প্রকাশ : সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ আগস্ট, ২০১৭ ২৩:৪৯ প্রিন্ট করুন প্রণবের মুখে জিয়া-খালেদার কথা নঈম নিজাম, নয়াদিল্লি থেকে প্রণব মুখার্জি আড্ডায়-আলোচনায় বাংলাদেশ নিয়ে প্রণব মুখার্জি অনেক কথাই বললেন। স্মরণ করলেন তার প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির কথা। বললেন, ও তো নড়াইলের মেয়ে। বাংলাদেশের প্রতি সবসময়ই তার দরদ ছিল। বাংলাদেশ থেকে কেউ এলে তাকে আলাদা করে আপ্যায়ন করত। আমি বললাম, দাদা সেটা আপনিও করেন। বাংলাদেশের মানুষের প্রতি আপনার দরদ ভালোবাসা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই সবার দেখা। মুক্তিযুদ্ধের পরও আপনি বার বার বাংলাদেশে গেছেন। দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। তিনি বললেন, এ উপমহাদেশে অসাম্প্রদায়িক রাজনীতি যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। সহনশীলতা বাড়াতে হবে। মানুষে মানুষে বিভেদ দূর করতে হবে। কথা প্রসঙ্গে উঠে আসে বিভিন্ন সময় মন্ত্রী থাকাকালে তার বাংলাদেশ সফরের কথা। তিনি বললেন, জিয়াউর রহমানের শাসনকালে মন্ত্রী হিসেবে ঢাকায় এসেছিলেন দুবার। তখনকার রাষ্ট্রপতি জিয়া দুবারই বঙ্গভবনে ডিনারের আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে। তিনিও...
Posts
Showing posts from August 7, 2017
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ২১:৫৩ অনলাইন ভার্সন আপডেট : প্রিন্ট করুন চা-কফির পরিবর্তে ইন্দোনেশিয়া পাবে যুদ্ধবিমান! অনলাইন ডেস্ক ফাইল ছবি সম্প্রতি রাশিয়া ও ইন্দোনেশিয়া 'সুখোই এসইউ-৩৫' যুদ্ধবিমানটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ইন্দোনেশিয়ার পিটি পেরুসাহান পেরদাহগানগান এবং রাশিয়ার রোস্টেক লগ্নীকারি সংস্থা দুটি চুক্তিবদ্ধ হয়। ইন্দোনেশিয়ার বাণিজ্য দফতর সূত্রে খবর, এই চুক্তি অনুযায়ী পাম তেল, চা এবং কফি সরবরাহ করা হবে। বদলে ওই দেশে আসবে যুদ্ধবিমান। এই বিশেষ চুক্তিটি মস্কোতে সাক্ষরিত হয়। এই চুক্তির অন্তর্ভুক্ত সমস্ত বিষয়গুলি এখনই প্রকাশ করা হয়নি। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানানো হয়েছে৷ ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এনগারটিআস্টো লুকিতা শুক্রবার এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন৷ তিনি জানিয়েছেন, এই বিশেষ চুক্তি অনুযায়ী দুটি দেশের সরকারই এই বিশেষ বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন। এই চুক্তির অধীনে রয়েছে মোট ১১টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান। তেল, চা এবং কফি ছাড়াও সামরিক ক্ষেত্রের বিভিন্ন জিনিসও এই চুক্তির অন্তর্ভুক...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ আগস্ট, ২০১৭ ২৩:৫২ প্রিন্ট করুন গ্রামীণ ব্যাংকে পরিচালক নির্বাচন নিয়ে তোড়জোড় হঠাৎ সভা মন্ত্রীর বাসায় রুকনুজ্জামান অঞ্জন আবারও আলোচনায় এলো গ্রামীণ ব্যাংক ইস্যু। প্রতিষ্ঠানটির পরিচালক নির্বাচন নিয়ে হঠাৎ তোড়জোড় শুরু হয়েছে সরকারের মধ্যে। গতকাল রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসায় এ ইস্যুতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নির্বাচন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গেও আলোচনা চলছে। অর্থমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র সচিব ইউনুসুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজকের (গতকাল) এই সভাটি হচ্ছে গ্রামীণ ব্যাংক ইস্যুতে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সভার বিষয়বস্তু সম্পর্কে কিছু বলা যাবে না। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্পর্কে সরকারের এই সিনিয়র সচিব বলেন, আপনি জানেন, গ্রামীণ ব্যাংকের নির্বাচিত পরিচালকদের মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালে। আমরা তখন নির্বাচনের জন্য বিধিমালা জারি করেছিলাম। কিন্তু এর ওপর একাধ...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১৮:৪০ অনলাইন ভার্সন আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ১৯:৪৮ প্রিন্ট করুন বালিতে শহর গড়তে চলেছে সৌদি অনলাইন ডেস্ক শেষ হয়ে আসছে তেল। এরপরে কী হবে উপার্জনের পথ। এরই মধ্যে সেই উপায় ভেবে ফেলেছে সৌদি আরব। তেলের বিকল্প উপার্জন হিসেবে তারা বেছে নিয়েছে মরুভূমির বালিকে। ভাবা মাত্রই কাজ শুরু। ইতিমধ্যে সেই মরুভূমিতে শহর তৈরির পরিকল্পনাও সেরে ফেলেছেন তাঁরা। জানা গেছে, পরিকল্পনামত এলাকা চিহ্নিতও করা হয়ে গেছে। গত মাসেই সৌদি মরুভূমিতে শহর তৈরির দুটি পরিকল্পনার কথা ঘোষণা করেছে। দুটি শহরের তৈরির জন্য যে বিপুল পরিমাণ মরুভূমি চিহ্নিত করা হয়েছে, যার একটির আয়তন বেলজিয়ামের থেকে বেশি, দ্বিতীয়টির আয়তন প্রায় মস্কোর সমান। দুটিতেই একাধিক বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। যাতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিনোদন, শিল্প, পর্যটন, অর্থিক আদানপ্রদানে। প্রায় ৬ হাজার সাতশো কোটি টাকা বিনিয়োগ করা হবে শহরদুটি তৈরিতে। আবু ধাবি কমার্শিয়াল ব্যাঙ্ক পিজেএসসির প্রধান অর্থনীতিবিদ মণিকা মালিক জানিয়েছেন, অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে প্রকল্পদুটির কাজ। তেলের দাম পড়...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১১:২৪ অনলাইন ভার্সন আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ১৪:১২ প্রিন্ট করুন দ. কোরিয়ায় সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গড়ল আমেরিকা অনলাইন ডেস্ক দক্ষিণ কোরিয়ার মাটিতে ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করল আমেরিকা। ঘাঁটিতে মার্কিন ৪৫ হাজারের বেশি সেনা, ঠিকাদার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন এই সেনা সদর দফতর পিয়ংইয়ংয়ের কামানের আওতার বাইরে থাকবে। পুরো মার্কিন সেনাঘাঁটিকে খুদে মার্কিন নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে। ৩৪৫৪ একর জায়গা জুড়ে অবস্থিত ঘাঁটিটি আমেরিকার বাইরে অন্যতম বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি। ঘাঁটিতে চারটি বিদ্যালয়, পাঁচটি গির্জা এবং অনেকগুলো ফাস্ট-ফুডের চেইন রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া একটি গলফ কোর্স এবং একটি মুদি দোকান রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য গত ৩০ বছর ধরে চেষ্টা করেছে মার্কিন বাহিনী। পিয়ংইয়ংয়ের কামানের পাল্লার বাইরে এই ঘাঁটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু রাজনৈতিক এবং তহবিল সমস্যায় এ কাজে বিলম্ব ঘটেছে। অবশেষে সেই ঘ...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১১:৩৭ অনলাইন ভার্সন আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ১১:৪৪ প্রিন্ট করুন খালি গায়ে পুতিনের মাছ শিকারের ছবি-ভিডিও ভাইরাল অনলাইন ডেস্ক গোটা বিশ্বের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার অদ্ভুত কাজকর্মের জন্য বিখ্যাত। কখনও তার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠে। কখনও আবার শোনা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনেও নাকি পুতিনের হাত রয়েছে। আবার কখনও সুন্দরী অ্যাথলিটের সঙ্গে তার নাম জড়িয়ে যায়। রাজনৈতিক ও ব্যক্তিগত এই দিকগুলো বাদ দিলেও, রাশিয়ার এই সুর্দশন প্রেসিডেন্ট কিন্তু আদ্যোপান্ত অ্যাডভেঞ্চার প্রিয় একজন মানুষ। কখনও চড়ছেন ঘোড়ায়, কখনও বা ডুব সাঁতার দিচ্ছেন সমুদ্রের গভীরে। ঠিক এই কারণেই ফের একবার খবরের শিরোনামে ভ্লাদিমির পুতিন। সম্প্রতি দুইদিনের জন্য সাইবেরিয়ায় ভ্রমণে গিয়েছিলেন তিনি। রাশিয়ার একটি সংবাদমাধ্যম তার সেই ভ্রমণের ভিডিওই পোস্ট করে সোশ্যাল মিডিয়ায়। আর সেটি প্রকাশ্যে আসার পরেই ঝড় উঠেছে নেট দুনিয়ায়। ২০০৯ সাল থেকে মাঝে মধ্যেই এই ধরনের বিভিন্ন অ্যাডভেঞ্চারে বে...