Posts

Showing posts from November 30, 2018

সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র

Image
ফাইল ছবি দেড় হাজার কোটি ডলারের বিনিময়ে সৌদি আরবকে ৪৪টি অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র। এ সম্পর্কিত একটি চুক্তি ইতোমধ্যে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয়েছে। সেইসব থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিও থাকবে। আঞ্চলিক হুমকি মোকাবিলায় সৌদি আরব এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করছে বলে জানা গেছে।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রে জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা চলতি সপ্তাহে গুরুত্বপূর্ণ দলিলে সই করেছেন। এ চুক্তির আওতায় সৌদি আরব ৪৪টি থাড লাঞ্চারের বিশাল বহর হাতে পাবে। মার্কিন সেই মুখপাত্র আরও বলেন, সৌদি আরব যে আঞ্চলিক হুমকির মুখে রয়েছে তা মোকাবিলার জন্য রিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদি নিরাপত্তা রক্ষার বিষয়টি সমর্থন করবে এই চুক্তি। বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

পৃথিবী পর্যবেক্ষণকারী শক্তিশালী উপগ্রহ উৎক্ষেপণ ভারতের

Image
সংগৃহীত ছবি পৃথিবী পর্যবেক্ষণকারী শক্তিশালী উপগ্রহ এইচওয়াইএসআইএস উৎক্ষেপণ করল ভারত। পাশাপাশি পিএসএলভি-সি৪৩ রকেটে চাপিয়ে ৩০টি উপগ্রহও উৎক্ষেপণ করা হয়।  বৃহস্পতিবার সকাল ৯টা ৫৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সাতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।‌ ৩৮০ কেজির এইচওয়াইএসআইএস হল উন্নতমানের উপগ্রহ, যা পৃথিবীর ওপর নজরদারি চালাবে।  ১১২ মিনিটের অভিযানে 'এইচওয়াইএসআইএস'কে সূর্যের সমান্তরাল মেরু কক্ষপথে বসিয়েছে পিএসএলভি-সি৪৩। পাশাপাশি ৮টি দেশের একটি মাইক্রো এবং ২৯টি ন্যানো উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে। যাদের মিলিত ওজন ২৬১.‌১ কেজি।  এর মধ্যে ২৩টি উপগ্রহ যুক্তরাষ্ট্রের। ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া এবং স্পেনের উপগ্রহ। এছাড়া কানাডা, ফিনল্যান্ড এবং নেদারল্যান্ডসের উপগ্রহও রয়েছে। ‌‌  বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত