৃত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। দু-তিনটে দেশলাই কাঠি জ্বালালে দু-তিন মিনিটের মধ্যে ঘর থেকে গন্ধ চলে যাবে। ... ‎Source  Mohammed Amin Ullah

ছেলের জন্য এক হচ্ছেন শাকিব-অপু?

Image
শাকিব খান ও অপু বিশ্বাসের সঙ্গে ছেলে আব্রাম শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের আজ প্রথম জন্মদিন। এ বছরের এপ্রিলে একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জয়কে নিয়ে হাজির হন মা অপু বিশ্বাস। পরবর্তী সময়ে অপুর মনে হয়েছে, ওভাবে আব্রামকে সবার সামনে আনা ঠিক হয়নি। তাই সন্তানের প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে এবং পুরোনো স্মৃতিকে ছাপিয়ে আব্রামকে নতুন এক চমক দেওয়ার জন্য অপু বিশ্বাস চেষ্টার কোনো কমতি রাখছেন না। ছেলের প্রথম জন্মদিনকে স্মরণীয় করতে আজ নানা পরিকল্পনা রয়েছে তাঁর। অন্যদিকে শাকিব খানও আজ ছেলের জন্য কাজ থেকে নিয়েছেন ছুটি। তাই এখন প্রশ্ন সবার মনেই, আজ কি তবে ছেলের জন্য আবারও এক হতে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস? অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে চাই। বড় হয়ে জয় তার প্রথম জন্মদিনের অনুষ্ঠান দেখে টেলিভিশনে গিয়ে তার পরিচয় তুলে ধরার বিষয়টি যেন ভুলভাবে না নেয়।’ শাকিব ও অপুর ছেলের প্রথম জন্মদিনকে ঘিরে কয়েক দিন ধরেই চলচ্চিত্রপাড়ায় বেশ আলোচনা চলছে। জানা গেছে, অনুষ্ঠানের সব আয়োজন শেষ। সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় এই জন্মদিনের অনুষ্ঠান। প্রথম জন্মদিন...

ডায়ানাকে ঘনিষ্ঠভাবে পেতে চেয়েছিলেন ট্রাম্প!

Image
ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত বধূ প্রিন্সেস ডায়ানা। ফাইল ছবি: এএফপি ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত বধূ প্রিন্সেস ডায়ানার সঙ্গে শারীরিক সংসর্গ করার ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালে উপস্থাপক ডিজে হাওয়ার্ড স্টার্নের এক রেডিও শোতে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছিলেন। সম্প্রতি ওই রেডিও সাক্ষাৎকারটি নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি ফ্যাক্টবেস ওয়েবসাইটে পাঠালে তা নিয়ে আবার আলোচনা শুরু হয়। ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রিন্সেস ডায়ানা যদি সুযোগ দিতেন, তাহলে তাঁর সঙ্গে শারীরিক সংসর্গ করতে একটুও ভাবতাম না।’ এরপরেই হাসতে হাসতে মজা করে ট্রাম্প বলেন, ‘তবে এর আগে তাঁকে অবশ্যই এইচআইভি পরীক্ষা করাতে বলতাম।’ ট্রাম্প বলেন, ‘প্রিন্সেস ডায়ানা একজন “পাগল”; তবে তিনি অসম্ভব সুন্দরী ও সুপারমডেল ছিলেন। তাঁর উচ্চতা, সৌন্দর্য ও ত্বক সব মিলিয়ে তিনি অসাধারণ ছিলেন।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স সাক্ষাৎকারে ট্রাম্পকে উপস্থাপক হাওয়ার্ড স্টার্ন প্রশ্ন করেন, ‘আপনার দৃষ্টিতে সবচেয়ে আবেদনময়ী ১০ নারী কে কে?’ জবাব...

ম্রো রূপকথা – উদমা ম্লা (ইঁদুর সুন্দরী)

ম্রো রূপকথা – উদমা ম্লা (ইঁদুর সুন্দরী) গল্প  বিভাগে প্রকাশিত প্রকাশের সময়ঃ সেপ্টেম্বর ১৬, ২০১৭ দেখা হয়েছে  ৮৫   বার সর্বশেষ হালনাগাদঃ সেপ্টেম্বর ২৬, ২০১৭ সময় ৩:৪০ অপরাহ্ন অনেক অনেক দিন আগের কথা। এক ঝোপে বাস করতো এক ইঁদুর সুন্দরী। সবাই তার রূপের ও গুণের প্রশংসায় পঞ্চমুখ। ইঁদুর সুন্দরী একদিন বট বৃক্ষের ছায়াতলে মনের সুখে তার পরনের কাপড় পিনন বুনছিলো। দুপুর ঘনিয়ে এলে প্রচন্ড রোদ ইঁদুর সুন্দরীর গায়ে স্পর্শ করতে লাগলো। সে রেগে সূর্যকে গালি দিলো – সূর্য, তুমি আমাকে এত কষ্ট দিচ্ছো কেন? তুমি আমাকে ক্ষমতা দেখাচ্ছো? ইচ্ছে মতো আমার গায়ে তাপ দিচ্ছো? আমিও কিন্তু ইঁদুর সুন্দরী। ইচ্ছে করলে আমি সব কিছু করতে পারি। তখন সূর্য বললো – সুন্দরী আমি এতো বড় নয়। আমার ক্ষমতাও নেই যে তোমার মতো সুন্দরীকে এতো কষ্ট দেবো। কিন্তু সুন্দরী আমার যে ভগবানের আদেশে প্রতিদিন পৃথিবীর মানুষের আলো ও তাপ দিতে হয়। আর আমার চেয়েও বড়ো ও ক্ষমতাবান ব্যাক্তি আছেন। – কে সে জন? ইঁদুর সুন্দরী জিজ্ঞাসা করে। – তিনি হলেন মেঘ। আমার যত দীপ্তি থাকুক না কেন মেঘ যদি আমাকে ঢেকে রাখে তাহলে আ...

লাশগুলো হিন্দুর, প্রমাণ দিক মিয়ানমার’ /পরিবর্তন ডেস্ক ৪:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

Image
  গণকবরের লাশগুলো যে হিন্দু সম্প্রদায়ের, মিয়ানমার সরকারের কাছে তার প্রমাণ চেয়েছে ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিল। সংগঠনটির প্রধান লা ইয়াও সোমবার এই প্রমাণ দাবি করেছেন। একই সঙ্গে তিনি রাখাইন রাজ্যে গত ২৫ আগস্টের ঘটনার স্বাধীন তদন্ত দাবি করেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুকে এক ই-মেইল বার্তায় এসব কথা বলেছেন ইউরোপিয়ান রোহিঙ্গা কাউন্সিলের চেয়ারম্যান লা ইয়াও। গত দু’দিনে (রোববার ও সোমবার) মিয়ানমার সরকার দাবি করে, তারা সংঘাতপূর্ণ রাখাইনের মংডু শহরের ইয়ে বাউ ইয়া গ্রামে তিনটি গণকবরের সন্ধান পেয়েছেন, যেখান থেকে নারী-শিশুসহ ৪৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী তাদের ফেসবুকে এই গণকবরের ছবি দিয়ে দাবি করেছে, লাশগুলো রাখাইনের হিন্দু সম্প্রদায়ের এবং তাদের হত্যা করেছে রোহিঙ্গারা। বিশেষ করে রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন দ্য আরাকান স্যালভেশন আর্মি বা আরসা’র দিকে আঙুল তুলেছে মিয়ানমার সরকার। মিয়ানমার সরকারের এই দাবি ইতোমধ্যে আরসা নাকচ করে দিয়েছে। আরসা’র এক মুখপাত্র সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের বিরুদ্ধে গ্রামবাসীকে হত্যায় মিয়ানমারের দাবি মিথ্যা এবং ভিত্তি...