পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

সংগৃহীত ছবি
ইসরায়েলে মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা প্রায় শেষ পর্যায়ে। ফলাফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র পঞ্চম মেয়াদে জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবর এএফপি’র।
বিবিসি জানিয়েছে, নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি ও সাবেক সেনা প্রধান বেনি গ্যান্তজের নেতৃত্বাধীন মধ্যপন্থি নীল-সাদা জোট উভয়েই সমান আসনে জয় পেতে যাচ্ছেন বলে ভোট গণনায় দেখা গেছে। কিন্তু লিকুদ ও মিত্র ডানপন্থি দলগুলো ১২০ আসনের পার্লামেন্টের (নেসেট) ৬৫ আসনে জয় নিয়ে সবচেয়ে বড় জোট হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
এ বিজয়ের মাধ্যমে ইসরাইলের ৭১ বছরের ইতিহাসে দীর্ঘসময়ের শাসক হতে যাচ্ছেন নেতানিয়াহু। তিনি বলেন, মিত্রদের সঙ্গে জোট গড়তে আলোচনা শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
Comments