Posts

Showing posts from October 2, 2019

সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Image
বিতর্কিত ও আলোচিত ব্যক্তি সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সাইবার ট্রাইব্যুনাল। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা এ পরোয়ানা জারি করা হয়েছে। বিচারক আস সামস জগলুল হোসেন প্রতিবেদন আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বুধবার সকালে সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন গণমাধ্যমকে জানান, সেফাত উল্লাহর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা। সেটি আমলে নিয়ে ২৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। ১০ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারী সেফাত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫/২৯/৩১ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, আসামি সেফাত উল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার বিভিন্ন ভিডিও আপলোড করেছেন, যা ভাইরাল হয়েছে। তিনি এসব ভিডিওর মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ...

বিশ্বের পাঁচটি রহস্যময় দরজা, যা আজও খোলা যায়নি!

Image
সংগৃহীত ছবি কোনোটিকে অভিশপ্ত বলে মনে করা হয়, কোনোটি খুললে নাকি বন্যায় ভেসে যাওয়ার আশঙ্কা, কোনটিতে আবার এলিয়েনদের দেখা মিললেও মিলতে পারে। বিশ্বের এমন এই ৫টা দরজা আজও খোলা যায়নি।  দরজাগুলো নিয়ে অনেক বিশ্বাস, অনেক কথা প্রচলিত রয়েছে। এই দরজাগুলোর পিছনে আসলে কোন রহস্য লুকিয়ে রয়েছে তা অজানাই রয়ে গেছে। চলুন জেনে নেয়া যাক এই দরজাগুলো সম্পর্কে কিছু তথ্য- তাজমহল:  বিশ্বের অন্যতম জনপ্রিয় দর্শনীয় বস্তু হলো তাজমহল। প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করেন তাজমহলে। কিন্তু জানেন কি এত পর্যটকের ভিড় সত্ত্বেও আজও তাজমহলের একটি ঘর গোপনই রয়ে গেছে। আজ পর্যন্ত কেউই সেই ঘরে ঢুকতে পারেননি। ১৪তম সন্তানের জন্মের সময় মমতাজের মৃত্যু হয়েছিল। তারপরই ১৬৩১ সালে শাহজাহান স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে তাজমহল বানাতে শুরু করেন। ২২ বছর লেগেছিল তাজমহল বানাতে। মনে করা হয়, তাজমহলে হাজারের বেশি গোপন ঘর রয়েছে। তার বেশিরভাগই আজ পর্যন্ত কেউ খুলতে পারেননি। এই গোপন দরজার ওপারে কী রয়েছে তা রহস্যই থেকে গেছে। পদ্মনাভস্বামী মন্দির:  কেরালার পদ্মনাভস্বামী মন্দির। ভারতের অন্যতম আকর্ষণীয় স্থান এবং এক...

লঙ্কানদের নিরাপত্তা দেয়া দেখে হাসছেন পাকিস্তানিরাই! (ভিডিও)

Image
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার পর কোনো দেশই আর পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে আগ্রহ দেখায় না। তবে হাল ছাড়েনি পাকিস্তান। বিভিন্ন কৌশলে এর আগেও বেশ কিছু বিদেশি খেলোয়াড় এবং দু'একটি দেশকে পাকিস্তানে নিয়ে গেছে। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে ম্যাচ খেলতে গেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আগে তো শ্রীলঙ্কা সরকারকে কথা দিয়েছে পাকিস্তান। তার থেকেও বড় কথা, কোনও ঝুঁকি নেওয়া চলবে না। কারণ ২০০৯ সালেণর মতো এবারও কোনও জঙ্গি হামলা হলে পাকিস্তানে হয়তো আর কোনোদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হবে না। সে জন্য শ্রীলঙ্কা দলকে কড়া নিরাপত্তা দিচ্ছে পাকিস্তান। আর সেটা করতে গিয়েও তারা হাসির খোরাক হয়ে উঠেছে। মজার ব্যাপার, পাকিস্তানের এমন কাণ্ড দেখে ঠাট্টা করছেন খোদ পাকিস্তানিরাই। শ্রীলঙ্কা দলকে নিরাপত্তা দিতে গিয়ে যেন যুদ্ধের মহড়া সেরে ফেলল পাকিস্তান। করাচিতে শ্রীলঙ্কা দলকে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে স্টেডিয়ামে নিয়ে এল পাকিস্তানি সেনারা। সেই কনভয়-এর একটি ভিডিও ভাইরাল হয়েছে।  ভিডিওটি তুলেছেন দু'জন ব্যক্তি। তারা নিজেদের গাড়িতে বসেই মোবাইলে ভিডিও করেছেন। উল্টো দিকের...

