Posts

Showing posts from August 4, 2018

ভীক্ষু-জীবন শেষ হলো থাই গুহা কিশোরদের

Image
মন্দিরের বুদ্ধমূর্তির সামনে মুড়ানো মাথা নোয়াচ্ছিলো কিশোররা। খালি পায়ে গ্রহণ করছিল মন্দিরে আসা ভক্তদের উপহার। শনিবার থাইল্যান্ডের মন্দিরের এভাবেই ক্যামেরাবন্দি হয় ৩ সপ্তাহ আটকে থাকার পর গুহা থেকে উদ্ধার হওয়া থাই কিশোর ফুটবল দলের সদস্যরা। শনিবার শেষ হয় শিক্ষানবিশ বৌদ্ধ ভীক্ষু হিসেবে তাদের এক সপ্তাহের মন্দিরবাস। এ অনুষ্ঠানে অংশ নেয় প্রায় তিন শতাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষও। এর মাধ্যমে পরিবারের কাছে স্বাভাবিক জীবনে ফিরে যায় কিশোররা। থাইল্যান্ডে কেউ বিপদ থেকে উদ্ধার হলে কিছুদিন বৌদ্ধ ভীক্ষু হিসেবে মন্দিরবাসের প্রথা রয়েছে। গেল ২৩ জুন থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের থাম-লুয়াম গুহায় কোচসহ আটকা পড়েছিল ওয়াইল্ড বুয়ারস নামে একটি ফুটবল দলের এই কিশোররা। ২ জুলাই তাদের খোঁজ পাওয়া যায়। পরে ৮ জুলাই থেকে শুরু হওয়া তিন দিনের অভিযানে তাদের সবাইকে উদ্ধার করে বহুজাতিক ডুবুরি দল। ইত্তেফাক/টিএস

উত্তেজনা সত্ত্বেও সিরিয়া পুনর্গঠনে ‘যুক্তরাষ্ট্রের সহায়তা চায় রাশিয়া’

Image
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন ও শরণার্থীদের প্রত্যাবাসনে রাশিয়া যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে প্রস্তাব দিয়েছে বলে মার্কিন এক সরকারি মেমোতে দাবি করা হয়েছে। কড়া গোপনীয় এক যোগাযোগ চ্যানেলের মাধ্যমে মস্কো মার্কিন শীর্ষ জেনারেলের সঙ্গে যোগাযোগ করে স্নায়ুযুদ্ধকালীন সময়ে শত্রুশিবিরে থাকা দেশটিকে নিয়েই সিরিয়ার অবকাঠামো পুননির্মাণে একযোগে কাজ করার পরিকল্পনার কথা জানায়। রুশ সামরিক বাহিনীর জেনারেল স্টাফ ভেলেরি গেরাসিমভ ১৯ জুলাই মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ডকে লেখা এক চিঠিতে এ প্রস্তাব দেন বলে মার্কিন সরকারের ওই মেমো দেখে জানিয়েছে রয়টার্স। মস্কোর ওই পরিকল্পনায় শীতল প্রতিক্রিয়া দেখায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র সিরিয়ায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধের রাজনৈতিক সংকট নিরসন ও জাতিসংঘের পর্যবেক্ষণে কোনো সাধারণ নির্বাচন হলে সে ধরনের পদক্ষেপেই কেবল সহায়তা দেবে বলেও মেমোতে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার ওই প্রস্তাবের সূত্রেই সিরিয়ার পুনর্গঠনে মস্কোর পরিকল্পনার বিশদ ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গৃহযুদ্ধে বিপর্যস্ত আসাদ রাশিয়া ও ইরানের সাহায্য নিয়েই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন; হারতে ...