Posts

Showing posts from January 30, 2020

ইসরাইলের সেই নারীকে ক্ষমা করে দিল রাশিয়া

Image
ভ্লাদিমির পুতিন-নামা ইসাচার মাদক চোরাচালানের দায়ে আটক ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামা ইসাচারকে ক্ষমা করে দিয়েছে রাশিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মস্কো সফরের আগ-মুহূর্তে ওই নারীকে রুশ প্রেসেডন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা করে দেন। বুধবার ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নামা ইসাচারওকে ক্ষমা করে দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্ট পুতিন ওই নারীকে ক্ষমা করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি রাশিয়া যাবেন বলে কথা রয়েছে। তার আগে রাশিয়ার প্রেসিডেন্ট এর পক্ষ থেকে এই নারীকে ক্ষমা করা হলো। কথিত ডিল অব দ্য সেঞ্চুরি উন্মোচন উপলক্ষে নেতানিয়াহু আমেরিকা সফরে গিয়েছিলেন। রুশ প্রেসিডেন্টের এই পদক্ষেপের পর নেতানিয়াহু পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেছেন, “আমি আশা করি আগামীকাল আমরা সাক্ষাৎ করব এবং সেসময় ডিল অব দ্যা সেঞ্চুরি এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করব।” গত বছরের এপ্রিল মাসে নামা ইসাচারকে মস্কোর শেরেমেতইয...

ধানে লোকসানের পর লক্ষ্যমাত্রার বেশি জমিতে আলুর চাষ

Image
নওগাঁর রাণীনগরে এবার আলুর বাম্পার ফলনের আশা করছেন কৃষক। ছবি: ইত্তেফাক কয়েক দফা ধানের চাষ করে লোকসান গোনার পর নওগাঁর রাণীনগর উপজেলার কৃষক এবার লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলু বুনেছেন। তারা আশা করছেন এবার বাম্পার ফলনের পাশাপাশি অনেক লাভও হবে। আবহাওয়া অনুকূলে থাকায় সম্ভাবনা রয়েছে সরিষা, গম ও ভুট্টার বাম্পার ফলনের। এদিকে স্থানীয় কৃষি অফিসও জানিয়েছে একই সম্ভাবনার কথা। জানা গেছে, এ বছর বন্যা না হওয়ায় রোপা-আমন ধান কাটার পর রবিশস্যের উপযোগী চাষযোগ্য জমিতে কৃষক আগাম জাতের আলুর চাষ করেছেন। সরকারি পর্যায়ে কৃষকদের মধ্যে কৃষি উপকরণসহ রাসায়নিক সার বিনামূল্যে যথাসময়ে বিতরণ করা হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি রবিশস্য মৌসুমে এবারে উপজেলার ৮ ইউনিয়নে কৃষি সম্প্রসারণ বিভাগ এক হাজার চারশ ৪৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও এ বছর উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে আলুর আবাদ হয়েছে। মাঠ পর্যায়ে আলু চাষীদের কৃষি অফিসের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে আলুক্ষেত অনেকটা রোগ-বালাই মুক্ত। উপজেলার সদর, মিরাট, কাশিমপুর ও একডালা ইউনিয়নে সবচেয়ে বেশি আলু চাষ ...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকার রমরমা ব্যবসা ইরানে

Image
পতাকা তৈরিতে ব্যস্ত কারখানার কর্মীরা। ছবি-রয়টার্স যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বৈরিতা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে ইরানে পশ্চিমা বিরোধী মিছিলে প্রতিনিয়তই এসব দেশের পতাকা পোড়ানোর ঘটনা ঘটছে। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও যুক্তরাজ্যের পতাকা বানায় এমন কারখানাগুলোর ব্যবসা রমরমা হয়ে উঠেছে ইরানে। গত এক দশক ধরেই ইরানে যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও ইসরায়েলের পতাকার বেশ চাহিদা। তবে দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে গেলে চাহিদা অনেক গুণ বেড়ে যায়। কেননা এসময় দেশগুলোর বিরুদ্ধে মিছিলে অংশ নেওয়া ইরানিদের পছন্দের কাজ পতাকা পোড়ানে। এই ফাকে রমরমা ব্যবসা করে নিচ্ছে পতাকা তৈরির কারখানাগুলো। রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোমেন শহরে পতাকা তৈরির একটি কারখানায় বর্তমানে প্রতিমাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২ হাজার পতাকা তৈরি হচ্ছে। ওই কারখানাটি প্রতি বছর ১৫ লাখ বর্গফুটেরও বেশি পতাকা বানায়। সম্প্রতি কাসেম সোলাইমানি মার্কিন হামলায় নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পতাকার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। চাহিদা অনুযায়ী পতাকা যোগান দিতে হিমসিম খেতে হয় কারখান...