ভারতীয় বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু

Image
ছবি-সংগৃহীত ভারতের হায়দরাবাদে রহস্যজনকভাবে মৃত্যু হল ইসরোর এক বিজ্ঞানীর। মঙ্গলবার আমিরপেট এলাকার একটি ফ্ল্যাট থেকে এস সুরেশ (৫৬) নামে ওই বিজ্ঞানীর দেহ উদ্ধার করে দেশটির পুলিশ। সুরেশ কাজ করতেন ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে (এনআরএসসি)। গত ২০ বছর ধরে ছিলেন হায়দরাবাদে। দেশটির পুলিশের দাবি, রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সুরেশের। আমিরপেটের অন্নপূর্ণা রেসিডেন্সিতে সুরেশের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে বিজ্ঞানীর মৃতদেহ। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, আঘাতের চিহ্ন রয়েছে সুরেশের মাথায়। ধারনা করা হচ্ছে, কোনও ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে। এক্ষেত্রে কেউ জোর করে তার ফ্ল্যাটে ঢুকেছিল, নাকি হত্যাকারি তার পূর্ব পরিচিত তা তদন্ত করে দেখা হচ্ছে। জানা যায়, মঙ্গলবার সকালে ফোনে সুরেশকে না পেয়ে তার এক সহকর্মীকে ফোন করেন সুরেশের স্ত্রী। সেই সহকর্মীও ফোন করে সুরেশকে পাননি। এর পরেই তিনি পুলিশকে ফোন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত আসেন হায়দরাবাদ পুলিশ কর্মকর্তারা। এরপরই ওই বিজ্ঞানীর দেহ উদ্ধার করে পুলিশ। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইত্তেফাক/এ...

ইলন মাস্কের রকেট মানুষ নিয়ে যাবে চাঁদ ও মঙ্গলে

Image
মার্কের রকেট। ছবি-সংগৃহীত মানুষকে চাঁদ এবং মঙ্গলে বহন করতে সক্ষম আগামী প্রজন্মের এমন একটি রকেটের ডামি উন্মোচন করেছে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্স। এর মাধ্যমে মানুষকে চাঁদ এবং মঙ্গলে পাঠানোর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হলো। চকচকে ইস্পাতের তৈরি রকেটটি একত্রে ৭২ জন মানুষ বহনে সক্ষম। এর উচ্চতা ৩৮৭ ফুট। এর নিচে আছে অত্যাধুনিক তিনটি র‌্যাপ্টর ইঞ্জিন। তবে মহাকাশে যাত্রা করার সময় এতে থাকবে ছয়টি র‌্যাপ্টর। উপরে আর নিচে থাকবে চারটি পাখা। সোমবার টেক্সাসের প্রত্যন্ত অঞ্চলের বোকাচিকায় রকেট উন্মোচন অনুষ্ঠানে স্পেস এক্স এর প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, আগামী ৬ মাসের মধ্যেই রকেটটি কক্ষপথে রকেট পাঠানো হবে। এছাড়া ১ বছরের মধ্যে এর সাহায্যে মানুষকে মহাশূন্যে পাঠানো সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আরও পড়ুন :  বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী তিনি আরও বলেন, আমাদেরকে মহাকাশ সভ্যতার সাথে পরিচিত হতে হলে বিমান ভ্রমণের মতোই মহাকাশ ভ্রমণে অভ্যস্ত হতে হবে। এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত দর্শক ও সাংবাদিকদের সামনে চাঁদ এবং মঙ্গল গ্রহে স্পেস এক্সের তৈরি মহাকাশ...

