Posts

Showing posts from January 11, 2019

সাংবাদিক হত্যায়ও দোষী বিতর্কিত ধর্মগুরু রামরহিম

Image
সাংবাদিক হত্যায় দোষী রামরহিম বাবা। ছবি: সংগৃহীত ২০০২ সালে ভারতে সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে প্রকাশ্য গুলি করে হত্যা মামলায় বিতর্কিত ধর্মগুরু রামরহিম বাবাসহ চার অভিযুক্ত দোষী প্রামাণিত হলেন ভারতের পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতে। টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০০৬ সালে রাম রহিমের গাড়ির চালকের স্বীকারোক্তিতে ‌'খুনে' রামরহিমের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার পঞ্চকুলায় সিটি কর্পোরেশনের ডিসিপি কমল দীপ গোয়ে ১৪৪ ধারা জারি করেন। রোহতকের সুনারিয়া জেলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২০০২ সালের ২৪ অক্টোবর 'পুরা সাচ' পত্রিকার সাংবাদিক রামচন্দ্রকে প্রকাশ্যে গুলি করে করে কুলদীপ ও নির্মল নামের দুইজন দুর্বৃত্ত। চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর দিল্লির হাসপাতালে মৃত্যু হয় রামচন্দ্রের। মামলা দায়েরর সময় রামরহিমের নাম ছিল না এফআইআরে। ২০০৩ সালে তদন্ত শুরু করে সিবিআই। ২০০৬ সালে স্বঘোষিত ধর্মগুরু খট্টা সিংয়ের তথ্যের ভিত্তিতে রাম রহিমের নাম অন্তর্ভুক্ত করা হয় অভিযুক্তের তালিকায়। তদন্ত শেষে ২০০৭ সালে চার্জশিট দেয় সিবিআই। দুর্বৃত্তের গুলিতে নিহত 'পুরা সাচ...

‘উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র’

Image
ত্রাণ গ্রুপের প্রত্যাশা উ. কোরিয়ায় নিষেধাজ্ঞা শিথিল করবে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে বলে ত্রাণ গ্রুপ বৃস্পতিবার আশাবাদ ব্যক্ত করেছে। ওয়াশিংটন ও উত্তর কোরিয়ার মধ্যে উষ্ণ সম্পর্কের প্রেক্ষাপটে গ্রুপটি এ আশা প্রকাশ করে। খবর এএফপি’র। উত্তর কোরিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিফান বিগুন বুধবার ওয়াশিংটনে ত্রাণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ত্রাণ সংস্থাগুলো কর্তৃত্ববাদী এ দেশে ত্রাণ সামগ্রী বিতরণে দীর্ঘসূত্রিতা বা বাধার মুখে পড়ছে। আরো পড়ুন:  মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের আপিল খারিজ​ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি প্রশ্নে দেশটির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ইত্তেফাক/এসআর

উত্তর কোরিয়া সফরে আগ্রহী চীনের প্রেসিডেন্ট

Image
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কিম জং উন। ছবি: সংগৃহীত উত্তর কোরিয়া সফরে যেতে নিজের আগ্রহের কথা ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ এই তথ্য দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বেইজিং সফরের প্রতি ইঙ্গিত করে বার্তা সংস্থাটি বলছে, এই সফরে কিম জং-উন দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনে চীনা প্রেসিডেন্টকে উত্তর কোরিয়া সফরে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করেছেন শি জিন পিং। আরো পড়ুন:  ভিনগ্রহীরা সঙ্কেত পাঠাচ্ছে পৃথিবীতে! গত বছরও উত্তর কোরিয়ার গণমাধ্যমে চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তা আর হয়নি। তবে এবার যদি শি জিনপিং এই সফরে যান তা হবে প্রথম কোনো চীনা প্রেসিডেন্টের পিয়ংইয়ং সফর। গত সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনদিন বেইজিং সফর করেন কিম জং-উন। কোরীয় উপদ্বীপের পরিবর্তিত পরিস্থিতিতে গত ১০ মাসে এই নিয়ে চতুর্থবার চীন সফর করলেন উত্তর কোরিয়ার এই নেতা। ইত্তেফাক/জেডএইচ

সিরিয়া থেকে প্রতিটি ইরানি সেনাকে তাড়াবে যুক্তরাষ্ট্র: পম্পেও

Image
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সিরিয়া থেকে সব ইরানি সেনা তাড়ানোর অঙ্গীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পিছু ধাওয়া করে সিরিয়া থেকে ‘প্রতিটি ইরানি সেনাকে’ হটিয়ে দেবে। একটি সেনাও আর অবশিষ্ট থাকবে না। সিরিয়ায় ইরান এবং তাদের প্রক্সি যারা দিচ্ছে তারা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে যুক্তরাষ্ট্র পুনর্গঠনের জন্য কোনো সাহায্য দেবে না। আরো পড়ুন:  মার্চে ধাপে ধাপে উপজেলা পরিষদে ভোট গতকাল মিশরের রাজধানী কায়রো সফরকালে পম্পেও এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৯ দিনের সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইত্তেফাক/আরকেজি