Posts

Showing posts from December 18, 2019

তাপমাত্রা কমছে সারা দেশে, নামবে ১০ ডিগ্রির নিচে

Image
ফাইল ছবি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। আরও দু'দিন তাপমাত্রা কমতে থাকবে। এ সময় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।  এদিকে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সন্ধ্যায় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ থেকে নেমে আজ ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ময়মনসিংহে ১৪ দশমিক ৬ থেকে কমে ১৩ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১৪ দশমিক ৩ থেকে কমে ১১ দশমিক ৪, খুলনায় ১৭ দশমিক ৪ থেকে কমে ১৫, বরিশালে ১৫ থেকে নেমে আজ তাপমাত্রা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের মতো ১৩ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশের বেশির ভাগ ...

অস্ট্রেলিয়ায় উষ্ণতম দিনের রেকর্ড

Image
অস্ট্রেলিয়ায় আজ বুধবার দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ছবি: এএফপি অস্ট্রেলিয়ায় আজ বুধবার উষ্ণতম দিন রেকর্ড করা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আজ দেশটির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দেশটির আবহাওয়া দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ২০১৩ সালের ৭ জানুয়ারি দেশটিতে সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড রয়েছে। ১৯৬০ সালের ২ জানুয়ারি দক্ষিণ অস্ট্রেলিয়ার জনবিরল ওডনাডাট্টা শহরে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। কিছুদিন ধরেই ভয়াবহ খরা ও দাবানলসংকটে রয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যেই এই উষ্ণতম দিনের রেকর্ড। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ায় চরম গরম পরিস্থিতি থাকবে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ তাপমাত্রার যে রেকর্ড রয়েছে, তা ভেঙে যেতে পারে। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এই সপ্তাহের শুরুতে ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে এই প্রতিকূলতা মোকাবিলায় প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভূমিকা বেশ সমালোচিত হচ্ছে। আবহাও...

পদ্মা সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান

Image
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ২ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। মুন্সিগঞ্জ, ১৮ ডিসেম্বর। ছবি: ফোকাস বাংলা পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ২ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। সেতুর জাজিরা প্রান্তে আজ বুধবার ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এর আগে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ রওনা দেয়। আজ বেলা ১১টার কিছু সময় আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে এটি পৌঁছে। এরপর সব কাজ শেষে বেলা দেড়টায় স্থায়ীভাবে স্প্যানটি বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে বলে জানান সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির। ২০১৯ সালে এখন পর্যন্ত পদ্মা সেতুর ১৩টি স্প্যান বসেছে। ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩ এফ’ নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, ২০১৭ সালে ১টি, ২০১৮ সালে ...

ভরিতে ১১৬৬ টাকা বাড়ল স্বর্ণের দাম

Image
ফাইল ছবি দেশের বাজারে এক মাসের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ১৬৬ টাকা। তবে বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম। বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।  এর আগে স্বর্ণের দাম বেড়েছিল চলতি বছরের ১১ সেপ্টেম্বর।   বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ১৯৪ টাকা। বুধবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৬ হাজার ৮৬২ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ হাজার ৬৯৬ টাকা প্রতি ভরি। একইভ‍াবে ১৮ ক্যারেটের ভরির দাম হবে ৫১ হাজার ৮৪৬ টাকা। এখন রয়েছে দাম রয়েছে ৫০ হাজার ৬৮০ টাকা। একমাসের ব্যবধানে উল্লেখিত তিন ক্যারেটে স্বর্ণের দাম বাড়লেও বেশ কিছুদিন ধরে অপরিবর্তিত রয়েছে সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম। প্রতি ভরির দাম রয়েছে ২৯ হাজার ১৬০ টাকা। এছাড়াও ২১ ক্যারেট ক্যাডমিয়াম রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।...

মিটু’ লড়াইয়ে জিতলেন জাপানের সাংবাদিক

Image
শাওরি ইতো। ছবি: এএফপি ‘হ্যাশট্যাগ মিটু’ লড়াইয়ে জয়ী হলেন জাপানের তরুণ সাংবাদিক শাওরি ইতো। এই আন্দোলন চলার সময় সাবেক জনপ্রিয় টেলিভিশন রিপোর্টার নরিওকি ইয়ামাগুচির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ইতো। এ ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দেশটির সব পত্রিকার সংবাদ শিরোনাম হয়। নরিওকির বিরুদ্ধে ১ লাখ ডলারের ক্ষতিপূরণ মামলা করেন ইতো। অবশেষে এই মামলায় জিতেছেন তিনি। ইতোকে ৩০ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৩০ বছর বয়সী ইতো জাপানে এই আন্দোলনের অন্যতম প্রতিবাদী কণ্ঠ হয়ে দাঁড়িয়েছেন। ২০১৫ সালে কর্মক্ষেত্রে সুযোগের বিষয়ে আলোচনা করতে ইতোকে একসঙ্গে রাতের খাবার খাওয়ার আমন্ত্রণ জানান ৫৩ বছর বয়সী নরিওকি। পরে তাঁকে সুযোগ পেয়ে ধর্ষণ করেন তিনি। ইতো আশঙ্কা করেন সে সময় তাঁকে মাদকজাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছিল। তাঁর জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে নিজেকে একটি হোটেল কক্ষে আবিষ্কার করেন ইতো। নরিওকি খুবই জনপ্রিয় টিভি রিপোর্টার। প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে। পরে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের পরিপ্রেক্ষিতে মুখ খ...

বঙ্গবন্ধু বেঁচে থাকলে মালয়েশিয়া-সিঙ্গাপুরের মত উন্নত হতো দেশ: স্বপন ভট্টাচার্য্য

Image
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে স্বপন ভট্টাচার্য্য। ছবি: ইত্তেফাক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশ আজ মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মত উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি আরও বলেন, দুধে কোন প্রকার ভেজাল মেশানো যাবে না। এ জন্য উৎপাদনকারীদের সতর্ক থাকতে হবে। বুধবার বেলা ১১টায় তালা উপজেলা চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান এবং তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমুখ। ইত্তেফাক/আরএ

কুয়েতে নতুন সরকার গঠন

Image
কুয়েতের পতাকা শাসক   পরিবারের   সদস্যদের   সঙ্গে   পার্লামেন্টের   বিরোধের   জের   ধরে   পূর্ববর্তী   সরকার   পদত্যাগ   করার   এক   মাস   পর   নতুন   সরকার   পেয়েছে   কুয়েত । মঙ্গলবার   নতুন   সরকার   গঠন   করা   হয়   বলে   দেশটির   রাষ্ট্রীয়   গণমাধ্যম   জানিয়েছে ।   সাবেক   পররাষ্ট্রমন্ত্রী   শেখ   সাবাহ   আল   খালিদ   আল   সাবাহ   নতুন   সরকারের   প্রধানমন্ত্রী   হবেন । আরো পড়ুন :  শেয়ারবাজারে সূচক পতনে রেকর্ড আগের   সরকার   পদত্যাগ   করার   কয়েকদিন   পর   তাকে   প্রধানমন্ত্রী   হিসেবে   নিয়োগ   দিয়েছিলেন   কুয়েতের   শাসক   শেখ   সাবাহ   আল   আহমদ   আল   সাবাহ । ইত্তেফাক/এসি

ট্রাম্পের ঝাঁঝালো চিঠি

Image
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির কড়া সমালোচনা করে তাকে এক ঝাঁঝালো চিঠি পাঠিয়েছেন। ন্যান্সি পেলোসি ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করেছেন বলে চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন। বিবিসি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ছয় পৃষ্ঠার পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, আপনি অত্যন্ত কুৎসিত শব্দ অভিশংসনের গুরুত্বকে সস্তা বানিয়ে ফেলেছেন। এছাড়া ট্রাম্প চিঠিতে অভিযোগ করেছেন, এই অভিশংসন কেলেঙ্কারির শুরু থেকেই সংবিধানের মূল প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ট্রাম্পের এমন চিঠির প্রেক্ষিতে স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পের পুরো চিঠি পড়েননি কিন্তু এর সারাংশ পড়েছেন এবং সেটি 'প্রকৃতপক্ষে বাজে' বলে মন্তব্য করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসনের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে ডেমোক্রেটদের প্রাধান্য থাকায় অভিশংসনের প্রস্তাব সহজেই পাশ হবে। বিবিসি, রয়টার্স। ইত্তেফাক/এসআর

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২২

Image
ইদলিবের মারাত আল-নুমান জেলায় বিমান হামলার পর স্থানীয়রা ভবনগুলোর ধ্বংসাবশেষ পরিদর্শন করেছে। ছবি-আল জাজিরা সিরিয়ার ইদলিবে বিমান হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার ইদলিব প্রদেশের মারাত আল-নুমান জেলায় রাশিয়া ও সরকারি বাহিনীর চালানো হামলার ফলে হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরা’র সিরিয়ার প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, মঙ্গলবার ডজন খানেক বিদ্রোহী অধ্যুষিত শহর ও গ্রামকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে তাল মানিস শহরে নয়জন, বিদামা শহরে ছয়জন ও মাসারানে পাঁচজন নিহত হয়। এছাড়া আল-কানাইসে একজন ও মার শামশাতে একজন নিহত হয়েছেন। বিদামায় যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে হোয়াইট হেলমেটসের (প্রতিরক্ষা দপ্তরের আরেক নাম) স্বেচ্ছাসেবীর স্ত্রী এবং তিন শিশু রয়েছেন। এছাড়া মাসারান শহরের একটি বাজারে বোমা হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হেলমেট। হামলার পর ঐসব এলাকার মানুষ প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে তুর্কি সীমান্তের শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন বলে নিশ্চিত করেছে প্রতিরক্ষা দপ্তর। আরও পড়ুন:  ট্রাম্পের ঝাঁঝালো চি...

ফুলবাড়ীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

Image
আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা। ছবি-ইত্তেফাক উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বুধবার সকাল পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রের্কড করা হয়েছে। পৌষের শুরুতেই ক্রমাগত বাড়ছে তীব্র শীতের প্রকট। ঠাণ্ডায় চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। কনকনে ঠাণ্ডায় বিশেষ কাজ ছাড়া বাইরে বের হতে সাহস পাচ্ছে না অনেকেই। বুধবার উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, তীব্র শীতের কারণে এলাকাবাসী খর-খুটায় আগুন জ্বালিয়ে ঠাণ্ডা নিবারণের চেষ্টা করছেন। সেই সঙ্গে উপজেলার বিভিন্ন ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোতে পোশাক ক্রয় করতে ভির করছেন ক্রেতারা। ঠাণ্ডায় সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে সব চেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। বিকেল হতেই ঘন কুয়াশার চাদরে ছেঁয়ে যায় পুরো উপজেলা। দিনের বেশি ভাগ সময়ে সূর্যের আলোর দেখা মিলছে না। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় রাত ও সকাল বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী বুধবার সকাল ৯টা পর্যন্ত ফুলবাড়ী উপজ...

বাংলাদেশি ভোটারের নাম 'আয়েশা জোয়াং জিং আক্তার'

