Posts

Showing posts from September 11, 2017

নতুন আতঙ্কের নাম চলন্ত বাসে ধর্ষণ

Image
ধর্ষণ ইস্যুতে আস্তে আস্তে মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। নতুন প্রজন্ম ধর্ষণের শিকার নারীর দিকে বাঁকা চোখে না দেখে বরং দোষীর উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হতে শুরু করেছে। দুই বছর আগে রাজধানীর কুড়িল বিশ্বরোডে দুই যুবক এক গারো তরুণীকে মাইক্রোবাসে ধর্ষণের পর চারিদিকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরের বছর টাঙ্গাইলের ধনবাড়ী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে একই কায়দায় ধর্ষণের শিকার হন এক নারী। আর গত মাসে বাসে করে বগুড়া থেকে ময়মনসিংহ যাওয়ার পথে চলন্ত বাসে ধর্ষণের পর নির্মমভাবে খুন হন জাকিয়া সুলতানা রূপা নামের এক তরুণী। তিনটি ঘটনাই যেন একই সূত্রে গাঁথা। রাস্তার যানবাহন যে নারীদের জন্য চরম অনিরাপদ সেই বিষয়টিই যেন বারবার স্মরণ করিয়ে দেয় এসব ঘটনা। পৃথিবীর জঘন্যতম বিষয়গুলোর মধ্যে অন্যতম ধর্ষণ। আর সেই জঘন্য বিষয়টি আরো বেশি ঘৃণ্য হিসেবে প্রতীয়মান হচ্ছে চলন্ত বাসে ঘটার মধ্য দিয়ে। সর্বশেষ চলন্ত বাসে ধর্ষণের পর রূপার নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি পুরো দেশবাসীর বিবেককে নাড়া দিয়েছে। নতুন প্রজন্মের অনেকেই এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন। কথা হচ্ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ...

খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে হিল উইমেন্স ফেডারেশনের বিক্ষোভ

Image
খাগড়াছড়ি  : শাহদা ৎ  হোসেন নামে এক সেটলার বাঙালি কর্তৃক এক মানসিক প্রতিবন্ধী মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন, খাগড়াছড়ি জেলা শাখা। আজ সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে মধুপুর বাজারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অবনিকা চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা, টিএসএফ এর সদস্য টিটুসা ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা। বক্তারা বলেন, ‘ধর্ষণ’ পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের হাতিয়ারে পরিণত হয়েছে। ৮০’র দশকে সরকারী পৃষ্টপোষকতা ও পরিকল্পনায় ধর্ষকদের পাহাড়ে নিয়ে আসা হয়েছিল। সরকারী রেশনে তাঁদের প্রতিপালন করা হচ্ছে। বক্তারা অভিযোগ করে বলেন, ভিকটিম থানায় মামলা করেছে, কিন্তু পুলিশ ধর্ষক শাহদা ৎ কে এখনো গ্রেফতার করেনি। প্রশাসনের এ ব্যর্থতা ও গাফিলতি আসামীকে রক্ষা করার সা...

লিবিয়ায় দালালচক্রের হাতে জিম্মি শতাধিক বাংলাদেশি

Image
লিবিয়াপ্রবাসী বাংলাদেশিদের ইতালিসহ ইউরোপের উন্নত দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করছে কিছু দালাল। ভাগ্য বদলের আশায় শতাধিক প্রবাসী এরই মধ্যে দালালচক্রের ফাঁদে পা দিয়েছেন। ওই অপহরণকারীরা তাঁদের অজ্ঞাত স্থানে আটকে রেখে অমানবিক নির্যাতন করছে। এরপর বাংলাদেশে থাকা পরিবারের কাছে ফোন করে লাখ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। প্রবাসীর মুক্তির আশায় দেশে দালালচক্রের প্রতিনিধিদের কাছে মুক্তিপণের টাকাও দিচ্ছে স্বজনরা। এভাবে দফায় দফায় টাকা আদায় করা হলেও অপহৃত প্রবাসীর মুক্তি মিলছে না। লিবিয়ায় একটি অপহরণকারীচক্রে  জড়িত ছয়জনকে বাংলাদেশ থেকে গ্রেপ্তারের পর এমনই তথ্য দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা। তাঁরা বলেছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট। এই চক্রটি ইতিমধ্যে অপহৃত প্রবাসীদের স্বজনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গতকাল রবিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রোর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর এবং নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ পাগলা...