লড়াই নয়, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান চাই

Image
রোহিঙ্গা ইস্যুতে কারও সঙ্গে সংঘাতে না গিয়ে এর শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ওয়াশিংটন পোস্টের সাপ্তাহিক সাময়িকী টুডেস ওয়ার্ল্ডভিউয়ের বৈদেশিক নীতিবিষয়ক সাংবাদিক ঈশান থারুর লেখা ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের বোঝা হয়ে থাকতে পারে না : বলেন প্রধানমন্ত্রী’ শিরোনামে এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। এতে শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘যদি আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় কাজ হবে, তা হলে তো খুবই চমৎকার। তবে আমি এ পরামর্শ দিতে পারি না।’ শেখ হাসিনা আরও বলেন, ‘তিনি এ ইস্যুটি নিয়ে মিয়ানমারের কার্যত বেসামরিক নেতা নোবেল বিজয়ী অং সান সু চির সঙ্গেও আলোচনা করেছেন। সু চি এ পরিস্থিতির জন্য দেশটির সামরিক বাহিনীকে দায়ী করেছেন। তিনি আমাকে বলেছেন- সেনাবাহিনী তার কথা খুব একটা শোনে না। ভারতে ২০১৬ সালে আয়োজিত আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনকালে তাদের মধ্যে ওই বৈঠকটি হয়। এর পর থেকে সু চি দেশটির সামরিক বাহিনীর সিদ্ধান্তকেই সমর্থন দিয়ে যাচ্ছেন এবং এমনকি তিনি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটিকে বোঝাতে ‘রোহিঙ্গা’ শব্দ...

ভারতে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

Image
বন্যার কারণে বিহারে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ছবি: এএফপি ভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ভারী বৃষ্টির কারণে এই বন্যা দেখা দিয়েছে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৯৩ জন মারা গেছে। রাজ্যের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় বিহারে মারা গেছে ২৯ জন। কর্মকর্তারা বলছেন, বন্যার কারণে উত্তর প্রদেশ ও বিহার উভয় রাজ্যে সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে বন্যার মারাত্মক প্রভাব পড়েছে। বিহারের প্রধান শহর পাটনায় বন্যার ব্যাপকতা সবচেয়ে বেশি। প্রধান সড়কে নৌকা দিয়েও লোকজনকে চলাচল করতে দেখা গেছে। রাজ্য সরকার ভারতীয় বিমানবাহিনীর কাছে হেলিকপ্টার ও মেশিন দিয়ে পানি নিষ্কাশনে সাহায্য চেয়েছে। উত্তর প্রদেশের অবস্থাও প্রায় একই রকম। এ ছাড়া ভারতের উত্ত...

ভারতে প্লাস্টিকের বিকল্প বাঁশের বোতল

Image
ছবি: সংগৃহীত ভারতকে প্লাস্টিকমুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকার বলেছে, খোলা বাজারে কেউ প্লাস্টিক যাতে বিক্রি করতে না পারে, সেদিকে নজর রাখা হবে। এই লক্ষ্যে ভারতে প্লাস্টিকের বিকল্প বাঁশের বোতল তৈরি হয়েছে। গ্রামের ক্ষুদ্র ও কুটিরশিল্পে এসব বাঁশের বোতল তৈরি হচ্ছে। এ ছাড়া কাগজের গ্লাস, বোতল, থালাবাটিও রয়েছে। নরেন্দ্র মোদি  সরকার প্লাস্টিকের বিকল্প হিসেবে মাটির থালা, গ্লাস, বাসনকোসন, হাঁড়ি, কলসও তৈরির উদ্যোগ নিয়েছে। এ ছাড়া কাচ, সিলভার, পিতল, স্টিলজাত পণ্যও রয়েছে। তবে এগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন বাঁশের তৈরি বোতল। এই বোতলের দাম একটু বেশি পড়বে । ৭৫০ মিলিলিটারের একটি বোতলের দাম পড়ছে ৩০০ রুপি। তাই এই বোতল বাজারজাত করলে কতটুকু সফলতা পাওয়া যাবে, তা নিয়ে ভাবনা রয়েছে। আগামী ২ অক্টোবর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন থেকে শুরু হচ্ছে প্লাস্টিক পণ্য বর্জন কর্মসূচি। কাল ১ অক্টোবর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাস্টিক পণ্য বর্জন কর্মসূচি ও বাঁশের তৈরি বোতলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন ভারতের সড়ক ও পরিবহনমন্ত্রী নীতিন গড়কড়ি। আগামী ...

