সব যুদ্ধাপরাধীর বিচার হবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার অতিরিক্ত পরিচালক নাজমুল হক বলেছেন, দেশের সব প্রান্তেই যুদ্ধাপরাধীদের বিচার হবে। দেশের সব মুক্তিযোদ্ধাই তাকিয়ে আছেন সেই বিজয়টি দেখবার জন্য।
সোমবার দুপুরে যুদ্ধাপরাধের তদন্ত কার্যক্রমে ঠাকুরগাঁও জেলা সফরে এসে স্থানীয় সার্কিট হাউস সভাকক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলাম এমপি, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদিউদ দৌজা বদর, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
Comments