Posts

Showing posts from October 31, 2018

যে ছবি আহত করেছে, পুরস্কৃত হয়েছে

Image
রোহিঙ্গা শরণার্থীদের মানবেতর জীবন রোহিঙ্গা শরণার্থীদের যে ছবিগুলো আঘাত করেছে মানুষের মর্মে, সেই ছবিগুলো পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। বাংলাদেশের আলোকচিত্রশিল্পী মোহাম্মদ রাকিবুল হাসানের তোলা রোহিঙ্গাদের মানবেতর জীবনের আলোকচিত্রের সিরিজ ‘আই অ্যাম রোহিঙ্গা’ ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে ‘ডিসকভারি অব দ্য ইয়ার’ শাখায় পুরস্কৃত হয়েছে। গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে এ পুরস্কার দেওয়া হয়। এ আসরে সম্মানসূচক পুরস্কার দেওয়া হয়েছে বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে। এক রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ রকিবুল হাসান জানান, গত বছর সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন সময় কক্সবাজারে গিয়ে রোহিঙ্গাদের ছবি তুলেছেন তিনি। এ ছবিগুলো বিভিন্ন সময়ে প্রকাশ করেছে দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। সেই সিরিজই এবার জিতল ‘ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’। এ পুরস্কারের মূল্যমান ৫ হাজার ডলার। পুরস্কারটি ‘লুসি অ্যাওয়ার্ড’ নামেও পরিচিত। এ আসরের গুরুত্বপূর্ণ পুরস্কার ‘ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ পেয়েছেন জাপানি বংশদ্ভূত মার্কিন আলোকচিত্রী তওনি চ্যাতমন। মোহাম্মদ রাকিবুল হাসান। ছবি: মীর মোকাররম হোসেন আলোকচিত্রশিল্পী মোহাম্মদ রাকিব...

ছিটমহলবাসীর জমির অধিকার দিতে মমতার নির্দেশ

Image
পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বিভিন্ন শিবিরে অবস্থানকারী সাবেক ছিটমহলবাসীর জমির অধিকার দিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কোচবিহার প্রশাসনকে ভর্ৎসনা করে দ্রুত ছিটমহলবাসীর নানা অভিযোগ নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন। একই সঙ্গে তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারি করে তাঁদের জমির অধিকার দিতে ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আদেশ দেন। ২৯ অক্টোবর কোচবিহারে প্রশাসনিক বৈঠক শেষে মমতা এ ঘোষণা দেন। মমতা বলেন, রাজ্য সরকারই ছিটমহলের উন্নয়নে সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কেন্দ্রীয় সরকার তাদের প্রতিশ্রুতিমতো অর্থ দেয়নি। এ ব্যাপারে চিঠি লিখবেন কেন্দ্রীয় সরকারকে। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় উন্নয়নের কাজ চলছে। ২০১৫ সালের ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি সাবেক ছিটমহল বিনিময় হয়েছিল। ছিটমহলের মধ্যে ভারতের ভূখণ্ডে ছিল বাংলাদেশের ৫১টি ছিটমহল। বাংলাদেশের ভূখণ্ডে ছিল ভারতের ১১১টি ছিটমহল। ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহলের ৯২১ জন বাসিন্দা ২২ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে কোচবিহার জেলায় ফিরে আসেন। ছিটমহলবাসী অভিযোগ ...

সৌদি প্রিন্সের সব অর্জন কি ডুবতে বসেছে?

Image
বেশ কয়েক বছর ধরে সৌদি আরবের বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণীয় পর্যায়ে নিয়ে গেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। ছবি: রয়টার্স সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে বেশ বিপাকে পড়েছে সৌদি আরব। দেশটির ব্যবসায়িক অংশীদার—এমন দেশ ও কোম্পানিগুলো এই ঘটনায় বিব্রত। অথচ বেশ কয়েক বছর ধরে সৌদি আরবের বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণীয় পর্যায় পৌঁছেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান টুইটার ও উবার থেকে শুরু করে অ্যাকর হোটেল ও ভার্জিন গ্যালাকটিকেও সৌদির ব্যবসায়িক স্বার্থ রয়েছে। কিন্তু খাসোগি–কাণ্ড যেন এক ঝটকায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের সব অর্জনের আলো তাঁর দিক থেকে সরিয়ে নিয়েছে। এর মধ্যে ব্রিটিশ ধনকুবের ভার্জিন গ্রুপের প্রধান রিচার্ড ব্রানসন ও উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোওশাহি সৌদি আরবের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে ঢোকার পর সেখান থেকে আর বেরিয়ে আসেননি সাংবাদিক জামাল খাসোগি। প্রথমে ‘তাঁকে হত্যা করা হয়েছে’—এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করে সৌদি আরব। পরবর্তী সময়ে তদন্ত ও বৈশ্বিক চাপে তাঁকে জিজ্ঞাসাবাদের স...

পাকিস্তানে ঐতিহাসিক রায়, মৃত্যুদণ্ড পাওয়া আসিয়া খালাস

Image
ব্লাসফেমি আইনে আট বছর আগে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া খ্রিষ্টান নারী আসিয়া বিবিকে বেকসুর খালাস দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আসিয়া বিবির প্রতিবেশীরা তার বিরুদ্ধে নবী মোহাম্মদকে (সা.) অপমান করার অভিযোগ করে। এই অভিযোগে ২০১০ সাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বুধবার আসিয়া বিবির আপিল আবেদন গ্রহণ করে তাকে ধর্ম অবমাননার অভিযোগ থেকে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। ইসলামাবাদের সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার আসিয়ার আপিলের রায় পড়ে শোনান। সেখানে বলা হয়, ‘নিম্ন আদালত ও হাইকোর্টের রায় পরিবর্তন করে তাকে বেকসুর খালাস দেওয়া হচ্ছে। তার দণ্ড প্রত্যাহার করা হলো।’ শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আসিয়া। কিন্তু গত ৮ বছর ধরে তাকে কারাগারের নির্জন প্রকোষ্ঠে দিন কাটাতে হয়েছে। নিরাপত্তার কারণে রায়ের সময় আদালতে আনা হয়নি তাকে। তবে এএফপি নিউজ এজেন্সির সঙ্গে ফোনে কথা বলেন আসিয়া। তিনি বলেন, ‘আমি যা শুনছি তা আমি বিশ্বাস করতে পারছি না, এখন কি বাইরে যাব? তারা কি আমাকে বের করে দেবে?’ জানা গেছে শিগগিরই পাকিস্তান ছাড়বেন তিনি।  বিবিসির প্রতিবেদনে বলা হয়, আসিয়ার মামলাটি নিয়ে সেসময় পা...

বিমান ভাড়া দিয়ে চুরি করতে যায় চোর!

Image
ছোটখাটো চুরি করতে তার ভালো লাগে না। লাখ বা কোটির গল্প থাকলেই তবে শিকারে বের হয় সে। শুধু তাই নয়, প্রয়োজনে বিমান ভাড়া দিয়েও চুরি করতে যেতে কার্পণ্য করে না। বিমান থেকে নেমে সোজা ওঠেন বিলাসবহুল হোটেলে। জয়ন্তীলাল ওরফে রমেশ খটমল জায়সওয়াল। রাজস্থানের শেরগড়ের বাসিন্দা সে। ছিঁচকেমি তার স্টেটাসের মধ্যে নাকি পড়ে না। কোটি টাকার মালামালের সন্ধান পেলে তবেই সেখানে হানা দেয় জয়ন্তী। তার আবার একটা অদ্ভুত স্বভাব আছে। চুরি করার পর মন্দিরে তাকে যেতেই হবে। তাই প্রত্যেক শিকারের পর মন্দিরে গিয়ে পূজা দেয় জয়ন্তীলাল। তার শিকার মূলত বড় বড় ব্যবসায়ী, অভিজাত পরিবার। তাদের ফোন নম্বর জোগাড় করে নিজেকে দাউদ ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে হুমকি দেয়। তাতে কাজ না হলে নিজের কৌশল প্রয়োগ করে সে। কাজ চাওয়ার নামে সে সব বাড়িতে ঢোকে। ঘণ্টা কয়েকের মধ্যে সব সাফ করে বেপাত্তা হয়ে যায়। গত পাঁচ বছর ধরে এমন ভাবেই চুরি করে আসছে সে। বিষয়টি প্রকাশ্যে আসে রাজস্থানের খাতোদারায় এক বাড়িতে চুরি করার পর। তদন্তে নেমে পুলিশ জয়ন্তীলালের খোঁজ পায়। পুলিশ জানিয়েছে, খাতোদারায় ওই বাড়িতে হাউসকিপারের প্রয়োজন ছিল। জয়ন্তীলাল খোঁজ নিয়ে সেই পরিবারে...

বিধ্বস্ত উড়োজাহাজের সেই ‘রহস্যময়’ দম্পতি

Image
ইনা ইয়ানিতা সাবিত্রী ও ওয়াহজো নুগ্রোহানতরোর ছবিটি ইনার ইনস্টাগ্রামে পোস্ট করা ছিল। এই ছবিটি ওয়াহজোর ফোনের কেসের পেছনে লাগানো ছিল। ছবি: ইনস্টাগ্রাম মুঠোফোনটা ভাঙা, খানিকটা তোবড়ানো। এরই পেছনে একটি ছবি। সেটি কিন্তু তেমনই আছে। ছবিতে সেতুর ওপর দিয়ে হাত ধরে হেঁটে যাচ্ছেন এক জুটি। সামনের দিকে ফিরে থাকায় তাঁদের চেহারা বোঝা যাচ্ছে না। গত সোমবার ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে যাত্রীদের উদ্ধার করা জিনিসের মধ্যে পাওয়া যায় এ ভাঙা ফোন। উদ্ধার করা এসব জিনিসের ছবি প্রকাশিত হলে ভাঙা ফোনের ওই ছবি ভাইরাল হয়ে যায়। কে এই দম্পতি—এমন প্রশ্ন দেখা দেয় লোকজনের মনে। অনেকে আবেগ আপ্লুত হয় পড়েন ছবিটি দেখে। শেষ পর্যন্ত রহস্যময় সেই দম্পতির পরিচয় পাওয়া গেছে সামাজিক যোগাযোগমাধ্যমেই। বিবিসি অনলাইন ও এএফপির খবরে জানানো হয়, ইনস্টাগ্রামে ইনা ইয়ানিতা সাবিত্রী নামের এক নারীর অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা ছিল। কিন্তু ওই নারী বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন না, ছিলেন তাঁর স্বামী ওয়াহজো নুগ্রোহানতরো। ফোনটি তাঁরই। হয়তো ছবিটি এই দম্পতির অনেক পছন্দের ছিল, যে কারণে তা মুঠোফোনের পেছনের কাভারে ব্যবহার করেন ওয়াহজো! ...

এন্টার্কটিকায় এবার স্থায়ী বিমানবন্দর বানাচ্ছে চীন

Image
সংগৃহীত ছবি বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বরফ আচ্ছাদিত মহাদেশ এন্টার্কটিকায় স্থায়ী বিমানবন্দর তৈরি করছে চীন। সেখানে বসবাস করা বৈজ্ঞানিকদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেয়া এবং এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টকে আরও উন্নত করার লক্ষ্যে এই পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি। এন্টার্কটিকায় যদিও এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বিমানবন্দর তৈরি করেছে। এই বিমানবন্দর প্রস্তুত হলে সহজেই দক্ষিণ মেরু অঞ্চলে উঠা-নামা করবে বিমান।  জানা গেছে, এন্টার্কটিকায় নির্মিত জংশন স্টেশন থেকে ২৮ কি.মি. দূরের বরফে আচ্ছাদিত ওই অঞ্চলে  বিমানবন্দরটি তৈরির পরিকল্পনা নিয়েছে চীন।  যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব বিভাগের জরিপ অনুযায়ী, এন্টার্কটিকায় প্রচুর গ্যাস মজুদ রয়েছে। কিন্তু এখনো তার খোঁজ মেলেনি। চীনের বিজ্ঞানীরা ২০০৯ সালে দক্ষিণ মেরু অঞ্চলে ২৫তম অভিযানের সময় ফিক্সড উইং বিমানের জন্য চার কিলোমিটার লম্বা ও ২৫ মিটার চওড়া বিমান ওঠা নামার জায়গা তৈরি করে। ২০১০ সালে বরফে ঢাকা এই অঞ্চলে বরফের উপর চীন ফিয়িং নামে একটি বিমানবন্দরও নির্মাণ করে।  পৃথিবীর দুর্গমতম, উচ্চতম, শীতলতম,...

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ জঙ্গি নিহত

Image
ভারত শাসিত গোলযোগপূর্ণ কাশ্মিরে সৈন্যদের সাথে এক বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। বুধবার পুলিশ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়া’র। মঙ্গলবার রাতে ভারত শাসিত কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রাল এলাকায় উভয়পক্ষের মধ্যে এ বন্দুকযুদ্ধ হয়। শহরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাতেই ত্রালের মান্দুরায় বন্দুকযুদ্ধ শেষ হয়েছে। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘জঙ্গি দুজন জইশ-এ-মোহাম্মদ (জেইএম) জঙ্গিগোষ্ঠির সাথে জড়িত ছিল।’ পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সৈন্যরা এলাকাটিকে ঘিরে ফেলে। ওই কর্মকর্তা বলেন, ‘প্রায় ছয় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে।’ খবরে বলা হয়, যে বাড়িতে জঙ্গিরা অবস্থান করছিল সেটি জ্বালিয়ে দেয়া হয়েছে। নিহত জঙ্গিদের একজন বিদেশি ও অপর একজন স্থানীয় ক্যাডার বলে জানা গেছে। এদিকে, ঘটনাস্থলের আশপাশে গ্রেনেড বা অন্যান্য বিস্ফোরক দ্রব্য ছড়িয়ে থাকার আশঙ্কায় পুলিশ স্থানীয়দের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। বিডি প্রতিদিন/এনায়েত করিম 

