Posts

Showing posts from January 28, 2020

কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ'র পদত্যাগ

Image
শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানি পদত্যাগ করেছেন। শেখ আবদুল্লাহ'র পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানির নাম ঘোষণা করা হয়।  মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। তবে প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানির পদত্যাগের কোনো কারণ এখনও জানা যায়নি। মঙ্গলবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে নতুন প্রধানমন্ত্রী শেখ খালিদ শপথ গ্রহণ করেছেন। এ সময় দেশটির ডেপুটি আমির শেখ আব্দুল্লাহ বিন হামাদ আল থানি উপস্থিত ছিলেন। বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

ভাঙছে পাকিস্তান, সৃষ্টি হচ্ছে আরেকটি বাংলাদেশ?

Image
শতাধিক পশতুন তরুণীকে ধরে নিয়ে গেছে পাকিস্তানি সেনা সদস্যরা। তাছাড়া গুম হয়েছেন অঞ্চলটির বহু সংখ্যক অধিকার কর্মী। এমন অবস্থায় ‘পশতুনিস্তান লিবারেশন আর্মি’ গঠনের মাধ্যমে স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলন শুরু করেছে পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের পশতুন জনগোষ্ঠী। দলটির নেতাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, প্রথমে পশতুনদের ওপর পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাচার এবং নির্যাতন বন্ধে পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) নামে একটি সংগঠন গড়ে তুলেছিল স্থানীয় তরুণরা। তখন পশতুন নারীদের অপহরণ করে যৌনদাসী বানিয়ে তাদের ভোগ, নিরাপত্তা বাহিনীর হাতে হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের নানা বিষয়ে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিহত করায় অল্প দিনেই বেশ জনপ্রিয়তা লাভ করে সংগঠনটি। পরে পিটিএম’র একটি অংশ নিজেদের শক্তি বৃদ্ধিতে গঠন করে ‘পশতুনিস্তান লিবারেশন আর্মি’। চলতি বছরের ১৩ জানুয়ারি ‘পিটিএম ইন পাকিস্তান : অ্যানাদার বাংলাদেশ ইন মেকিং?’ শিরোনামে একটি কলাম প্রকাশ করেছিল কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।  সেখানে পাকিস্তানি সাংবাদিক ত...

ধর্মের প্রমাণ দিলেই মিলবে ভারতীয় নাগরিকত্ব

Image
ছবি: সংগৃহীত। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘু যারা নাগরিকত্ব আইনের মাধ্যমে ভারতের নাগরিকত্ব পেতে চান তাদেরকে ধর্মের প্রমাণ দিতে হবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমন তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নাগরিকত্ব আইন সংশোধনের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন , যারা নাগরিকত্ব পেতে চান তাদেরকে ধর্ম প্রমাণ করার জন্য কিছু নিয়মাবলী আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। পাশাপাশি তাদেরকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করার প্রমাণ দিতে হবে। ওই কর্মকর্তা জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগ পর্যন্ত যে সব হিন্দু, শিখ, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন বিশ্বাসীরা ভারতে এসেছেন শুধু তারাই নাগরিকত্ব পাওয়ার আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএন) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল। এছাড়...

করোনা সংক্রান্ত তথ্য গোপন করেছিলাম’, স্বীকারোক্তি উহানের মেয়রের

Image
ভয়াবহ করোনা ভাইরাসে দিশেহারা চীন। এখনও পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬। সংক্রমণ ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এমন পরিস্থিতিতে উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য।  জানা গেছে, প্রথম দিকে করোনা সংক্রান্ত তথ্য লুকনো হয়েছিল। এই স্বীকারোক্তি দিয়েছেন খোদ উহান শহরের মেয়র। ভয়াবহ করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে। চীনা সংবাদ মাধ্যমে ওই শহরে মেয়র ঝাউ জিয়াংওয়াং বলেন, আমরা সময় মতো করোনা ভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহ করিনি। ফলে পরিস্থিতি মোকাবিলায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। তবে ভুল স্বীকার করলেও তিনি সাফাই দিয়েছেন, সরকার নিয়ম মতো এমন পরিস্থিতিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে আগাম কোন তথ্য প্রকাশ করতে পারে না তারা। তবে রোগ মোকাবিলায় সব চেষ্টাই করা হচ্ছে। এবার, মানুষ যদি তাকে দোষারোপ করে তিনি পদত্যাগ করবেন। বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনা ভাইরাসের আক্রমণ নিয়ে অনেক তথ্যই লুকিয়েছে চীন। সংবাদ মাধ্যমের উপর কড়া সরকারি নিয়ন্ত্রণ থাকায়। সেখানেও সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে এই রোগে সরকারি পরিসংখ্যান থেকে অনেক বেশি আক্রান্তের মৃত্যু হয়ে থাকতে পারে।...

করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে যে ৯টি কাজ জরুরি

Image
প্রতীকী ছবি বিশ্বজুড়ে এখন বিরাজ করছে করোনাভাইরাস আতঙ্ক। চীনের উহান অঞ্চল থেকে ছড়িয়ে পড়ছে নতুন এই ভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসে আক্রান্ত চীনে মারা গেছেন ১০৬ জন। আক্রান্ত হয়েছেন আরও ৪ হাজার ১৯৩ জন। ভাইরাসের পূর্ববর্তী লক্ষণগুলো: ১. সর্দি ২. গলা ব্যথা ৩. কাশি ৪. মাথা ব্যাথা ৫. জ্বর ৬. হাঁচি ৭. অবসাদ ৮. শ্বাসকষ্ট করোনাভাইরাস থেকে বেঁচে থাকতে যে ৯টি কাজ জরুরি: ১. ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন ২. গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন ৩. প্রচুর ফলের রস ও পর্যাপ্ত পানি পান করুন ৪. ঘরে ফিরে হ্যান্ডওয়াশ কিংবা সাবান দিয়ে ভাল করে হাত ধুয়ে নিন ৫. কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভাল করে ধুয়ে নিন ৬. ডিম কিংবা মাংস রান্নার সময় ভাল করে সেদ্ধ করুন ৭. ময়লা কাপড়  দ্রুত ধুয়ে ফেলুন ৮. নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন ৯. অপ্রয়োজনে ঘরের দরজা, জানালা খোলা রাখবেন না চিকিৎসা:  এ রোগের এখন পর্যন্ত খুব ভালো চিকিৎসা বের হয়নি। প্রথমত রোগী থেকে সংক্রমণ যাতে না ছড়াতে পারে সেজন্য তাকে আলাদা রাখতে হবে। এর জন্য সংক্রামক হাসপাতালে (ইনফেকশাস হসপিটাল) তাকে ভর্তি করতে হবে। এই হাসপ...

করোনাভাইরাস: রোগীদের সেবায় টানা কাজে ক্লান্ত চিকিৎসকরা কাঁদছেন

Image
চীনে মরণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১০৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৩০০ জন। ফলে এখন পর্যন্ত ৪ হাজার ১৯৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।  এমন অবস্থায় রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে টানা কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। একটু বিশ্রাম বা ঘুমের সময়ও পাচ্ছেন না তারা। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, টানা কাজের চাপ আর ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েছেন অনেক চিকিৎসক। অনেকেই চিৎকার করছেন এবং কেঁদে যাচ্ছেন। এতে বোঝায় সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই হুবেই প্রদেশের বাসিন্দা। মূলত চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।  উহানে নজিরবিহীন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। স্বাস্থ্যকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা বিশ্রাম ছাড়াই কাজ করে যাচ্ছেন। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে শহরের হাসপাতালগুলো লোকজনে পরিপূর্ণ। কোথাও পা ফেলারও জায়গা নেই। সব হাসপাতালেই রোগীর ভিড় লেগে আছে। রোগীদের শরীর থেকে যেন এই ভাইর...

হোম পূর্ব-পশ্চিম পাকিস্তানি মানবাধিকার কর্মী মনজুর পশতিন গ্রেফতার

Image
মনজুর পশতিন পিটিএম'র প্রতিষ্ঠাতা ও মানবাধিকার কর্মী মনজুর পশতিনকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর বিচারবহির্ভূত সব হত্যাকাণ্ডের অভিযোগের তদন্তের দাবি জানিয়েছিলেন পিটিএম'র এই নেতা।  রবিবার পাকিস্তানের উত্তর-পশ্চিম শহর পেশোয়ারের শাহীন টাউন অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। মনজুর পশতিনকে গ্রেফতারের বিষয়টি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা নবিবুল খান।  বিডি প্রতিদিন/আরাফাত

সোলাইমানিকে হত্যার পর মধ্যপ্রাচ্য নিরাপদ হয়ে উঠেছে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Image
ফয়সাল বিন ফারহান আলে সৌদ সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে সোমবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মনে করেন আমেরিকা তাদের নিজেদের আত্মরক্ষার জন্যই বৈধভাবে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে।  তিনি আরও বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে কথা বলেছেন তার সঙ্গে তিনি একমত। পম্পেও বলেছেন, জেনারেল সোলাইমানিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য অনেক বেশি নিরাপদ হয়ে উঠেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই সাক্ষাৎকারে আরও বলেন, জেনারেল সোলাইমানির হত্যার পরেও ইরানের আচরণে তিনি কোনও পরিবর্তন দেখছেন না। ফারহান বলেন, “ইরানের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য আসছে সেগুলো ইতিবাচক তবে আমি তাদের প্রতি আবারও আহ্বান জানাব যে, তারা এমন আচরণ করবেন যা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করে।” বিডি প্রতিদিন/কালাম ...

