Posts

Showing posts from February 1, 2020

জাপানি ধনকুবেরের চাঁদসঙ্গী হতে চান ৩০ হাজার নারী

Image
ইউসাকু মেইযাওয়া চাঁদে যেতে জীবনসঙ্গীর খোঁজে নেমেছিলেন জাপানের ধনকুবের ইউসাকু মেইজাওয়া। অনলাইনে বিজ্ঞাপনও দিয়েছিলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবেদন জমা পড়ে প্রায় ৩০ হাজার নারীর। জীবনসঙ্গী নির্বাচনে টেলিভিশন শো করারও প্রস্তুতি চলছিল। ঠিক এর মধ্যেই হঠাৎ করে সঙ্গী খোঁজার এই অভিযান থেকে সরে এসেছেন ইউসাকু। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান ঘোষণা দিয়েছেন, ২০২৩ সাল কিংবা তার কিছুদিন পর চাঁদে প্রথমবারের মতো মানুষ পরিবহন করবে তাঁর প্রতিষ্ঠান। এই অভিযানে যাওয়ার কথা রয়েছে জাপানের ৪৪ বছর বয়সী ধনকুবের মেইজাওয়ার। তবে মেইজাওয়া একা চাঁদের পথে পাড়ি জমাতে চাইছিলেন না। জীবনের শ্বাসরুদ্ধকর বিশেষ এই অধ্যায়ে পাশে চেয়েছিলেন এমন একজনকে, যিনি হবেন তাঁর জীবনসঙ্গী। চলতি মাসের গোড়ার দিকে নিজের ওয়েবসাইটে এক ব্লগপোস্টে এই ইচ্ছার কথা জানিয়ে আগ্রহীদের কাছে জীবনবৃত্তান্ত চেয়েছিলেন মেইজাওয়া। এরপর গত বৃহস্পতিবার পর্যন্ত তাঁর জীবনসঙ্গী হতে আগ্রহ প্রকাশ করে জীবনবৃত্তান্ত পাঠিয়েছেন ২৭ হাজার ৭২২ জন নারী। কিন্তু ওই দিনই ‘ব্যক্তিগত কারণের’ কথা উল্লেখ করে মেইজাওয়া জানান, তিনি এখন আ...

মাছ খেয়ে রাতারাতি যুবতী থেকে বৃদ্ধা!

Image
গৃহবধূ থি ফুয়ং।ছবি: সংগৃহীত গৃহবধূ থি ফুয়ং। বয়স ২৬ বছর। ভালোই চলছিলো তার সংসার। কিন্তু হঠাৎ করেই মাছ খেয়ে এক রাতেই যুবতী থেকে বৃদ্ধ হয়ে যান তিনি। এমন আজব ঘটনা ঘটেছে ভিয়েতনামে। পরে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যান ওই যুবতী। শেষ পর্যন্ত চীনে যান ডাক্তার দেখাতে। ভিয়েতনাম নেট ব্রিজ নামের একটি অনলাইনের খবরে বলা হয়েছে, তিন বছর আগে স্বামী ঘরে এনেছিলেন এক অজানা সামুদ্রিক মাছ। বেশ আগ্রহ নিয়েই থি রান্না করেছিলেন সেই মাছ। এরপর প্রথমে তার শরীরে অ্যালার্জি দেখা দেয়। পুরো শরীর চুলকাতে থাকে। সহ্য করতে না পেরে ডাক্তারের কাছে যান এবং অ্যালার্জির ওষুধ নিয়ে ফিরে আসেন। এসে বিছানায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর তার স্বামী তাকে একজন বুড়ি হিসেবে দেখতে পান। প্রথমে তিনি ঘাবড়ে যান। কিন্তু পরে বুড়ির কণ্ঠ শুনে বুঝতে পারেন তিনি তার স্ত্রী। চীনের ডাক্তাররা জানান, তারা যে মাছ খেয়েছিলেন তাতে এক ধরণের বিষ ছিল। সেই বিষক্রিয়ায় তার এই অবস্থা হয়েছে। শুধু তাই নয়, এ রোগের জন্য তাকে অনেক দামী ওষুধ খেতে হবে। শেষ পর্যন্ত স্বামী তার প্রায় সব সম্পদ বিক্রি করে স্ত্রীর জন্য সেই ওষুধ কেনেন। কিন্তু তাতেও কোনো উ...

এক হলো ভারত-ইসরায়েল ও যুক্তরাষ্ট্র

Image
নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তবে ট্রাম্পের এই পরিকল্পনায় ভারত-ইসরায়েল একমত হয়েছে। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হিব্রু ভাষায় এক টুইট করেন। যেখানে তেল আবিবের সঙ্গে নয়াদিল্লীর চলমান সহযোগিতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়া ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ট্রাম্পের পরিকল্পনা বিবেচনায় নিতে ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানায় নয়াদিল্লী। মোদি বলেন, ‘আমার প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে অনেক ধন্যবাদ। ভারত এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক এখন অনেক গভীর এবং শক্তিশালী। আমাদের মধ্যে অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।’ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘২৮ বছর আগে ইসরাইল এবং ভারতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। আজকের দিনে আমি আমার বন্ধু নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা প্রমাণ করছে যে ইসরাইল এবং ভারতের মধ্যে গভীর বন্ধুত্ব বিরাজ করছে।’ এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্য...

ঢাকার দুই সিটিতে ভোট শেষ, চলছে ফল ঘোষণা

Image
রাজধানীর গোপীবাগে ভোট দিচ্ছেন এক ভোটার। ছবি : ফোকাস বাংলা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট শেষ। এখন চলছে বেসরকারি ফল ঘোষণা । তবে এবার ব্যালট পেপারে ভোট না হওয়ায় দ্রুত ভোটের ফল ঘোষণা করা হবে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলে বিকেল ৪টা পর্যন্ত। আরো পড়ুন :  ভোটারদের কম উপস্থিতির কারণ বিশ্লেষণ প্রয়োজন: তাপস ঢাকার দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে। ইত্তেফাক/ইউবি

প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হওয়া ২০ রোগীর উচ্ছ্বাস, ভিডিও ভাইরাল

Image
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া আরও ১১ হাজার সাতশ’ ৯১ জন আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে। এদিকে, এ ভাইরাসে আক্রান্ত ২০ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। তারই একটি ভিডিও ছেড়েছে চীন।  প্রকাশিত ভিডিওতে দেখা যায়, করোনাভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশের শহর উহানের জিনযিনতান হাসপাতালের সামনে ২০ রোগী দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন। তারা প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনাভাইরাস ছড়ানোর পর সবচেয়ে বেশি রোগী যেসব হাসপাতালে ভর্তি হয়েছে, সেগুলোর মধ্যে একটি জিনযিনতান হাসপাতাল। হুবেই রেডিও ও টিভি স্টেশনে প্রচারিত খবরে বলা হয়, সুস্থতা লাভের পর বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্য পরীক্ষা শেষে শুক্রবার বিকেল ৫টার দিকে ওই রোগীদের হাসপাতালের ছাড়পত্র দেয়া হয়। লং শ্যাং ঝিং অনুষ্ঠানে প্রচারিত ভিডিওতে মাস্ক-পরিহিতি ওই নারী-পুরুষ রোগীদের উচ্ছ্বসিত ভঙ্গিতে হাসপাতাল ভবন ছাড়তে দেখা যায়। এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের সঠিক সংখ্যা প্রকাশ করছে না চীন। অভিযোগ উঠেছে, নিহতের যে সংখ্যা...

মুসলিম যুবককে বিয়ে করছেন বিল গেটস কন্যা

Image
বিয়ে করছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কন্যা জেনিফার গেটস। তার মন জয় করেছেন এক মিসরীয় মুসলিম তরুণ। ওই তরুণের নাম নায়েল নাসের । ঘোড়দৌড়বিদ হিসেবে সে প্রতিষ্ঠিত। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্ট দিয়ে ২৩ বছর বয়সী জেনিফারই তার বিয়ের খবর জানান। পোস্টে তিনি বলেন, ‘হ্যাঁ, আমাকে ভালোবাসার বন্ধনে জড়িয়ে বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটালে নায়েল নাসের।’ নাসেরের জন্ম যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে। তবে বেড়ে ওঠা কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জেনিফার গেটসের সঙ্গে তার পরিচয় হয়। নাসেরের সঙ্গে জেনিফার গেটসের এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে। এখন কেবল বিয়ের অপেক্ষা। প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিও) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেয়ার ক্ষেত্রে নাসেরের অনন্য ভূমিকা আছে। বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়। সূত্র : দ্য লাইভ মিরর। বিডি-প্রতিদিন/শফিক

করোনাভাইরাসে মৃত্যুহার কম, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

Image
করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে অতিরিক্ত আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ছবি: রয়টার্স বিশ্ববাসীর জন্য নতুন আতঙ্কের নাম করোনাভাইরাস। এরই মধ্যে প্রায় ১০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেবল চীনেই মারা গেছেন ২১৩ জন। আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুহারের দিক থেকে এখনো সার্সের মতো মহামারি আকার ধারণ করেনি করোনাভাইরাস। তবু কেন এত আতঙ্ক ছড়াচ্ছে এটি? বিজনেস ইনসাইডার ডট কমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০২ থেকে ২০০৩ সালের মধ্যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) ভাইরাসে আক্রান্ত হয়ে ৭৭৪ জন মারা গিয়েছিলেন। সার্সে আক্রান্তদের মধ্যে সেবার ৯.৬ শতাংশ রোগীই মারা গিয়েছিলেন। আর করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মারা গেছেন প্রায় ২ শতাংশের মতো মানুষ। কিন্তু ৮ মাসে সার্সে যত মানুষ আক্রান্ত হয়েছিলেন, মাত্র এক মাসেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তা ছাড়িয়ে গেছে। এ থেকেই বোঝা যায়, করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়লেও এই ভাইরাসের কারণে মানুষের মারা যাওয়ার হার সার্সের মতো অতটা ভয়াবহ নয়। চিকিৎসকেরা বলছেন, করোনাভাইরাসে আক্রান্ত অনেকেই ইতিমধ্যে পুরোপুরি সুস্থ হয়েছেন। চীন কর্ত...

পরিবেশ তৈরি করেছি, ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের: সিইসি

Image
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। ছবি: ইত্তেফাক ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটের পরিবেশ তৈরি করা হয়েছে তবে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইএএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এমন মন্তব্য করেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটার উপস্থিতি সন্তোষজনক নয়। ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিন ইভিএম নির্বাচনে ইতিবাচক সাড়া ফেলেছে বলেও দাবি করেন তিনি। ইভিএম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জনগণ নিজ দায়িত্বে বুঝে নিয়ে ইভিএমে ভোট দিচ্ছে। এসময় নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের গোলযোগ এড়িয়ে সুষ্ঠু ভোটের জন্য সহযোগিতা করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশন। এছাড়া যেসব ভোট কেন্দ্রে এজেন্টদের বের করে দেয়া হয়েছে সেই সব ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীকে এজেন্টদের সহযোগিতা করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। পাশপাশি এজেন্টদেরকেও কোনরকম সমস্যার সম্মুখীন হলে প্রিজাইডিং অফিসার অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আহ্বান...

চীনে থুতু ছিটিয়ে করোনা ভাইরাস ছড়ানোর চেষ্টা !

Image
ছবি: সংগৃহীত। চীনের উহান শহরে থুতু ছিটিয়ে করোনা ভাইরাস ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে। চীনের হুবেই প্রদেশের উহান শহরে বাস করা দক্ষিণ আফ্রিকার নাগরিক জেসিকা বেইলিং নামের এক নারী এই অভিযোগ করেছেন। আর এই কারণে বাইরে বের হতেও ভয় পাচ্ছেন ২৩ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ওই নাগরিক। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের। দক্ষিণ আফ্রিকার নাগরিক জেসিকা বেইলিং জানায়, ভয়ে সে শুধু খাবার আনার জন্যই বাইরে যান এবং মাথা থেকে পা পর্যন্ত ঢেকে যান। জেসিকা বেইলিং বলেন, আমি একটি ভিডিওতে দেখেছি একজন ব্যক্তি লিফটের সবগুলো বোতামে থুতু দিচ্ছে। এ জন্য আমি আমি বাইরে যেতে খুব ভয় পাই। এছাড়াও আমি এমন কাহিনী শুনেছি যেখানে রোগীরা তাদের মাস্ক খুলে ডাক্তারদের মুখে থুতু ছিটিয়েছে যাতে করোনা ভাইরাস ছড়ায়। তবে চীনের উহান প্রদেশে এই নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ পাওয়া যায়নি। করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯ জনে দাঁড়িয়েছে।চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১,৭৯১ জন। এ পর্যন্ত যুক্তরাজ্য, স্পেনসহ বিশ্বের প্রায় ২০ টি দেশে ছড়িয়েছে চীনের এই করোনা ভাইরাস। গত ডিসেম্ব...

চীন ফেরত বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

Image
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে আমেরিকা। ঘোষণায় দুই সপ্তাহের মধ্যে চীন ভ্রমণ করা বিদেশি নাগরিকদের দেশটিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞায় শুধুমাত্র মার্কিন নাগরিক ও তাদের পরিবার প্রবেশ করতে পারবেন। তবে তাদেরকে কয়েক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ১৪ দিন বিমানবন্দরের কাছে আলাদা জায়গায় রাখা হবে। এদিকে, ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে চীনে প্রাণ হারিয়েছে ২৫৮ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্তে দ্রুততম পদ্ধতি বের করেছে চীনা বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে করোনা সংক্রমণ রোগীকে শনাক্ত করা যাবে। চীন ছাড়াও একাধিক দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এমতাবস্থায় চীন ভ্রমণে ও দেশে চীনফেরত ব্যক্তিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে অন্যান্য দেশগুলো। শুধু তা-ই নয়, চীনে ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিভিন্ন দেশ। কার্যত পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে ...

চীনের উহান শহর থেকে ভারতে ফিরেছে ৩২৪ জন

Image
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানো চীনের উহান শহরে আটকেপড়া ৩২৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে তাদের ফিরিয়ে নেওয়া হয়।  শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিমানটি ভারতে পৌঁছায়। খবর এনডিটিভি'র। বিশেষ ওই বিমানে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালের পাঁচজন চিকিৎসক ছাড়াও এয়ার ইন্ডিয়ার একজন প্যারামেডিক সদস্য ছিলেন। খবরে বলা হয়, আক্রান্ত কোনো যাত্রীর কারণে অন্য যাত্রী, পাইলট ও কেবিন ক্রুরা যাতে ভাইরাসটি সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিতে না পড়েন এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চীনের উহান থেকে দেশে ফিরিয়ে আনা শিক্ষার্থীদের নানাভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাদের প্রত্যেকেই রাজধানীয় দিল্লির অদূরের মানেশর নামক এলাকার একটি বিশেষ কেন্দ্রে আলাদা করে রাখা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হযেছেন ১১ হাজার ৭৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য ও রাশিয়ায়। বিডি প্রতিদিন/হিমেল

করোনাভাইরাস: বিশেষ প্লেনে ঠাই হয়নি দুই ভারতীয়র

Image
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৫৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আতঙ্ক থেকে অনেকে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে, শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে এয়ার ইন্ডিয়ার বিশেষ প্লেন। উহান থেকে প্রায় ৩৭০ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতেই এই বিশেষ বিমানটি পাঠিয়েছিল ভারত সরকার। কিন্তু এই বিশেষ প্লেনে ঠাই হয়নি দুই ভারতীয়র। জানা গেছে, এই দুই জনেরই জ্বর থাকায় তাদের প্লেন ওঠার অনুমতি দেওয়া হয়নি। এক যাত্রী জানিয়েছেন, দু’জনের মধ্যে একজনের টেম্পারেচার ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের আসপাশে ছিল এবং অন্য জনের জ্বর ওঠানামা করছিল। এই পুরুষ ও মহিলাকে উহানেই আলাদা করে রেখে পরীক্ষা করা হবে। দেখা হবে তাদের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ আছে কি না। উহানের বিভিন্ন জায়গা থেকে বাসে করে এই সব ভারতীয়কে বিমানবন্দরে নমিয়ে যাওয়া হয় শুক্রবার বিকেলে। প্লেন উঠতে দেওয়ার আগে প্রত্যেককে পরীক্ষা করে দেখা হয়, তাদের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ আছে কি না। শনিবার বিকেলেই পাঠানো হবে দ্বিতীয় প্লেন। হুবেই প্রদেশে যে সব ভারতীয়রা আটকে আছেন, তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এই সব ভার...

১৫ মিনিটেই করোনা নির্ণয়!

Image
ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। ইতোমধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে চীনে প্রাণ হারিয়েছে ২৫৮ জন। এছাড়াও আক্রান্তের সংখ্যা প্রায় দশ হাজার। তবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস শনাক্তে দ্রুততম পদ্ধতি বের করেছে চীনা বিজ্ঞানীরা। এ পদ্ধতিতে মাত্র ১৫ মিনিটেরও কম সময়ে করোনা সংক্রমণ রোগীকে শনাক্ত করা যাবে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম শুক্রবার এ খবর দিয়েছে। এ ব্যাপারে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের উসি'তে অবস্থিত একটি প্রযুক্তি কোম্পানিতে কর্মরত বিশেষজ্ঞরা এটি বের করেছেন। এর মাধ্যমে ৮ থেকে ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ বাক্স বা কিটের গণ-উৎপাদনও শুরু হয়েছে চীন।  বর্তমানে প্রতিদিন ৪ হাজার বাক্স উৎপাদন করা হচ্ছে। তবে উসির নগর কর্তৃপক্ষ উৎপাদন মাত্রা আরও বাড়ানোর চেষ্টা করছে। বিডি প্রতিদিন/ ওয়াসিফ