সুলতান পরিবারের ‘কুকীর্তি’ ঢাকতে ব্রুনাইয়ে শরীয়াহ আইন!
১৯৯৭ সালের মিস যুক্তরাষ্ট্র শ্যানন মার্কেটিক ও সুলতান হাসানাল বোলখিয়া। ছবি: সংগৃহীত। বেপরোয়া রাজকীয় জীবনযাপন ও অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন গডফাদার হিসেবেও পরিচিতি পেয়েছেন ব্রুনাই সুলতান হাসানাল বোলকিয়া। ২৭ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের মালিক এই সুলতানের রাজপ্রাসাদেই রয়েছে একাধিক ‘হেরেম’, যেগুলোতে রয়েছে বিশ্বের নানা দেশ থেকে আনা সুন্দরী যৌনদাসীরা। এসব নিয়ে প্রকাশ হয়েছে বহু খবর, লেখা হয়েছে বই। এছাড়া ২০১৫ সালে ‘দ্য প্লেবয় সুলতান’ নামে করা হয়েছে ডকুমেন্টারি। গত ৩ এপ্রিল থেকে দেশটির সুলতান ব্রুনাইয়ে শরীয়াহ আইন চালু করেন। সমকামী, ব্যাভিচারে মত কেউ অপরাধ করলে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ডের আইন করা হয়। এরপর থেকে দেশটির সুলতান বিশ্বব্যাপী খবরে শিরোনাম হয়ে ওঠে। আন্তর্জাতিক অনেক মিডিয়া দেশটির সুলতান ও তার ভাই প্রিন্স জাফরির ‘কুকীর্তির’ খবর নতুন করে প্রকাশ করে। সম্প্রতি সিএনএনের জানায়, পরিবারের ইমেজ ফিরে আনতে ও কুকীর্তি ঢাকতে কি শরীয়াহ আইন চালু করছে দেশটি? অনেক মানবাধিকার কর্মী জানান, নিজের কর্তৃত্বকে আরো জোরদার করতে এবং পরিবারের ভাবমূর্তি ফেরাতে সুলতানের এমন ...