Posts

Showing posts from March 2, 2020

সিরিয়ার ২ জঙ্গিবিমান ভূপাতিত করল তুরস্ক; ৪ তুর্কি ড্রোন নামাল সিরিয়া

Image
সিরিয়ার সেনাবাহিনী রবিবার সেদেশের উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের আকাশে তুরস্কের পাইলটবিহীন চারটি সামরিক বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা সেদেশের হামা প্রদেশের আকাশেও তুর্কি ড্রোন প্রতিহত করেছেন। এর আগে রবিবারই ইদলিবের আকাশে সিরিয়ার দু’টি জঙ্গিবিমান গুলি করে বিধ্বস্ত করে তুরস্ক। তবে বিমান দু’টির পাইলটরা প্যারাস্যুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে পেরেছেন। ইদলিব প্রদেশে বর্তমানে সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষক তুরস্কের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সংঘর্ষ চলছে।রোববার দুপুরে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা সেদেশের ইদলিব প্রদেশের আকাশসীমাকে সামরিক বিমান উড্ডয়নমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। গত প্রায় দু’মাস ধরে ইদলিব প্রদেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দেশটির প্রায় সব এলাকার ওপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেও তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশে এখনো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীরা অবস্থান করছে। সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক তুরস্ক। গত কয়েক সপ্তাহে তুর্কি সেনারা ক...

পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতনের চিত্র ফুটে উঠল জেনেভায়

Image
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশন। এ সময় সেখানে ফুটে উঠল পাকিস্তানের সংখ্যালঘু নির্যাতনের চিত্র। সেখানে বিভিন্ন স্থাপনার মাধ্যমে পাকিস্তান সরকার ও দেশটির সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু নির্যাতনের এই চিত্র তুলে ধরেছে দেশটির নির্বাসিত কর্মীরা। এর মধ্যে একটি স্থাপনায় তুলে ধরা হয় পাকিস্তান সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র। এতে ফুটে তোলা হয় একটি জেলখানার দৃশ্য। চিত্রে দেখা যায়, জেলের ভেতরে রয়েছেন নারী ও শিশুরা। আর এর সামনে রয়েছেন পাকিস্তান আর্মি জেনারেল ক্বামার বাজওয়া, প্রধানমন্ত্রী ইমরান খান ও আইএসআই মহাপরিচালক ফাইয়াজ হামিদ। শুধু বিভিন্ন স্থাপনা নয়, পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে অসংখ্য পোস্টারও লাগানো হয়েছে সিটিজুড়ে। এসব পোস্টারে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করো, সংখ্যালঘু নির্যাতন বন্ধ করো”। বালুচ, সিন্ধ, পাশতুন, আহমাদিয়া ও মুহাজির সংখ্যালঘু গোষ্ঠীর নির্বাসিত মানবাধিকার কর্মীদের পরিকল্পনায় জেনেভাজুড়ে ...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম অফিস করলেন মহিউদ্দিন ইয়াসিন

Image
রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম অফিস করলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।  সোমবার সকালে কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার করেন তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মদিবস শুরু করেছেন তানশ্রী মুহিউদ্দিন।  শনিবার মুহিউদ্দিন ইয়াসিনকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। রবিবার শপথ নেন তিনি। তবে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। এর আগে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে এ নামটি খুব একটা আলোচিত ছিল না। কিন্তু রাজার পছন্দে শেষ পর্যন্ত তিনিই দায়িত্ব নিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, মালয়েশিয়া নতুন একজন প্রধানমন্ত্রী পেলেও দেশটির রাজনীতিকে ঘিরে এখন বড় ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কারণ আধুনিক মালয়েশিয়ার রূপকার দীর্ঘদিনের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এ সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। মালয়েশিয়ার ...

ইদলিব নিয়ে মস্কো-আঙ্কারা উত্তেজনা'

Image
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়ার সঙ্গে তুরস্কের উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন।  সংবাদ সংস্থা তাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মস্কো এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় যাতে রাশিয়ার সঙ্গে কোনো দেশকে যুদ্ধে জড়াতে না হয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আলেপ্পো এবং ইদলিবকে সন্ত্রাসীমুক্ত করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনীর অভিযানকে কেন্দ্র করে আঙ্কারা ও দামেশকের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ওই অভিযানের বিরোধিতা করে তুরস্ক সিরিয়ার আংশিক ভূখণ্ড দখল করে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। সিরিয়ায় এটাই সন্ত্রাসীদের সর্বশেষ এবং প্রধান ঘাঁটি। সন্ত্রাসীদের মদদ না দিতে তুরস্কের প্রতি সিরিয়া আহ্বান জানানো সত্ত্বেও তুরস্ক সন্ত্রাসীদের মদদ দিয়ে যাচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাশিয়া সিরিয়ার আবেদনে সাড়া দিয়ে সন্ত্রাসীদের নির্মূলে দামেশকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিডি প্রতিদিন/আরাফাত

মার্চে তাপমাত্রা উঠছে ৪০ ডিগ্রি, কালবৈশাখী ঝড় আসছে

Image
কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টির সঙ্গে মার্চে একটি বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা শেষে আবহাওয়া অধিদফতর এমন বিরূপ আবহাওয়ার আভাস দিয়েছে।  অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে রবিবার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।  সভায় মার্চ মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পূর্বাভাসে বলা হয়, মার্চ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ‘এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুই দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র তিন-চারদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।’ আবহাওয়া অফিস বলছে, এ মাসের দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস) অপেক্ষা সামান্য কম থাকার সম্ভাবনা আছে।  ‘তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬ থেকে ৩৮) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রী সেলসিয়াস) ধরনের তাপপ্র...

Cleaning Dirt in the Bus Station Thanchi

Image