Image
প্রবাসে বাংলাদেশিকে বিয়ে করে ফেনীতে আসা ‘আয়েশা জোয়াং জিং আক্তার’ নামে এক চীনা নারী ভোটার তালিকাভুক্ত হয়েছিলেন পাঁচ বছর আগে। বিষয় ধরা পড়ার পর ওই নারীকে তালিকা থেকে বাদ দিয়ে তার এনআইডি বাতিল করেছে ইসি। সেই সঙ্গে জোয়াং জিং নামের ওই চীনা এবং যারা তাকে জালিয়াতিতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফেনী সদর নির্বাচন কর্মকর্তাকে সোমবার এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন ইসির সহকারী সচিব মোশাররফ হোসেন। সম্প্রতি ইমিগ্রেশনে সন্দেহ হলে তার বিষয়টি খতিয়ে দেখা হয়, তখনই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। ইতোমধ্যে তার নাম তালিকা থেকে বাদ দিয়ে তার জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে। ফেনী সদর থানা নির্বাচন কর্মকর্তা আফরোজা পারভীন বলেন, জোয়াং জিং বর্তমানে কোথায় রয়েছেন সে বিষয়ে আমরা অবগত নই। তার যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি স্বামী বছরখানেক আগে দেশে এসেছিলেন। তারা দুজনই প্রবাসী। ইসির নির্দেশনা পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইসি কর্মকর্তারা জানান, ‘আয়েশা জোয়াং জিং আক্তার’ নামে জন্মসনদ ও নাগরিক সনদ সংগ্রহ করেছিলেন ওই চীনা নারী। সনদ সরবরাহে জড়িত সংশ্লিষ্ট জনপ্রতিন...

রাষ্ট্রদ্রোহ মামলার বিষয়ে যা বলেছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ মোশাররফ

Image
পারভেজ মোশাররফ রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে।  মঙ্গলবার বিশেষ আদালতের তিন সদস্যের বিচারকের একটি প্যানেল এ রায় ঘোষণা করেন। বিচারকদের এই প্যানেলে ছিলেন পেশওয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠ, সিন্ধ হাই কোর্টের বিচারপতি নজর আকবর এবং লাহোর হাইকোর্টের বিচারপতি শহীদ করিম।  এ মাসের শুরুরদিকে দুবাইয়ের হাসপাতাল থেকে একটি ভিডিও বিবৃতিতে পারভেজ মোশাররফ বলেছিলেন, তার বিরুদ্ধে মামলা একেবারেই ভিত্তিহীন। তিনি বলেছিলেন, আমি দেশের জন্য ১০ বছর কাজ করেছি। দেশের জন্য লড়াই করেছি। এই রাষ্ট্রদ্রোহের মামলা ভিত্তিহীন। আমাকে ফাঁসানো হয়েছে। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মোশাররফ। রাষ্ট্রদ্রোহ, জরুরি অবস্থা জারি, বেআইনি উপায়ে বিচারপতি বরখাস্ত, বেনজির ভুট্টো হত্যা এবং লাল মসজিদ তল্লাশি অভিযান-সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় পলাতক রয়েছেন সাবেক এই পাক সেনাপ্রধান। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির অভিযোগে দেশটির আদালতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। ২০১৩ সা...

নতুন বছর থেকে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

Image
বেশ কিছু ফোনে ১ জানুয়ারি থেকে আর হোয়াটসঅ্যাপ করা যাবে না। কারণ ওই ফোনে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেগুলো যথেষ্ট পুরনো- ফলে সেগুলোতে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না। এই তালিকায় ‘উইন্ডোজ’-এর সব ফোনের সঙ্গে রয়েছে কিছু ‘অ্যান্ড্রয়েড’ ও ‘আইওএস’ ফোনও। হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে, কোনও উইন্ডোজ ফোনেই ১ জানুয়ারি থেকে আর তাদের পরিষেবা মিলবে না। এখন আর উইন্ডোজ ফোন বেশি ব্যবহার হয় না। তাই অনেক অ্যাপ আগেই উইন্ডোজ ভার্সনে সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে সেই অ্যাপগুলো আর কাজ করে না উইন্ডোজ ফোনে। ধীরে ধীরে উইন্ডোজ ফোন ব্যবহার বন্ধের পথে। তাই শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপও আর সাপোর্ট দিচ্ছে না বলে ঘোষণা করে দিল। কিছু পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস-এওসাপোর্ট দেওয়া বন্ধ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েট ২.৩.৭ বা তার আগের ভার্সনে আর সাপোর্ট পাওয়া যাবে না। ফলে এখনও যদি কেউ এই পুরনো অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার করেন, তবে তারা আর হোয়াটসঅ্যাপ করতে পারবেন না। অ্যান্ড্রয়েডের এই পুরনো ভার্সনগুলোতে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে ১ ফেব্রুয়ারি ২০২০ থেকে। একই ভাবে ‘আইওএস ৮’ বা তার পুরনো ভার্সনের ফোনগুলোতে...