টেকনাফ স্থলবন্দর দিয়ে দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি

Image
পেঁয়াজ। ফাইল ছবি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে গতকাল মঙ্গলবারও পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল ছয়টি ট্রলার থেকে ৫৬৯ টন পেঁয়াজ খালাস হয়েছে। এ নিয়ে ভারত রপ্তানি বন্ধের পর গত দুদিনে ১ হাজার ২১৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। খালাস হওয়া পেঁয়াজ ছাড়াও নাফ নদীতে আরও চারটি ট্রলারে ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ আজ বুধবার স্থলবন্দর দিয়ে খালাস হওয়ার কথা রয়েছে। টেকনাফ স্থলবন্দরে কাস্টমস সুপার আবছার উদ্দিন  প্রথম আলো কে এ তথ্য জানান।। পেঁয়াজের দাম বাড়ার পর গত ৫ সেপ্টেম্বর থেকে মিয়ানমারের পেঁয়াজ আমদানি শুরু হয়। সেপ্টেম্বর মাসে ৩ হাজার ৫৭৩ দশমিক ১৪১ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করা হয়েছে—যার আমদানিমূল্য ১৫ কোটি ৫৫ লাখ টাকা। আমদানিকারকেরা জানান, পেঁয়াজ আমদানি বাড়লেও বন্দরে জেটি, শ্রমিকসংকট ও মালামাল খালাসের জেটিতে ছাউনি না থাকায় সামান্য বৃষ্টি হলে পণ্য খালাস বন্ধ রাখতে হচ্ছে। গতকাল সকালে স্থলবন্দরে গিয়ে দেখা যায়, বৃষ্টির কারণে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পেঁয়াজ খালাস বন্ধ রয়েছে। পেঁয়াজ আমদানিকারক এম এ হাশেম বলেন, শ্রমিকসংকট ও বৃষ্টির কারণে জেটিতে ছাউনি না থাকায় পেঁয়াজ খালাস করতে ...

‘ইরানকে পরাজিত করতে মার্কিন সাহায্য চায় যুবরাজ’

Image
ছবি-সংগৃহীত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, ইরানকে পরাজিত করা এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নেয়ার ব্যাপারে আমেরিকা সাহায্য করলে ইসরাইলকে স্বীকৃতি দিতে প্রস্তুত রয়েছেন তিনি। নতুন এক ডকুমেন্টারি থেকে এ তথ্য পাওয়া গেছে। পিবিএস ডকুমেন্টারি তথ্য অনুযায়ী, ২০১৭ সালের মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রিয়াদে বৈঠকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিন সালমান। পিবিএস’র ওই ডকুমেন্টারি গত শনিবার সম্প্রচারিত হয়। ডকুমেন্টারির প্রেজেন্টার মার্টিন স্মিথ জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুবরাজ বিন সালমান ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার ব্যাপারে পূর্ণ সমর্থন চেয়েছিলেন। এর মাধ্যমে তিনি ইরানকে পরাজিত করে মধ্যপ্রাচ্যের প্রধান নায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। মার্কিন সাহায্যের বিনিময়ে বিন সালমান প্রেসেডন্ট ট্রাম্প ও তার জামাইকে বলেছিলেন, ইসরাইল-ফিলিস্তিন নিয়ে তিনি কয়েক যুগের সমস্যা সমাধান করে দেবেন। দৈনিক ওয়াশিংটন পোস্টের কলামিস্ট এবং সামরিক বিশ্লেষক ডেভিড ইগনাটিয়াস সালমানের সাক্ষাৎকার নেন। তিনি সালমানের উদ...

