Posts

Showing posts from November 3, 2018

নতুন স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

Image
আরএস-২৮ স্মার্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। পরমাণু অস্ত্রবাহী এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে ১২টি পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। এবং একটিমাত্র ক্ষেপণাস্ত্রের আঘাতে পুরো একটি দেশ ধ্বংস করে দিতে পারে।  কত বড় দেশ নিশ্চিহ্ন হতে পারে তা পরিষ্কার করে বলা না হলেও বিভিন্ন সূত্রে এর আগে দাবি করা হয়েছে যে, ফ্রান্স ও জার্মানির আয়তন যত ঠিক তত বড় একটি দেশ এই ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়ে যাবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর ৫০০ মাইল উত্তর থেকে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ৩,৬০০ মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানে। ক্রেমলিন সূত্র জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যে সব লক্ষ্য নিয়ে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষা করা হয়েছিল তার সবই অর্জিত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উপলক্ষে সাবমেরিন থেকে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এসব সাবমেরিনের দুটি জাপান ও উত্তর কোরিয়ার কাছে এবং একটি ব্যারেন্ট সাগরে মোতায়েন রয়েছে।  আরএস-২৮ ...

সৌদি বিমান ঘাঁটিতে ইয়েমেনি ড্রোন হামলা

Image
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত আগ্রাসনের জবাবে ইয়েমেনি বাহিনী এ হামলা চালিয়েছে। আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল মাসিরা জানিয়েছেন, সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে অবস্থিত কিং খালিদ বিমান ঘাটিতে ইয়েমেনি বাহিনী কাসেফ-১ মনুষ্যবিহীন জঙ্গিবিমান দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের রাজধানী সানায় আল দুলাইমি বিমান ঘাঁটি এবং এর আশপাশ এলাকায় বর্বরোচিত বিমান হামলা চালানোর পর সৌদি অবস্থানে ড্রোন হামলা চালানোর খবর এলো।   জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল একবারিয়াকে শুক্রবার বলেন, ইয়েমেনের হুথি যোদ্ধারা ওই ঘাঁটি থেকে আমাদের অবস্থানে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর কারনে সেখানে বিমান হামলা চালানো হয়েছে। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদি জোট ৩০ বারেরও বেশি আল দুলাইমি বিমান ঘাঁটি এবং এর আশপাশে বিমান হামলা চালিয়েছে। ২০১৫ সালের মার্চ...

পাহাড়ের খাঁজে খাঁজে তামাকের বিষ/ মানিক মুনতাসির (পার্বত্য এলাকা থেকে ফিরে

Image
তামাকের খেতে ছেয়ে গেছে পার্বত্য এলাকা চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিস্তীর্ণ অঞ্চল। প্রতি বছরই তামাক চাষের পরিমাণ বাড়ছে এ অঞ্চলে। কমছে ভুট্টা, সবজি ও ফলমূল চাষ। আর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ছেয়ে গেছে তামাক প্রক্রিয়াজাতকরণ চুল্লিতে। যা পুরো উপজেলাকে গ্রাস করে ফেলেছে। তামাক চাষের পাশাপাশি তামাক পণ্য সেবনের মাত্রাও প্রতিনিয়তই বাড়ছে এ পার্বত্য অঞ্চলে। খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এমন দৃশ্য পরিলক্ষিত হয়েছে। আর তামাক পণ্য সেবনের ফলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এ অঞ্চলের মানুষের। সেই সঙ্গে পাহাড়ি এলাকার পরিবেশ দূষণও বাড়ছে সমানতালে। যা পাহাড়ি এলাকার ভবিষ্যৎ প্রাকৃতিক পরিবেশকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। জানা গেছে, বিভিন্ন তামাক উৎপাদনকারী কোম্পানি নানা রকমের সুযোগ-সুবিধা দিয়ে তামাক চাষে উৎসাহী করছেন পাহাড়বাসীকে। সেক্ষেত্রে ভুট্টা, সবজি বা অন্য ফসল ফলানোর পরিবর্তে তামাক চাষ করলে বীজ, সার, সেচ দেওয়ার খরচ, নিড়ানি খরচসহ সব ধরনের আগাম সহায়তা দিচ্ছে তামাক কোম্পানিগুলো। ফলে পাহাড়ি এলাকার মানুষ অধিক লাভের আশায় তামাক চাষে উদ্...

ন্যায়সঙ্গত চুক্তির জন্য আলোচনা হবে: চীন

Image
ছবি সংগৃহীত কয়েক মাস ধরে চলছে চীন-আমেরিকার বাণিজ্য যুদ্ধ। এই যুদ্ধে কেউ কাউকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার একে অপরের দেশের বিভিন্ন পণ্যের ওপর শুল্কারোপ করেছে দেশ দুটি।   তবে নতুন করে বাণিজ্য চুক্তি করতে আলোচনায় বসতে সম্মত হয়েছে চীন-আমেরিকা। আজ চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, ন্যায় সঙ্গত বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত চীন। খবর রয়টার্সের।   চীনের এক বাণিজ্য উপমন্ত্রী ওয়াং বিংনান বলেন, চীন আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি গড়তে চায় তবে সেটা হতে হবে দুই দেশের মধ্যে ন্যায় সঙ্গত।   অন্যদিকে গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।   ইত্তেফাক/এসআর    

সংলাপকে স্বাগত জানালো স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘ

Image
বৃহস্পতিবার রাতে গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ এবং স্টেট ডিপার্টমেন্ট অভিন্ন ভাষায় স্বাগত জানিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপকে।  জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের পরই এনআরবি নিউজের এ সংবাদদাতা জাতিসংঘ মহাসচিব এবং স্টেট ডিপার্টমেন্টের মতামত জানতে চাইলে তারা আসন্ন নির্বাচন উপলক্ষে চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ অবসানে এমন সংলাপের গুরুত্ব অপরিসীম বলে মনে করছেন।  স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র শুক্রবার অপরাহ্নে বলেন, ‘আমরা স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেকার সংলাপকে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলাপ-আলোচনা এবং অবাধে কথা বলার ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখপাত্রটি আরো বলেছেন, ‘আমরা চলমান আলাপ-আলোচনাকে উৎসাহিত করছি এবং আসছে জাতীয় নির্বাচনকে অবশ্যই অবাধ, মুক্ত, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক করতে অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটে এমন একটি নির্বাচনের স্বার্থে এমন খোলামেলা আলোচনার প্রয়োজন রয়েছে’। ‘আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধকে স...

ঘাটতি পূরণে ৫ লাখ বিদেশি শ্রমিক নেবে জাপান!

Image
প্রতীকী ছবি ঘাটতি পূরণ করতে বিদেশি শ্রমিক নেবে জাপান। নির্মাণ, হোটেল, নার্সিং ও কৃষিসহ এক ডজনেরও বেশি সেক্টরে বিদেশি শ্রমিকদের নিয়োগ দেয়ার চিন্তাভাবনা করছে দেশটি।  এ বিষয়ে শুক্রবার দেশটির মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি খসড়া আইন অনুমোদন করেছে। খবর রয়টার্স'র। বৃহস্পতিবার দেশটির বিচারমন্ত্রী তাকাশি ইয়ামাশিতা কতজন বিদেশি শ্রমিক নেয়া হতে পারে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান। কিন্তু গণমাধ্যমের মতে, প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নিতে পারে দেশটি। আইন অনুসারে, এসব সেক্টরে নিয়োগ পেতে আগ্রহী বিদেশি শ্রমিকদের জন্য দুই ক্যাটাগরির ভিসা থাকবে। প্রথম ক্যাটাগরির ভিসা প্রত্যাশীদের অবশ্যই একটি নির্দিষ্ট মাত্রার দক্ষতা থাকতে হবে এবং জাপানি ভাষা জানতে হবে। এসব শ্রমিকরা পরিবার নিয়ে গিয়ে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত তাদের সঙ্গে বসবাস করতে পারবে। দ্বিতীয় ক্যাটাগরির ভিসা প্রত্যাশী শ্রমিকদের অবশ্যই উচ্চ দক্ষতা সম্পন্ন হতে হবে। আর এসব শ্রমিক পরিবার নিয়ে গিয়ে অনেকদিন তাদের সঙ্গে বসবাস করতে পারবে। বেশির ভাগ জাপানি জাতিগত একতায় বিশ্বাসী বলে দেশটিতে অভিবাসন নিষিদ্ধ। কিন্তু দেশটির জনসংখ্যা কমে যাওয়ায় এবং জনসংখ্যার ব...

