ভারতে বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

বন্যার কারণে বিহারে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ছবি: এএফপিবন্যার কারণে বিহারে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। ছবি: এএফপিভারতের উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ভারী বৃষ্টির কারণে এই বন্যা দেখা দিয়েছে। বন্যায় উত্তর প্রদেশের অধিকাংশ জেলা এবং বিহারের পাটনাসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
উত্তর প্রদেশ রাজ্য সরকারের এক প্রতিবেদনে বলা হয়, বন্যার কারণে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ৯৩ জন মারা গেছে।
রাজ্যের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় বিহারে মারা গেছে ২৯ জন।
কর্মকর্তারা বলছেন, বন্যার কারণে উত্তর প্রদেশ ও বিহার উভয় রাজ্যে সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ সঞ্চালন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা কার্যক্রমে বন্যার মারাত্মক প্রভাব পড়েছে।
বিহারের প্রধান শহর পাটনায় বন্যার ব্যাপকতা সবচেয়ে বেশি। প্রধান সড়কে নৌকা দিয়েও লোকজনকে চলাচল করতে দেখা গেছে। রাজ্য সরকার ভারতীয় বিমানবাহিনীর কাছে হেলিকপ্টার ও মেশিন দিয়ে পানি নিষ্কাশনে সাহায্য চেয়েছে।
উত্তর প্রদেশের অবস্থাও প্রায় একই রকম।
এ ছাড়া ভারতের উত্তরাখন্ড, জম্মু-কাশ্মীর, রাজস্থান ও মধ্যপ্রদেশেও ভারী বৃষ্টি হয়েছে গতকাল। এতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে বলে জানা গেছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এই সময় এত বৃষ্টি একেবারেই ‘অপ্রত্যাশিত’।
প্রথম আলো

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা