কাশ্মীর ও বাংলাদেশ সীমান্তে কঠোর বেড়া দিচ্ছে ভারত
মঙ্গলবার আসামে বাংলাদেশ সীমান্তে প্রথমবারের মতো এ ধরনের বেড়া নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ছবি: হিন্দুস্তান টাইমস। কাশ্মীর সীমান্তের পর এবার বাংলাদেশ সীমান্তেও ইলেকট্রিক সীমান্ত বেড়া নির্মাণ শুরু করেছে ভারত। মঙ্গলবার আসামে বাংলাদেশ সীমান্তে প্রথমবারের মতো এ ধরনের বেড়া নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এর আগে কাশ্মীর সীমান্তেও একই ধরনের বেড়া নির্মাণ করা হয়। হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে। রাজনাথ সিং বলেন, পর্যায়ক্রমে ভারত-বাংলাদেশ ও কাশ্মীর সীমান্তের সম্পূর্ণ অংশে এ ধরনের বেড়া নির্মাণ করা হবে। ভারতীয় গণমাধ্যম জানায়, গত বছরের সেপ্টেম্বরে কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে ৫ কিলোমিটারে এমন বেড়া নির্মাণ করা হয়েছে। ভারত মনে করছে, এর মধ্য দিয়ে আন্তঃসীমান্ত অপরাধ ও অন্যান্য তৎপরতা কমে আসবে। এই প্রকল্পের নাম দেয়া হয়েছে বর্ডার ইলেক্ট্রনিক্যালি ডোমিনেটেড কুইক রেসপন্স টিম ইন্টারসেপশন টেকনিক। সংক্ষেপে একে বলা হয় বোল্ড-কিট (BOLD-QIT)। বাংলাদেশ সীমান্তে প্রথমবারের মতো ইলেকট্রিক বেড়া নির্মাণ...