ইরানের বিরুদ্ধে সকল নিষেধাজ্ঞা পুনর্বহাল করছে যুক্তরাষ্ট্র

Image
গত ২০১৫ সালে করা ছয় জাতির পারমাণবিক চুক্তির আওতায় ইরানের বিরুদ্ধে যেসব মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলো পুরোপুরি পুনর্বহাল করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। খবর বিবিসি হোয়াইট হাউসের মতে, ইরানের জ্বালানি, জাহাজ ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করে এটিই ছিল সবচেয়ে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা। শুক্রবার মার্কিন এক টেলিভিশন চ্যানেলে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়ার পর, এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “শীত আসছে”। তবে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও যে আট দেশ ইরানের তেল আমদানি করছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো শাস্তির বিষয় উল্লেখ থাকছে না এতে। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) যে দেশগুলো এই পারমাণিবিক চুক্তি সমর্থন করে তারা ইরানের সঙ্গে তাদের বৈধ ব্যবসায়িক লেনদেন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। গত মে মাসে ছয় জাতির পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে একের পর এক পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।  বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কে...

১০ ডিসেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ হবে

Image
ফাইল ছবি নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্কুলগুলো। এ সংক্রান্ত নির্দেশনা শিক্ষা অধিদপ্তর থেকেও স্কুলগুলোকে জানিয়ে দেয়া হবে।  সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের জন্য দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানই দরকার। দরকার শিক্ষকও। তাই নির্বাচনের সময় শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের শিক্ষা কার্যক্রম মুক্ত রাখতে স্কুলের বার্ষিক পরীক্ষা এবং বিভিন্ন শ্রেণিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম আগেভাগেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষামন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রণালয়। নির্বাচনের কমিশনের নির্দেশনার আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রাথমিক স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা ১১ থেকে ১৮ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রণালয় এটি এগিয়ে আনে। এই পরীক্ষা ২৯ নভেম্বর শুরু হয়ে ৬ ডিসেম্বরের মধ্যে তা শেষ করতে ইতোমধ্যে আদেশ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  অন্যদিকে মাধ্যমিক স্তরের পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল ২০ সেপ্টেম্বর। ওই দিন সাংবাদিকদের জানানো হয়েছিল মাধ্যমিক পর্যায়ে...

ইরান থেকে তেল আমদানিতে ৮ দেশকে ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র

Image
ইরানের ওপর আগামী ৫ নভেম্বর থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর করছে যুক্তরাষ্ট্র। পরমাণু ও ক্ষেপনাস্ত্র কর্মসূচি ত্যাগে বাধ্য করতে ওয়াশিংটন জ্বালানি খাতে বড় ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছে।   তবে ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি করতে আটটি দেশকে ছাড় দিচ্ছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও গতকাল শুক্রবার প্রশাসনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি জানান, সাময়িক সময়ের জন্য এসব দেশ সুবিধা পাবে। মার্কিন আইন অনুযায়ী এই ধরনের ছাড়ের সুবিধা ১৮০ দিন পর্যন্ত পাওয়া যায়।   ভারত, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানসহ আটটি দেশ এই ছাড় পাচ্ছে বলে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন। তুরস্ক এবং ইরাক জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের ছাড় দিচ্ছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ এই ছাড়ের তালিকায় নেই বলে জানিয়েছেন মাইক পম্পিও। -রয়টার্স   ইত্তেফাক/আরকেজি

