ট্রাম্পের ঝাঁঝালো চিঠি

ট্রাম্পের ঝাঁঝালো চিঠি 
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির শীর্ষ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির কড়া সমালোচনা করে তাকে এক ঝাঁঝালো চিঠি পাঠিয়েছেন। ন্যান্সি পেলোসি ‘আমেরিকার গণতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করেছেন বলে চিঠিতে ট্রাম্প অভিযোগ করেছেন।
বিবিসি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ছয় পৃষ্ঠার পাঠানো চিঠিতে ট্রাম্প লিখেছেন, আপনি অত্যন্ত কুৎসিত শব্দ অভিশংসনের গুরুত্বকে সস্তা বানিয়ে ফেলেছেন।
এছাড়া ট্রাম্প চিঠিতে অভিযোগ করেছেন, এই অভিশংসন কেলেঙ্কারির শুরু থেকেই সংবিধানের মূল প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
ট্রাম্পের এমন চিঠির প্রেক্ষিতে স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পের পুরো চিঠি পড়েননি কিন্তু এর সারাংশ পড়েছেন এবং সেটি 'প্রকৃতপক্ষে বাজে' বলে মন্তব্য করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসনের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, নিম্নকক্ষে ডেমোক্রেটদের প্রাধান্য থাকায় অভিশংসনের প্রস্তাব সহজেই পাশ হবে। বিবিসি, রয়টার্স।
ইত্তেফাক/এসআর

Comments

Popular posts from this blog

অবিবাহিত মেয়ের বুকে দুধ, এই ভিডিওটি অবশ্যই একা একা দেখবেন !

টুইন টাওয়ারে ৯/১১ জঙ্গি হামলার ৫টি 'চমকপ্রদ' তথ্য

তৈরি করুন শীতের ভাপা পিঠা