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১৪:২২ অনলাইন ভার্সন আপডেট : প্রিন্ট করুন ভিয়েতনামে আকস্মিক বন্যার নিহত ২৬ অনলাইন ডেস্ক সংগৃহীত ছবি টানা বৃষ্টির কারণে ভিয়েতনামে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এতে দেশটির উত্তরাঞ্চলীয় পাঁচ পার্বত্য প্রদেশে ২৬ জনের মৃত্যু এবং ২৭ জন আহত হয়েছেন। এছাড়া, এখনো নিখোঁজ রয়েছেন ১৫ জন। সোমবার দেশটির সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর ন্যাচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এর পক্ষ থেকে একথা জানানো হয়। এ ব্যাপারে চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানায়, বন্যায় মৃতদের মধ্যে ১২ জন সন লা, ছয়জন ইয়েন বাই, পাঁচজন দিয়েন বিয়েন, দুইজন লাই চাউ ও একজন ইয়েন বাই প্রদেশের বাসিন্দা। এছাড়া, নিখোঁজ ১৫ জনের মধ্যে নয়জন ইয়েন বাই, পাঁচজন সন লা ও একজন লাই চাউয়ের বাসিন্দা। প্রসঙ্গত, বৃহস্পতিবার হওয়া এ বন্যায় ২৩১টি বাড়িঘর ভেসে গেছে এবং ১৪৫টি সেচ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগটিতে অনেক জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে এবং কয়েকশ’ হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বন্যায় প্রায় পাঁচ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। বিডি-প্রত...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ২১:৩২ অনলাইন ভার্সন আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ২১:৩৯ প্রিন্ট করুন 'চট্টগ্রাম থেকে পাইপলাইনের মাধ্যমে ত্রিপুরায় গ্যাস পরিবহন করা হবে' দীপক দেবনাথ, কলকাতা ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে রান্নার গ্যাস অপ্রতুলতা দূর করতে পাইপলাইনের সাহায্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে ত্রিপুরায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সোমবার আগরতলায় 'পিএমইউওয়াই' প্রকল্পের একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে ধর্মেন্দ্র প্রধান জানান অাসামের নুমালিগড় তৈল শোধনাগার থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত পাইপলাইন রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর পর্যন্ত ডিজেল পরিবহনের জন্য আমরা পাইপলাইন পাতার কাজ শুরু করেছি। আমরা চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত পাইপলাইন পাতার একটা প্রস্তাব দিয়েছি। কূটনৈতিকভাবে আমরা এই বিষয়টি নিয়ে এগোনোর চেষ্টা করছি এবং বিষয়টি নিয়ে কথা বলতে আমি খুব শিগগিরি বাংলাদেশ সফর করবো’। বাংলাদেশ সরকার যদি পাইপলাইন বসানোর বিষয়ে অনুমোদন দেয় সেক্ষেত্রে দুই দেশের রে...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১৯:৫৮ অনলাইন ভার্সন আপডেট : প্রিন্ট করুন অর্থের অভাবে বিনা চিকিৎসায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অর্থের আভাবে চিকিৎসা করাতে না পারায় হতদরিদ্র পরিবারের অগ্নিদগ্ধ সোনিয়া (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের দিনমুজর মো. হালিম হোসেনের একমাত্র মেয়ে। পরিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট গরম ভাতের মার ঢেলে পড়ে তার দু’পা ও পেটের নিচের অনেকাংশ ঝলসে যায়। এ সময় তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে বরিশাল রেফার করলেও আর্থিক অনটনের কারণে শিশুটিকে নিয়ে যেতে পারেনি তার দরিদ্র মা-বাবা। মা জেসমিন বেগম মেয়ের লাশের পাশে বসে হাউমাউ করে কেঁদে কেঁদে জানান, মেয়ের চিকিৎসার টাকার জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরেছি। কোন উপায় না পেয়ে কানের জিনিস বন্ধক রেখে টাকা নিয়ে আসার পর দেখি আমার মেয়ে মারা গেছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.আশ্ররাফুল ইসলাম জানান, ...