দ্বিতীয় মেয়াদে মোদীকে প্রধানমন্ত্রী দেখতে চান অর্ধেকের বেশি ভারতীয়

Image
নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান অর্ধেকের বেশি ভারতীয়। ৬৩ ভাগের বেশি নাগরিক প্রধানমন্ত্রী মোদীর ওপর আস্থার কথা জানিয়েছেন। নিউজ পোর্টাল ডেইলিহান্ট এবং তথ্য বিশ্লেষণকারী সংস্থা নিয়েলসেন ইন্ডিয়ার এক যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে। বিরোধী দল কংগ্রেস এই জরিপকে প্রত্যাখ্যান করেছে। খবর এনডিটিভি’র জরিপে দেখা যায়, ২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর ওপর যে পরিমাণ আস্থা ছিল এখনো সেই পরিমাণ আস্থা রয়েছে ৬৩ ভাগের বেশি ভারতীয়র মধ্যে। ৫০ ভাগের বেশি ভারতীয় মনে করেন, নরেন্দ্র মোদী ফের প্রধানমন্ত্রী হলে তাদের ভবিষ্যত্ ভালো হবে। শিগগিরই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। এর মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী মোদীর প্রতি আস্থা আগের মতোই আছে। কেবল তেলেঙ্গানায় এর বিরোধিতা করা হয়েছে। জরিপে দাবি করা হয়, ৬০ ভাগ ভারতীয় মনে করেন, দুর্নীতির মূলোত্পাটন করতে প্রধানমন্ত্রী মোদীর কর্মকাণ্ড সবচেয়ে বিশ্বাসযোগ্য। তবে মজার বিষয়, এক্ষেত্রে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীর চেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল এগিয়ে আছেন। ...

মারা গেল ইয়েমেনের সেই শিশু

Image
ফাইল ছবি যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের মুখ হয়ে উঠেও জীবনের লড়াইটা শেষ পর্যন্ত হেরে গেল ইয়েমেনের শিশু আমাল হুসেন। এক মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে গত সপ্তাহে ফেসবুকে ভাইরাল হয়েছিল তার ছবি। না-খেতে-পাওয়া, কঙ্কালসার চেহারার ৭ বছরের আমাল এই ক'দিনে যুদ্ধদীর্ণ ইয়েমেনের মুখ হয়ে উঠেছিল।  বৃহস্পতিবার তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আসলাম শহরে এক শরণার্থী শিবিরে আমাল মারা গেছে। এক সাক্ষাৎকারে আমালের মা মরিয়ম আলি বলেছেন, আমার মন ভেঙে গিয়েছে। আমাল খুব হাসিখুশি ছিল। আমার অন্য বাচ্চাদের নিয়ে খুব চিন্তা হচ্ছে।  দু'চোখে শূন্যতা, পাঁজর বার করা আমালের ছবি ফেসবুকে অন্তত ৪৩ হাজার বার শেয়ার করা হয়েছিল।  ফেসবুক কর্তৃপক্ষ ছবিটিকে 'উলঙ্গ, তাই যৌন ইঙ্গিতপূর্ণ ও অশালীন' তকমা দিয়ে ব্লক করতে শুরু করে। আর তাতেই প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা। মর্মান্তিক একটি ছবিকে এভাবে ব্লক করে দিয়ে ইয়েমেনের বাস্তবকেই অস্বীকার করা হচ্ছে বলে সরব হন তারা। পরে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয় ফেসবুক।  চূড়ান্ত অপুষ্টিতে ভুগতে থাকা আমালকে সম্প্রতি ইয়েমেনে জাতিসংঘ পরিচালিত একটি স্বাস্থ্য শ...