আজ থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব টিভির সম্প্রচার

Image
ফাইল ছবি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ দিয়ে আজ থেকে সবগুলো টিভি চ্যানেল সম্প্রচারে যাচ্ছে। সকালে হোটেল সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন। ইতিমধ্যে বাণিজ্যিকভাবে এই স্যাটেলাইটের বিভিন্ন ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হচ্ছে। আন্তর্জাতিকভাবে ব্যান্ডউইথ বিক্রির চেষ্টা চলছে। নেপাল, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ব্যান্ডউইথ কিনতে আগ্রহ দেখিয়েছে। এখন তাদের সঙ্গে চলছে আলোচনা। সহসাই চুক্তির ব্যাপারে আগ্রহী বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ ইত্তেফাককে বলেছেন, ‘আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম সবগুলো টিভি চ্যানেলকে আমাদের স্যাটেলাইটের আওতায় আনতে। শেষ পর্যন্ত সবার আন্তরিকতায় সেটা সম্ভব হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২০টি দেশে ব্যবহার হবে, বাকি ২০টি বিদেশে ভাড়া দেওয়া হবে। দেশের জন্য বরাদ্দ থাকা ট্রান্সপন্ডারের মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যে ভাড়া দেওয়া হয়েছে। একটি বেসরকারি কোম্পানি পাঁচটি ট্রান্সপন্ডার ভাড়া নিয়েছে। এছাড়া টিভি...

জার্মান রাডারকে ফাঁকি দিতে পারেনি মার্কিন বিমান

Image
মার্কিন নির্মিত পঞ্চম প্রজন্মের এফ-৩৫ জঙ্গিবিমান মার্কিন নির্মিত পঞ্চম প্রজন্মের এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান এখনো নানা রকমের প্রযুক্তিগত সংকটের মুখে রয়েছে। কাগজে কলমে বিমান বলা হলেও এ বিমান জার্মানির রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে পারেনি। এফ-৩৫ বিমান নির্মাণের জন্য আমেরিকা কয়েক দশক সময় ব্যয় করেছে এবং এর পেছনে বাজেট ছিল এক ট্রিলিয়ন ডলার। এ বিমান বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করা হলেও এখনো তা প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে উঠতে পারে নি। জার্মান রাডার নির্মাণকারী প্রতিষ্ঠান হেনসোলদ দাবি করেছে, তাদের রাডার আমেরিকার দুটি স্টিলথ এফ-৩৫ বিমান শণাক্ত করতে সক্ষম হয়েছে। কোম্পানিটি বলছে, প্রায় ১০০ মাইল দূর থেকে তারা তাদের রাডার ব্যবস্থার মাধ্যমে মার্কিন দুটি বিমানকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। হেনসোলদ বলছে, তারা যে রাডারের মাধ্যমে মার্কিন এফ-৩৫ জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছে তাতে অত্যন্ত উন্নতমানের সেন্সর ও প্রসেসর রয়েছে। ২০১৮ সালের শেষ দিকে বার্লিনে বিমান প্রদর্শনী হয়। ওই প্রদর্শনীতে অংশ নেয় মার্কিন এফ-৩৫ বিমান। প্রদর্শনীতে অংশ নেয়ার পর দেশে ফেরার সময় যখন জার্মানি কোম্পানি জানত...

মুজিবকন্যার সামনে ইতিহাসের অমরত্বের হাতছানি

Image
মুজিবকন্যা শেখ হাসিনা দুর্নীতি ও বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন শুরু থেকেই আমি একে দেশের জনগণের সঙ্গে স্বাগত জানিয়ে একটি কথাই বলে আসছি, এই যুদ্ধের অনিবার্য পরিণতি হতে হবে বিজয়। আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের যেমন বিকল্প ছিল না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশে জীবিত প্রত্যাবর্তন ছাড়া স্বাধীনতা যেমন পূর্ণতা লাভ করছিল না, সামরিক শাসনবিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো ছাড়া সামনে যেমন কোনো পথ খোলা ছিল না, তেমনি মূল্যবোধের চরম অবক্ষয় ঘটিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাজদুর্নীতির দুয়ার খুলে দিয়ে রাজনৈতিক বাণিজ্যিকীকরণের কুফলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে অন্যায় ও অপরাধপ্রবণতা যে হারে বেড়েছে তার কবর রচনা করে আইন-বিধিবিধানের আলোকে সুশাসনের সুবাতাস বইয়ে দিয়ে আদর্শিক রাজনীতি ও সমাজ পুনরুদ্ধারে এ যুদ্ধ জয়ের কোনো বিকল্প নেই। গণতন্ত্রের সংগ্রামের চেয়েও বঙ্গবন্ধুকন্যা-ঘোষিত এ যুদ্ধ জয় অনেক কঠিন। দিনে দিনে দেনা বহু বেড়ে গেছে। বছরের পর বছর, যুগের পর যুগ দুর্নীতি গোটা রাষ্ট্রকে দানবের মতো কামড়ে ধরেছে। বহুবার বলেছি, এ দু...