- Get link
- X
- Other Apps
অর্থের অভাবে বিনা চিকিৎসায় অগ্নিদগ্ধ শিশুর মৃত্যু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: Currently 0/5 1 2 3 4 5 গড় রেটিং: 0 /5 (0 টি ভোট গৃহিত হয়েছে) পটুয়াখালীর কলাপাড়ায় অর্থের আভাবে চিকিৎসা করাতে না পারায় হতদরিদ্র পরিবারের অগ্নিদগ্ধ সোনিয়া (৩) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের দিনমুজর মো. হালিম হোসেনের একমাত্র মেয়ে। পরিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট গরম ভাতের মার ঢেলে পড়ে তার দু’পা ও পেটের নিচের অনেকাংশ ঝলসে যায়। এ সময় তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা তাকে বরিশাল রেফার করলেও আর্থিক অনটনের কারণে শিশুটিকে নিয়ে যেতে পারেনি তার দরিদ্র মা-বাবা। মা জেসমিন বেগম মেয়ের লাশের পাশে বসে হাউমাউ করে কেঁদে কেঁদে জানান, মেয়ের চিকিৎসার টাকার জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরেছি। কোন উপায় না পেয়ে কানের জিনিস বন্ধক রেখে টাকা নিয়ে আসার পর দেখি আমার মেয়ে মারা গেছে। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.আশ্ররাফুল ইসলাম জানান, শিশুটি...
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ১৭:৩৩ অনলাইন ভার্সন আপডেট : ৭ আগস্ট, ২০১৭ ১৭:৩৮ প্রিন্ট করুন চীনকে দমাতে ঐক্যবদ্ধ হয়ে গেল আমেরিকা-অস্ট্রেলিয়া-জাপান! অনলাইন ডেস্ক ফাইল ছবি এবার চীনকে দমাতে ঐক্যবদ্ধ হয়ে গেল আমেরিকা-অস্ট্রেলিয়া-জাপান। দক্ষিণ চীন সাগরে দ্বীপ গড়ে তোলায় ও সেখানে সামরিক বাহিনী মোতায়েন করার জন্য চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল একসঙ্গে এই তিন দেশ। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ তৈরি করেছে চীন, যা সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হবে বলেই জানা গেছে। আর এতে জলপথে অধিকার ফলাতে চাইছে চীন। তাই চীনের বিরুদ্ধে এবার একজোট হল তিন দেশ। দক্ষিণ চীন সাগরে চীনের অধিপত্য বিস্তারের অভিসন্ধি নস্যাৎ করতে এর আগে একজোট হয়েছিল ভারত-ভিয়েতনাম। কারণ অন্যান্য দেশের অধিকার থাকা সত্ত্বেও বেআইনি ভাবে দক্ষিণ চীন সাগরকে নিজেদের সম্পত্তি বলে দাবি করে যাচ্ছে চীন। তাছাড়া দক্ষিণ চীন সাগর ইস্যুতে ভারত-চীন যুদ্ধে গেলে তা বেশ আশঙ্কাজনক হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিডি প্রতিদিন/এ মজুমদার
- Get link
- X
- Other Apps
প্রকাশ : ৭ আগস্ট, ২০১৭ ২১:০০ অনলাইন ভার্সন আপডেট : প্রিন্ট করুন চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার যিনি! অনলাইন ডেস্ক ফাইল ছবি ঝাং জেতিয়ান। বয়স মাত্র ২৪ বছর। তিনি একজন সফল ইন্টারনেট ব্যক্তিত্বও বটে। জনপ্রিয়তার দিক থেকে যেকোনো তারকার চেয়ে কোন অংশে কম নন তিনি। তবে ঝাং জেতিয়ানের আরও একটি পরিচয় রয়েছে। সেই পরিচয় হল চীনের সবচেয়ে কম বয়সী বিলিয়নেয়ার বলা হয় তাকে। সম্প্রতি চীনের ফরচুন ম্যাগাজিন ৫০০ ধনী নারীর তালিকা করেছে। সেই তালিকায় সবচেয়ে কম বয়সী ধনী নারী হিসেবে তুলে ধরা হয়েছে ঝাং জেতিয়ানকে। তবে তার সবচেয়ে ধনী নারীর তালিকায় আসার পেছনে তার বিলিয়নেয়ার স্বামী লিউ কুইংডং'র ভূমিকা রয়েছে। চীনারা প্রথমবারের মতো ঝাংকে চিনতে পারে ২০০৯ সালে । এ সময় তার একটি ছবি অনলাইনে ভাইরাল হয়। ২০১৪ সালে তাকে দেখা যায় সামার ইয়ুথ অলিম্পিকসের প্রমোশনাল ভিডিওতে মডেল হিসেবে। পরে অবশ্য কয়েকটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সে প্রস্তাবগুলো গ্রহণ করেননি। বিডি-প্রতিদিন/ ৭ আগস্ট, ২০১৭/ তাফসীর
- Get link
- X
- Other Apps
সব যুদ্ধাপরাধীর বিচার হবে’ ঠাকুরগাঁও প্রতিনিধি ০৭ আগষ্ট, ২০১৭ ইং ১৬:৫৫ মিঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক বলেছেন, দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন সেই বিজয়টি দেখবার জন্য। সোমবার দুপুরে যুদ্ধাপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে স্থানীয় সার্কিট হাউস সভাকক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমুখ। ইত্তেফাক/ইউবি