কুয়ালালামপুর সামিটে ইমরানের 'না', যা বললেন মাহাথির

Image
কুয়ালালামপুর সামিটে যোগ দিচ্ছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি আরবের চাপে পড়েই ইমরান ওই সামিট বয়কট করেন বলে খবর বেরিয়েছিল। তবে ওই গুঞ্জন অসত্য বলে দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ১৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী ওই সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল পাকিস্থান, মালয়েশিয়া, তুরস্ক, কাতারের রাষ্ট্রীয় নেতাদের। উপস্থিত থাকতে না পেরে মাহাথিরের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ইমরান। এ বিষয়ে মাহাথির বলেছেন, এটা তার সিদ্ধান্ত। আমরা জোর করতে পারি না। ইসলামে বলা হয়েছে, ধর্মে কোনো বাধ্যবোধকতার জায়গা নেই। হয়তো অন্য কোনো কারণে আসতে পারছে না। কিন্তু যে খবর বেরিয়েছে (সৌদির চাপ) সেটি সত্য নয়। মুসলিমদের ঘিরে যেসব সমস্যা আছে তা নিয়ে আলোচনা ও সমাধানের উপায় খোঁজার জন্য কুয়ালালামপুর সামিটের আহ্বান করা হয়েছে।  মাহাথির বলেন, তারা যদি না আসে তো জোর করতে পারি না। তারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। তার মানে হল যা আলোচনা হতে তাতে তাদের আগ্রহ আছে। যেসব বিষয়ে আলোচনা হবে তারা তা জানতে পারবেন। এখানে ধর্মের কোনো বিষয় নয়, বরং আমরা মুসলিম দেশগুলোর রাষ্ট্রীয় বিষয়...

ফেসবুক ব্যবহারে দিতে হবে ট্যাক্স

Image
আসছে জানুয়ারি থেকে মালয়েশিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের সরকারকে ট্যাক্স দিতে হবে। তাও আবার শতকরা ৬ শতাংশ হারে!  ইতোমধ্যে মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীদের ই-মেইল প্রদান করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে সেটা সাধারন ব্যবহারকারীদের জন্য নয়। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক কাজে ব্যবহৃত বিভিন্ন পেজের কর্তৃপক্ষ যেসব পোস্টের জন্য ফেসবুককে অর্থ প্রদান করবে সেখানেই ৬ শতাংশ হারে মালয়েশিয়ার সরকারকে ট্যাক্স প্রদান করতে হবে। তবে সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের কোনো ট্যাক্স প্রদান করতে হবে না। কোনো ফেসবুক ব্যবহারকারী যদি বিজনেস ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে, পোস্ট বুস্ট করে শুধু তখনই এই ট্যাক্স প্রযোজ্য হবে। আর যারা বিজনেস ফেসবুক ব্যবহারকারী তাদেরকে ৬ শতাংশ হারে প্রতিটি পোস্টের জন্য মালয়েশিয়ার সরকারকে দিতে হবে। উল্লেখ্য, মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির প্রচারের জন্য বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কোটি কোটি টাকা বিজ্ঞাপন বাবদ ফেসবুককে দিতে হয় কোম্পানিগুলোকে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়। তাই মাহাথির মোহাম্মদের সরকার এই ট্যাক্স আরোপের ঘোষণা দিয়েছে। বিডি প্রতিদিন/ফারজানা