রোহিঙ্গা নিপীড়ন ধর্মবিরোধী আমরা লজ্জিত, বিচলিত

Image
একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর ওপর পৈশাচিক হামলা ও নির্যাতন একটি বৌদ্ধপ্রধান দেশের পক্ষে কোনোভাবেই শোভা পায় না। এ আচরণ মহামতি গৌতম বুদ্ধের প্রতি অবমাননাকর। বৌদ্ধ ধর্মের বিরোধী। বৌদ্ধ ধর্মে বিশ্বাসী মানুষের জন্য লজ্জাজনকও। বাংলাদেশের বৌদ্ধ ধর্মের নেতারা মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের ঘটনায় এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। প্রাণের তাগিদে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশমুখী ঢল দেখে তাঁরা বিচলিত হয়ে পড়েছেন। ন্যক্কারজনক ঘটনা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি তাঁরা জোর দাবিও জানিয়েছেন। আহ্বান জানিয়েছেন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার। তাঁরা বলেছেন, আমরা লজ্জিত, আমরা বিচলিত। জানতে চাইলে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া কালের কণ্ঠকে বলেন, বৌদ্ধ ধর্ম হচ্ছে আড়াই হাজার বছর আগের মানবতা ও শান্তির ধর্ম। এই ধর্মে অহিংসবাদই মূলকথা। কোনো হানাহানি-সংঘাতের জায়গা নেই। মিয়ানমারের আরাকান রাজ্যে যা ঘটছে এটা বৌদ্ধ ধর্মের কারো কাছেই সমর্থনযোগ্য নয়। তিনি আরো বলেন, মিয়ানমারে এই নারকীয় ঘটনা ঘটাচ্ছে কেবলই সামরিক জান্তা। ডা. অসীম রঞ্জন বলেন, ‘মিয়ানমারের সারা দেশেই মুসলমানরা ...

আমার সন্তানদের বাঁচাও,তোমরা এখান থেকে পালিয়ে যাও'

Image
নাফ নদ পার হয়ে টেকনাফের কানজিরপাড়া দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা। ছবি : শেখ হাসান গত শুক্রবার মিয়ানমারের মংডু এলাকার বাড়ির পাশে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন মোহাম্মদ ইয়াছিন। মসজিদে প্রবেশ করবেন—এমন মুহূর্তে বাড়িতে দাউদাউ আগুন দেখে দৌড়ে বাড়িতে চলে আসেন ইয়াছিন। এসে দেখেন ঘর জ্বলে-পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তখন তিনি স্ত্রী সনজিদা খাতুনকে বলেন, ‘চলো এখানে আর থাকা যাবে না। কিছু নিতে হবে না, সন্তানদের নিয়ে চলে যাব। ’ স্ত্রী ও তিন শিশুসন্তানকে নিয়ে দৌড়াতে থাকেন ইয়াছিন-সনজিদা দম্পতি। দুই শিশুসন্তান হাঁটতে পারে। একজনকে কোলে নিয়ে ছুটছিলেন ইয়াছিন। মিয়ানমারের সেনাবাহিনীর গুলিতে একপর্যায়ে ইয়াছিন গুলিবিদ্ধ হন। ইয়াছিন মাটিতে লুটিয়ে পড়ার সময় সনজিদাকে বলেন, ‘আমার সন্তানদের বাঁচাও। তোমরা এখান থেকে পালিয়ে যাও। ' প্রিয় স্বামীর নিথর দেহ ওভাবেই ফেলে রেখে তিন শিশুসন্তানকে নিয়ে দৌড়ে পালাতে থাকেন সনজিদা। গত দুই দিন কয়েক মাইল (মিয়ানমার) হেঁটে অবশেষে গতকাল রবিবার সকাল ১০টায় মিয়ানমার সীমান্ত পার হয়ে কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। গতকাল দুপুর দেড়টার দিকে কক্সবাজার কুতুপালং এল...