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২৫

Image
আফগানিস্তানে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। বুধবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে।  ফারাহ প্রদেশের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। নাসের মেহেরি নামের ওই মুখপাত্র বলেন, সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার পার্শ্ববর্তী হেরাত প্রদেশে যাচ্ছিল। কিন্তু মাঝ পথে একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি বলেন, খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে দেশটির তালেবান বিদ্রোহীরা দাবি করেছে, তারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। হেলিকপ্টারে থাকা ২৫ জন ক্রু ও যাত্রী নিহত হয়েছে। তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি। বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৮/আরাফাত

মার্কিন কংগ্রেসে ২ মুসলিম নারী নির্বাচিত হচ্ছেন

Image
যুক্তরাষ্ট্রে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা দুজন মুসলিম নারীকে নির্বাচিত করতে যাচ্ছে। এমন এক সময় ঐতিহাসিক ঘটনাটি ঘটতে চলেছে, যখন দেশটিতে মুসলিম ও অভিবাসন বিরোধী প্রচার প্রচারণা দিন দিনই বাড়ছে।   সোমালি শরণার্থী ইলহান ওমরের মার্কিন সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ডেমোক্র্যাট এই নেত্রী ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত মধ্যপশ্চিম অঙ্গরাজ্য মিনেসোটা থেকে তার দলের মনোনয়ন পেয়েছেন।   ফিলিস্তিন অভিবাসী বাবা-মার সন্তান ডেট্রোয়েটে জন্মগ্রহণকারী রশিদা তাইব একটি হাউসের আসনে বাধাহীনভাবে জয়লাভ করতে যাচ্ছেন। তিনি একজন সমাজকর্মী। এই দুজন মার্কিন কংগ্রেসের প্রথম মুসলিম নারী সদস্য হতে যাচ্ছেন। তাদের নিয়ে কংগ্রেসে মুসলিম সদস্যের মোট সংখ্যা তিন জনে দাঁড়াবে।   মুসলিম আফ্রিকান আমেরিকান কংগ্রেস সদস্য আন্দ্রে কার্সন ডেমোক্র্যাটদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে সম্ভবত পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রজুড়ে যখন মুসলিম বিরোধী মনোভাব তুঙ্গে, ঠিক সেই মুহূর্তে এই নির্বাচনী মাইলফলক হতে যাচ্ছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। ...

শব্দের থেকে ৮ গুণ দ্রুত ছুটবে রাশিয়ার নতুন মারণাস্ত্র

Image
ফাইল ছবি যুদ্ধের জন্য রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে শব্দের চেয়ে আট গুণ বেশি গতি সম্পন্ন মিসাইল। এমনটাই জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ের তরফ থেকে। মস্কোর সামরিক কাউন্সিলের প্রধান ভিক্টর বন্দারেভ জানিয়েছেন, ‘জিরকন’ নামের সেই ক্রুজ মিসাইল বর্তমানে রাশিয়ার অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, সেই মিসাইলের গতি শব্দের থেকে আট গুন বেশি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় পাল্লা দিতে রীতিমত তৈরি ওই মিসাইল। এমনকি এটি ন্যাটো মিসাইল ইন্টারেসপ্টরকেও গুঁড়িয়ে দিতে পারে বলে দাবি রাশিয়ার। গত জুন মাসে শেষবার সফলভাবে পরীক্ষা করা হয় এই মিসাইল। ২০ বছর ধরে তৈরি করা হয়েছে এই মিসাইল। ১৯৯৫ সালে প্রথম প্রকাশ্যে আনা হয় এই মিসাইল। রাশিয়ার যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল লঞ্চারে থাকবে এই মিসাইল। শত্রুপক্ষের জাহাজ নিধন করতে পারবে এটি ৬১৩৮ মাইল প্রতি ঘণ্টা বেগে এটি ৬৫০ মাইল যেতে পারবে। বন্দারেভ আরও জানিয়েছেন, বর্তমানে রাশিয়ার কাছে রয়েছে, বম্বার, ট্যাকটিক্যাল মিসাইল, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, পরমাণু মিসাইল। ন্যাটোর সঙ্গ...