পৃথিবীর সবচেয়ে সুখী দেশে হামলা, নিহত ১

Image
পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে একটি কলেজে হামলার ঘটনা ঘটেছে। দেশটির কুওপিও শহরে একটি ভকেশনাল কলেজে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। খবর দ্য গার্ডিয়ান’র। স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের হারমান মলে অবস্থিত একটি ভোকেশনাল কলেজের চত্বরে সহিংসতার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে এক যুবক শ্রেণিকক্ষে এ হামলা চালায়। দেশটির স্থানীয় কর্মকর্তারা ঘটনায় জড়িত সন্দেহে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন। তারাও এও বলেছেন, সহিংসতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।  এদিকে, চলতি বছরের মার্চে জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক বিভাগের জরিপে বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব অর্জন করেছিল ফিনল্যান্ড। এর আগের জরিপেও ফিনল্যান্ডের দখলেই ছিল এ খেতাব। বিডি প্রতিদিন/হিমেল

শেখ হাসিনাকে শান্তি পুরস্কার দেবে ভারত

Image
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'শান্তি পুরস্কার' দেবে ভারত। ভারতের মর্যাদাপূর্ণ গবেষণা সংস্থা এশিয়াটিক সোসাইটি এ পুরস্কার দেবে। তবে ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।  এই প্রথম ভারত কোনও বিদেশি রাষ্ট্রপ্রধানকে শান্তি পুরস্কার দিচ্ছে। এছাড়া মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা ঘোষণা করেছে। বলা হয়েছে, দুই প্রধানমন্ত্রী হায়দরাবাদ হাউস থেকে বাংলাদেশের জন্য কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। তার মধ্যে ভারত-বাংলাদেশ ডিজেল পাইপলাইন রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শেখ হাসিনা সরকারি সফরে ভারতে আসছেন। তিনি ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সফর করবেন। ৫ অক্টোবর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তাতে আটটি সমঝোতা পত্র স্বাক্ষর হবে। ওইদিন তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরদিন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বাংলাদেশের প্র...

কাশ্মীর নিয়ে বক্তব্য দেয়ায় ইমরানের ওপর ক্ষিপ্ত গম্ভীর

Image
ইমরান ও গম্ভীর (ডানে) পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান এখনও বিশ্বমঞ্চে নিজ দেশের নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন পাকিস্তানের বর্তমান এ প্রধানমন্ত্রী। বক্তব্যে তিনি কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেন। আর এতে ইমরান খানের ওপর ক্ষিপ্ত হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও দেশটির কেন্দ্র সরকারে ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ গৌতম গাম্ভীর। তিনি ইমরান খানকে সন্ত্রাসীদের রোল মডেল হিসেবে আখ্যা দিয়েছেন। টুইটারে গৌতম গম্ভীর লিখেছেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা মানুষজন আসলে সাধারণ মানুষের রোল মডেল। তাদের ব্যবহার, টিম স্পিরিট, চরিত্র এই সবগুলিই সাধারণ মানুষের কাছে একটা অন্য মাত্রা পায়। কিন্তু খুব সম্প্রতি জাতিসংঘে আমরা সাবেক খেলোয়াড়ের (ইমরান খান) বক্তব্য শুনলাম। সন্ত্রাসবাদীদের রোল মডেল ইমরান খানকে খেলোয়াড় সম্প্রদায় থেকে বের করে দেয়া উচিত। সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট দলকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পাকিস্তানে নেয়া হয়। সেটির ভিডিও টুইট করে গম্ভীর ফের খোঁচা দিয়েছেন ইমরানকে। গম্ভীর ওই টুইটে লিখেছেন, এত কাশ্মীর কাশ্মীর করেছে যে করাচির কথাই ভুলে গেছে।  ...