চীন থেকে বাংলাদেশিরা ফিরতে পারবেন ১৪ দিন পর

Image
চীনে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেখান থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের দেশে আনার জন্য বেইজিংকে চিঠি দিয়েছে ঢাকা। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতাও শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  তবে করোনাভাইরাসের কারণে চীন থেকে বাংলাদেশিদের ফিরতে আরও ১৪ দিন লাগবে। করোনাভাইরাসের সংক্রমণ রোধের লক্ষ্যে ১৪ দিন পর্যন্ত উহানে কাউকে প্রবেশ করতে দেবে না স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার চীনের বাংলাদেশ দূতাবাস থেকে ঢাকাকে এই তথ্য জানানো হয়েছে। সোমবার চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস  আক্রান্ত এলাকা উহান থেকে  আগামী দুই সপ্তাহ কোনো বিদেশি নাগরিককে ছাড়বে না দেশটি। একইসঙ্গে সেখানে কোনো বিদেশিকে যেতেও দেওয়া হবে না। ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে দেশটি। বিডি-প্রতিদিন/শফিক

আফগানিস্তানে মার্কিন বিমান দুর্ঘটনার পেছনে তালেবান, বেঁচে নেই কেউ

Image
ফাইল ছবি আফগানিস্তানে যাত্রীবাহী বিমান ভেঙে পড়ার ঘটনার দায় স্বীকার করল তালেবান। সোমবার ঘটনার কয়েক ঘন্টা পরই দায় স্বীকার করেছে তালেবানরা। ঘটনাস্থল মূলত সরকারবিরোধীদের দ্বারাই নিয়ন্ত্রিত বলে জানা গেছে। পাস্তো ভাষায় তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন, আমেরিকার যাত্রীবাহী একটি বিমান গজনিপ্রদেশে ভেঙে পড়েছে। পাশাপাশি এও বলেন যে, বিমানের কর্মীদের সকলেরই মৃত্যু হয়েছে। ন্যাটো-র পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য না এলেও শীঘ্রই তা আসবে বলেই মনে করা হচ্ছে। গজনিপ্রদেশ মুলত তালেবান জঙ্গিদের দ্বারাই নিয়ন্ত্রিত বলে জানা গেছে। আরিয়ানা এয়ারলাইন্সের ৩৫৮ নং বিমানটি সোমবার আফগানিস্তানের দক্ষিণ প্রান্ত থেকে কাবুলের দিকে যাচ্ছিল।   কাবুলের দক্ষিণ পশ্চিমে দে ইয়াক জেলার সাদো এলাকায় ভেঙে পড়ে বিমানটি। ওই অঞ্চলটি তালেবান অধ্যুষিত। জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১ টা ১০ নাগাদ ভেঙে পড়ে ওই বিমানটি। তবে এখনও জানা যায়নি বিমানটি মিলিটারি না বাণিজ্যিক। বিডি-প্রতিদিন/শফিক

আমেরিকা ও ইসরায়েলের কমান্ডাররাও পালানোর পথ খুঁজে পাবে না

Image
ফাইল ছবি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের কোনো সেনা কমান্ডার হুমকির মুখে পড়লে আমেরিকার একজন সেনা কমান্ডারও বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না। ইরানি কমান্ডারদেরকে হুমকি দিয়ে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের কমান্ডাররাও পালানোর পথ খুঁজে পাবে না। সোমবার ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক সমাবেশে বক্তৃতা দেয়ার সময় মেজর জেনারেল হোসেইন সালামি এ মন্তব্য করেন। ইরানের কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করার পর সম্প্রতি মার্কিন কর্মকর্তারা ইরানের আরো কমান্ডারকে হত্যার হুমকি দিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের হুমকির জবাবে জেনারেল সালামি এ মন্তব্য করলেন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি ব্রায়ান হুক সৌদি মালিকানাধীন আশ-শারকুল আওসাত পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তার ভাষায় বলেন, ইরান যদি রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ না করে তাহলে কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত ইসমাইল কায়ানিকে হত্যা করা হবে। ব্রাউন হুক বলেছেন, ...

অস্ত্র উৎপাদনে এবার রাশিয়াকে পেছনে ফেলল চীন

Image
ফাইল ছবি এবার রাশিয়াকে পেছনে ফেলে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশের অবস্থান কেড়ে নিলো। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সোমবার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। ২০১৭ সালের বার্ষিক রিপোর্টকে স্টকহোমভিত্তিক সংস্থাটি সংশোধন করে এ তথ্য জানিয়েছে। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল। আমেরিকা যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশেরই তালিকায় রয়েছে। স্টকহোমভিত্তিক সংস্থাটি ২০১৭ সালের রিপোর্টে বলেছে, চীনের চারটি তালিকাভুক্ত কোম্পানি ৫,৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। ওই বছর রাশিয়া বিক্রি করে ৩,৭৭০ কোটি ডলারের অস্ত্র। এবছর বিশ্বের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি অস্ত্র উৎপাদন করেছে তার ভিতরে চীনা কোম্পানি ছিল তিনটি। ওই বছর বিশ্বের বড় দশটি অস্ত্র কোম্পানি ২৮ হাজার ৪১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছিল। বিডি-প্রতিদিন/শফ...