বার্মায় মুসলিম বিরোধী এক উগ্র বৌদ্ধ ভিক্ষুর কথা

Image
মুসলমানদের বিরুদ্ধে ক্রমাগত হিংসাত্মক বক্তব্য তুলে ধরার জন্য অনেকের কাছেই পরিচিত উগ্রপন্থী বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথু। মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে বৌদ্ধদের মনে ভীতি ছড়ানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়। এমনকি জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি-কে 'বেশ্যা' বলে গালমন্দ করেছেন এ বৌদ্ধ ভিক্ষু আশ্বিন উইরাথু। ১৫ বছর আগেও এ বৌদ্ধ ভিক্ষু কারো কাছে পরিচিত ছিলেন না। ১৯৬৮ সালে জন্ম নেয়া আশ্বিন উইরাথু ১৪ বছর বয়সে স্কুল ছেড়ে ভিক্ষু হতে গিয়েছিলেন। ২০০১ সালে তিনি মুসলিম-বিরোধী এবং জাতীয়তাবাদী একটি গ্রুপ গঠন করেন, যার নাম ছিল ৯৬৯ গ্রুপ। সংগঠনটিকে উগ্রপন্থী হিসেবে বিবেচনা করা হয়। যদিও উগ্রপন্থার বিষয়টি উইরাথুর সমর্থকরা বরাবরই অস্বীকার করে আসছেন। ২০০৩ সালে তাকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। কিন্তু ২০১০ সালে অন্যান্য রাজবন্দীর সাথে তাকে মুক্তি দেয়া হয়। সরকার নিয়ম শিথিল করার পর তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ সক্রিয় হয়ে উঠেন। তিনি ইউটিউব এবং ফেসবুকে তার নানা ধরনের বক্তব্য ছড়াতে থাকেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে তার ৩৭ হাজারের বেশি ফলোয়ার ছিল...

গোপনে সৌদি প্রিন্সের ইসরাইল সফর!

Image
কয়েক দিন ধরে এক সৌদি প্রিন্স গোপনে ইসরাইল সফর করেছেন বলে জানিয়েছে ভয়েস অব ইসরাইল রেডিও। রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে রেডিওটি জানায়, বেশ কয়েক দিন ধরেই সৌদি প্রিন্স গোপনে ইসরাইল ভ্রমণ করছেন।এসময় তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরাইলের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনাও করেন। তবে ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সৌদি অন্যান্য গণমাধ্যমে অবশ্য ওই সৌদি প্রিন্সের উপস্থিতিকে সৌদি সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তির সফর বলে আখ্যায়িত করা হয়। তবে কর্তাব্যক্তির পরিচয় ও পদ সম্পর্কে কিছু জানানো হয়নি। এদিকে সৌদি প্রিন্সের সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বিষয়টিকে তিনি 'অভূতপূর্ব' বলে মন্তব্য করেন। বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর ২০১৭/আরাফাত

