Posts

Showing posts from September 4, 2021

তালেবানের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখবে ভারত

Image
  কাবুলে তালেবান নেতৃবৃন্দ আলোচনার দরজা খুললেও তালেবানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নেবে নয়াদিল্লি। শনিবার এই ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।  তিনি বলেন, ‘‘কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে ভারতের কোনো সুদৃঢ় আলোচনা হয়নি। ভবিষ্যতে আফগানিস্তানের নতুন শাসকদের সঙ্গে ‘সীমিত সম্পর্ক’ বজায় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।  শুক্রবার তালেবান মুখপাত্র সুহেল শাহিন বলেন, ‘‘মুসলিম হিসেবে আমাদের কাশ্মীরের মুসলিমদের পক্ষে আওয়াজ তোলার অধিকার রয়েছে। পাশাপাশি চীনকে পাকিস্তানের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী’ বলেও বর্ণনা করেন তিনি।  এরপরই এমন মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা। এর আগে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ভারতীয় দূতাবাসে তালেবান নেতা শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই এর সঙ্গে বৈঠক করেন কাতারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, ওই বৈঠকে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পাশাপাশি ভারতে আসতে ইচ্ছুক সে দেশের নাগরিক, বিশেষত সংখ্যালঘুদের নয়াদিল্লিতে আনার ব...

পানশির দখল নিয়ে তালেবান ও বিরোধীদের ভিন্ন-ভিন্ন দাবি

Image
  পানশির দখলের চেষ্টায় দুই পক্ষের মাঝে তীব্র লড়াই আফগানিস্তানের পানশির উপত্যকা, একমাত্র এলাকা যেখানে তালেবানের নিয়ন্ত্রণ নেই, সেটি তালেবানের দখলে চলে গেছে বলে দাবি করেছে তালেবান। তালেবান সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, পুরো পানশিরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে তালেবানবিরোধী মিলিশিয়া দাবি করছে, লড়াই এখনও চলছে। প্রতিরোধ বাহিনীর নেতাদের একজন আমরুল্লাহ সালেহ নিজে ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে ওঠা দাবি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্বীকার করেছেন যে পরিস্থিতি সংকটজনক। পানশির দখলের লড়াইয়ে শত শত মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।  আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর তালেবান ঝড়ের গতিতে পুরো দেশ দখল করে নিলেও পানশির এলাকায় তারা এখনও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট এই উপত্যকাটি নিয়ন্ত্রণ করছিল। রাজধানী কাবুলের উত্তর-পূর্বে পানশির আফগানিস্তানের সবচেয়ে ছোট প্রদেশ। পাহাড় দিয়ে ঘেরা এই প্রদেশে দেড় থেকে দুই লাখ লোকের বাস। এলাকাটি বরাবরই তালেবানবিরোধী। এর বড় কারণ হলো এই উপ...