Posts

Showing posts from May 5, 2017
Image
পরীক্ষার ফল চ্যালেঞ্জ আজ থেকেই এসএসসি ও সমমানের ফল যাদের মনঃপূত হয়নি তারা আজ থেকেই চ্যালেঞ্জ করতে পারবে। ১১ মে পর্যন্ত বোর্ডগুলো এসএমএসে আবেদন গ্রহণ করবে। ১১ জুনের মধ্যে আবেদনের ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবেদন প্রক্রিয়া আগের মতই। বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ ব্যাপারে বিজ্ঞপ্তি আছে। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে। RSC   লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে।
Image
খাতা মূল্যায়নে নয়া পদ্ধতি, কমেছে পাসের হার ইংরেজি ও গণিতে ফেল বেশি ইত্তেফাক রিপোর্ট ০৫ মে, ২০১৭ ইং এবার এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন পদ্ধতিতে আনা হয়েছিল পরিবর্তন। কোন প্রশ্নের কোন উত্তর হবে তার একটি মডেল নির্ধারণ করে দেওয়া হয়। আর এই মডেলের ওপর ভিত্তি করে শিক্ষকরা নম্বর দিয়েছেন। শিক্ষামন্ত্রী দাবি করেছেন সঠিকভাবে খাতা মূল্যায়নের কারণেই পাসের হার কমেছে। তবে এ নিয়ে প্রশ্ন রয়েছে অভিভাবকদের। বারবার পরীক্ষা পদ্ধতির পরিবর্তনে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। উল্লেখ্য এবার এসএসসিতে পাসের হার গত ৬ বছরের চেয়ে কম। এবার সার্বিক পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। ২০১১ সালে পাসের হার ছিল ৮২ দশমিক ৩১ শতাংশ।  এরপর ২০১২ সালে ৮৬ দশমিক ৩৭ শতাংশ, ২০১৩ সালে ৮৯ দশমিক ০৩ শতাংশ, ২০১৪ সালে ৯১ দশমিক ৩৪ শতাংশ, ২০১৫ সালে ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ এবং গত বছর পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। সবচেয়ে খারাপ করেছে কুমিল্লা শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ০৩ শতাংশ। পাসের হার কমার চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন,  আমাদের কাছে এটা খুবই স্বাভাবিক, আমরা এ তথ্য জানার জন্য প্রস্তুতও ছিলাম। যেহে...
Image
পরমাণু যুদ্ধ শুরু হলে প্রথমেই ঝলসে যাবে জাপান! অনলাইন ডেস্ক Currently 4.50/5 1 2 3 4 5 গড় রেটিং:  4.5 /5 (2 টি ভোট গৃহিত হয়েছে) প্রতীকী ছবি এবার জাপানকে হুঁশিয়ারির বার্তা দিল উত্তর কোরিয়া।  কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে নাকি রেডিও অ্যাক্টিভ মেঘমণ্ডলীতে প্রথমেই ঝলসে যাবে জাপান। উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত দৈনিক রোডং সিনমুন এ হুঁশিয়ারির কথা বলা হয়েছে। দৈনিক রোডং সিনমুনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে মার্কিন কয়েকটি ঘাঁটি রয়েছে এবং কোরিয় উপদ্বীপে পরমাণু যুদ্ধ শুরু হলে অন্য যে কোনো দেশের আগে তেজস্ক্রিয় মেঘমণ্ডলীতে প্রথমেই যে দেশ ঝলসে যাবে সেটি হলো জাপান। এতে আরও বলা হয়েছে, নিজ স্বার্থ সম্পর্কে যদি সত্যিই যদি সচেতন হয় তবে শান্তিপূর্ণ ভাবে উত্তেজনা নিরসনের চেষ্টা জাপানের করা উচিত। এছাড়া জাপানকে অতীতের পরমাণু বোমা হামলার অভিজ্ঞতার কথাও এতে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এছাড়া পরমাণু বোমার অভিজ্ঞতা বিশ্বে একমাত্র জাপানেরই আছে। পরমাণু বোমার অভিজ্ঞতার কতোটা ভয়াবহ তা অন্যের চেয়ে জাপান বেশ ভাল করেই জানে বলে দৈনিকটি উল্লেখ করেছে। - S...
Image
পৃথিবীতে মানুষের আয়ু আর মাত্র ১০০ বছর! অনলাইন ডেস্ক ০৪ মে ২০১৭, ২২:২৬ স্টিফেন হকিং প্রখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং মনে করেন, অস্তিত্ব রক্ষা করতে হলে আগামী এক শতাব্দীর মধ্যেই মানবজাতিকে পৃথিবী ছাড়তে হবে। বেঁচে থাকার জন্য অন্য কোনো গ্রহে আবাস গড়তে হবে মানুষকে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, মহামারি ও জনসংখ্যা বৃদ্ধির কারণে এই গ্রহের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে মনে করেন ব্রিটিশ এই বিজ্ঞানী। স্টিফেন হকিং ‘এক্সপেডিশন নিউ আর্থ’ নামের বিবিসির একটি নতুন তথ্যচিত্রে এ মন্তব্য করেছেন। বিবিসি টু’তে ওই তথ্যচিত্র সম্প্রচার করা হয়েছে। এই তথ্যচিত্রের নির্মাতা হকিং নিজেই। এই তথ্যচিত্রটি বিবিসির সায়েন্স সিজন ‘টুমোরোস ওয়ার্ল্ড’-এর অংশ। তথ্যচিত্রটিতে হকিং বলেছেন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব, উল্কার আঘাত, মহামারি এবং জনসংখ্যা বৃদ্ধি এই গ্রহটিকে ‘ক্রমাগতভাবে বিপজ্জনক’ করে তুলেছে। অস্তিত্ব রক্ষা করতে হলে আমাদের এই পৃথিবী ত্যাগ করা প্রয়োজন। হকিংয়ের ধারণা, আমরা যদি নতুন একটি পৃথিবী খুঁজে পেতে ব্যর্থ হই, তবে মানবজাতির অস্তিত্ব সর্বোচ্চ ১০০ বছর পর্যন্ত টিকবে। যুগান্তকারী ধারাবা...