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

Image
আমেরিকার টুইন টাওয়ারে আজ থেকে ১৬ বছর আগে জঙ্গি হামলা হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর চারটি বিমান আছড়ে পড়েছিল নিউ ইর্য়কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে। যার জেরে ধ্বংস হয় ওই দুই টাওয়ার। এ ঘটনায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এ হামলার জন্য যুক্তরাষ্ট্র আল কায়েদাকে অভিযুক্ত করে। মার্কিন সরকারের তদন্তে ঘটনায় কয়েকটি দেশের সরকারের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে গুজবও আছে। এবার জেনে নিন ৯/১১ হামলার পাঁচ 'চমকপ্রদ’ তথ্য। ১) ৯/১১ হামলাকারীরা সাংকেতিক বার্তার মাধ্যমে তথ্য আদান-প্রদান করত। এই হামলার কয়েক সপ্তাহ আগে আবু আবদুর রহমান নামের এক পরিকল্পনাকারী তার বান্ধবীকে এমনই এক বার্তা পাঠিয়েছিল। তিনি লেখেন, ৩ সপ্তাহের মধ্যে প্রথম সেমিস্টার শুরু হবে। দুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (টুইন টাওয়ার) এবং দুটি বিশ্ববিদ্যালয় ( ওয়াশিংটন ডিসিতে অবস্থিত লক্ষ্যবস্তু)…এ গ্রীষ্মে নিশ্চিতভাবে অনেক গরম পড়বে… ব্যক্তিগত পড়াশোনায় ১৯টি সনদপত্র (হামলায় অংশগ্রহণকারী হাইজ্যাকারদের সংখ্যা) এবং ৪টি পরীক্ষা (হামলায় ব্যবহৃত বিমান)। অধ্যাপককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। ২) হামলার পর ঘটনাস্থলে এক মাস ...

আমেরিকার ইতিহাসে প্রথম

Image
আমেরিকার নর্থ ডাকোটা অঙ্গরাজ্যের বাসিন্দা কারা মুন্ড এবার মিস আমেরিকা নির্বাচিত হয়েছেন। রবিবার রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে মিস আমেরিকা ঘোষণা করা হয়। লাইফস্টাইল, ফিটনেস, মেধা, সাক্ষাৎকার, সরাসরি প্রশ্নে আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় অর্ধশতাধিক প্রতিযোগীকে হারিয়ে তিনি এ গৌরব অর্জন করেন। মিস আমেরিকা আয়োজনের এ শতাব্দী পূর্ণ হলেও নর্থ ডাকোটার কোনো তরুণী এ খেতাব জিততে পারেনি। কারা মুন্ড সে হিসেবে ইতিহাস গড়েছেন। ২৩ বছর কারা মুন্ড স্নাতক করেছেন ব্রাউন ইউনিভার্সিটি থেকে। এখন নটর ডেম ইউনিভার্সিটিতে আইন বিষয় পড়ছেন। আমেরিকার নতুন মিস আমেরিকা কারা মুন্ড রোল মডেল হিসেবে অনুসরণ করেন নিজের মাকে।  সূত্র : রয়টার্স বিডি প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা

ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া মিঠুনের সেই 'কন্যা' এবার অভিনয়ে

Image
কলকাতার একটি ডাস্টবিনে হয়তো কেউ ফেলে রেখে গিয়েছিল সদ্যোজাত কন্যা শিশুটিকে। মেয়েটিকে সেদিন অনেক  পথচারীই পড়ে থাকতে দেখতে পান। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় শিশুটিকে। রাখা হয় স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে। সেটা অনেক আগের গল্প। খবরটি কোনওভাবে এসে পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে। সে দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা। শীর্ণকায়, রুগ্ন ওই শিশুটিকে সারা রাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মিটিয়েছিলেন দু’জন। বাড়িতে নিয়ে আসা হয় ওই কন্যা সন্তানকে। নাম রাখেন দিশানী চক্রবর্তী। মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানী। তার বাবার সঙ্গেও দিশানীর দারুণ সম্পর্ক। তিন ভাই মহাক্ষয়, উষ্মে এবং নমশীর তাকে সব সময় আগলে বড় করেছেন। মায়েরও স্নেহ পেয়েছেন সব সময়। সম্প্রতি খবর প্রকাশিত হয়েছে, সদ্য যৌবনে পা দেওয়া দিশানী এবার সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে চান। বলিউডে তিনি আগামী দিনের লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন বলে মনে করছে বলিউড ইন্ডাস্ট্রি। তিনি যেহেতু অভিনয়কে পেশা কর...