Posts

Showing posts from December 14, 2017

কিশোরের হাতে যাত্রীবাহী গাড়ি

Image
লোহাগাড়ার আমিরাবাদ থেকে পটিয়া পর্যন্ত যাত্রীবাহী পিকআপ ভ্যানেই চালকের আসনে থাকে কিশোরেরা। গতকাল বিকেলে সাতকানিয়ার কেরানীহাটে l প্রথম আলো ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সড়কের সাতকানিয়া অংশের কেরানীহাট বাসস্ট্যান্ড। নানা ধরনের যানবাহনের ভিড়ে চোখ আটকে যায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের দিকে। এর ভেতরে চালকের আসনে বসে আছে এক কিশোর। বয়স বড় জোর ১৫। তার সহকারীর বয়স তো আরও কম। বিদ্যালয়ে যাওয়ার বয়সেই এই শিশু-কিশোরেরা হাতে তুলে নিয়েছে গাড়ির স্টিয়ারিং। । এ রকম অন্তত ৫০ শিশু-কিশোর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে লোহাগাড়ার আমিরাবাদ থেকে সাতকানিয়ার কেরানীহাট ও পটিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত পিকআপ ভ্যান নিয়ে যাত্রী আনা-নেওয়ার কাজ করছে। যাত্রীরা জানায়, কম বয়সী এসব চালকেরা গাড়ি চালায় বেপরোয়া গতিতে। প্রায়ই অন্য গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি চালাতে চায় তারা। গত শনিবার সকালে কেরানীহাটে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার জন্য অপেক্ষা করছিল চালক মো. নুরুদ্দীন। জানতে চাইলে সে তার বয়স ১৫ বলে দাবি করে। কিন্তু তার গাড়ি চালানোর কোনো লাইসেন্স নেই। নুরুদ্দীন জানায়, সে বয়স বাড়িয়ে অনলাইন জন্মনিবন্ধন তৈরি...