Posts

Showing posts from April 11, 2021

দম বন্ধ হয়ে মারা গেছে ৪২০০ টন স্যামন

Image
  দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ঘাতক শ্যাওলায় ঢাকা পড়ে ৪ হাজার ২০০ টন স্যামন মাছ মারা গেছে। দেশটির ফিসারিজ ও অ্যাকুয়াকালচার সার্ভিস এ কথা জানায়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্যামন উৎপাদনকারী দেশে এমন গণমৃত্যু ঘটল। ক্ষতিকর শ্যাওলার আস্তরণে ঢাকা পড়ে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় দম বন্ধ হয়ে মাছগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। চিলির চেয়ে কেবল নরওয়ে সবচেয়ে বেশি স্যামন মাছ উৎপাদন করে। ২০২০ সালে দেশটি ৪.৪ বিলিয়ন ডলারের স্যামন রফতানি করেছে। একই কারণে ২০১৬ সালে হাজার হাজার টন স্যামন মারা যায়। চিলির দক্ষিণাঞ্চলে প্রায় ১৮টি স্যামন খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খামারগুলো থেকে বিশ্বের চাহিদার প্রায় ২৬ শতাংশ স্যামন সরবরাহ করা হয়। বিডি প্রতিদিন / এ মজুমদার