ছেলের জন্য এক হচ্ছেন শাকিব-অপু?



অপু বিশ্বাস বলেন, ‘আমার সন্তানের প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে চাই। বড় হয়ে জয় তার প্রথম জন্মদিনের অনুষ্ঠান দেখে টেলিভিশনে গিয়ে তার পরিচয় তুলে ধরার বিষয়টি যেন ভুলভাবে না নেয়।’
শাকিব ও অপুর ছেলের প্রথম জন্মদিনকে ঘিরে কয়েক দিন ধরেই চলচ্চিত্রপাড়ায় বেশ আলোচনা চলছে। জানা গেছে, অনুষ্ঠানের সব আয়োজন শেষ। সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় এই জন্মদিনের অনুষ্ঠান।
প্রথম জন্মদিনে কীভাবে সাজবে জয়, জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, জয়ের জন্য কাতার থেকে একটি শেরওয়ানি আনা হয়েছে। সেটিই পরবে সে। রাজকুমারের জন্য উপহার আছে সোনার মুকুট। অনুষ্ঠানে মাথায় মুকুট পরে রাজপুত্রের মতোই সিংহাসনে বসে থাকবে জয়।
এদিকে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশের পর থেকে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের জায়গা ভালো নেই। সিনেমাপাড়ায় এ নিয়ে আলোচনা চলে আসছে অনেক দিন ধরে। জন্মদিনের অনুষ্ঠানে শাকিব থাকছেন কি না, এ ব্যাপারে অপু বিশ্বাস খানিকটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। বললেন, ‘ছেলের প্রথম জন্মদিনে হয়তো আসবে শাকিব।’
শাকিব খান তাঁর ছেলের প্রথম জন্মদিনের অনুষ্ঠানে থাকবেন কি না, তা অস্পষ্ট। তবে এটুকু জানা গেছে যে ছেলের জন্মদিনের জন্য আজকের দিনে কাজ থেকে ছুটি নিয়েছেন তিনি। আজ তিনি করছেন না আমি নেতা হব ছবির শুটিং। শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে কথা বলতে চাননি তিনি। শুধু বললেন, ‘জয়ের প্রথম জন্মদিনে দুপুরে ঢাকার একটি এতিমখানায় থাকব। তাদের মাঝে এক বেলা উন্নত খাবার পরিবেশন করার ইচ্ছা।’

সব


Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা