Posts

Showing posts from April 2, 2018

পাল্টে গেল ৫ জেলার ইংরেজি বানান

Image
পাঁচ জেলার ইংরেজি বানান পরিবর্তন করা হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইংরেজি বানান পরিবর্তন হওয়া এই পাঁচ জেলা হলো চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া। এর মধ্যে নতুন নিয়মে চট্টগ্রামের নাম হবে Chattogram, কুমিল্লার হবে Cumilla, বরিশাল হবে Barishal, যশোর Jashore ও বগুড়া হবে Bogura. পূর্বে যথাক্রমে এসব জেলার নামের ইংরেজি বানান ছিল Chittagong, Comilla, Barisal, Jessore ও Bogra. নিকারের বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার ) এন এম জিয়াউল আলম।

এক শয্যা থেকে একটি বটবৃক্ষ

Image
এক শয্যা থেকে একটি বটবৃক্ষ

দলিত তরুণ কেন ঘোড়ায় চড়বেন?

Image
দলিত সম্প্রদায়ের তরুণ প্রদীপ রাঠোর (২২) কিছুদিন আগে একটি ঘোড়া কেনেন। ঘোড়ায় চড়ে তাঁর গ্রামে ঘুরে বেড়ানোকে মেনে নিতে পারেননি উচ্চবর্ণের হিন্দু তরুণেরা। শেষ পর্যন্ত ওই তরুণেরা তরবারি দিয়ে কুপিয়ে প্রদীপকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের ভাবনগর জেলার টিম্বি গ্রামে। ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রদীপের ঘোড়ায় চড়ে গ্রামে ঘোরাকে মেনে নিতে পারছিলেন না উচ্চবর্ণের তরুণেরা। ঘোড়া কেনার পর প্রদীপ ও তাঁর বাবা কালুভাই রাঠোরকে ঘোড়া বিক্রি না করলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে আসছিলেন। তবে এ হুমকিতে কর্ণপাত করেননি প্রদীপ রাঠোর। বৃহস্পতিবার ঘোড়ায় চড়ে প্রদীপ যখন নিজের গ্রামের বাড়িতে ফিরছিলেন, তখন উচ্চবর্ণের তিন তরুণ তরবারি দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করেন। কালুভাই রাঠোর চার মাস আগে ছেলে প্রদীপের জন্য ৩০ হাজার রুপি দিয়ে একটি ঘোড়া কিনে দেন। ওই ঘোড়ায় চড়ে মাঝেমধ্যে গ্রামে ঘুরতে বের হতেন প্রদীপ। এ ঘটনায় প্রদীপের পরিবারের পক্ষ থেকে তিন তরুণের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পুলিশ তাঁদের সবাইকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলার পুলিশ সুপার বলেছেন, সি...

যৌতুকের জন্য স্ত্রীর পেটে লাথি, গর্ভস্থ শিশু নষ্ট

Image
ছবি : সংগৃহীত যৌতুকের ৫ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে এনে দিতে না পারায় ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভস্থ শিশুকে নষ্ট করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। তবে এমন ঘটনা প্রথম নয়। বছর দুয়েক আগে বিয়ে হওয়া ওই গৃহবধূ প্রথম বার অন্তঃসত্ত্বা হওয়ার পরেও একই ঘটনা ঘটেছিলো। তাঁর স্বামী একই ভাবে পেটে আঘাত করায় সে বারও গর্ভস্থ সন্তান নষ্ট হয় যায় বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানায়, ২০১৬ সালে হাওড়া টিকিয়াপাড়ার বাসিন্দা প্রিয়াঙ্কা সাউয়ের সঙ্গে বালির বীরেশ্বর চ্যাটার্জি লেনের বাসিন্দা রাজেশ সাউয়ের বিয়ে হয়। প্রিয়াঙ্কার বাড়ির লোকের দাবি, বিয়েতে ৩ লক্ষ টাকা যৌতুক দেওয়া হয়। উপহার দেওয়া হয় কয়েক ভরি সোনার গয়না। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই ফের পণের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন প্রিয়াঙ্কার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। প্রিয়াঙ্কার মা মানসী সাউ অভিযোগ করেছেন, বিয়ের আগে রাজেশের ব্যবসা আছে বলে জানালেও পরে জানতে পারি সে কিছুই কাজ করে না। পরে জানা যায়, তাঁর সঙ্গে এক তরুণীর বিবাহবহির্ভূত সম্পর্কও রয়েছে। আমার মেয়ে এ কথা ...

বান্দরবানে পাথরখেকোদের তত্পরতা থামছেই না

Image
বান্দরবানের লামা উপজেলার বনপুর সড়কে পাথরভর্তি ট্রাক। লামা উপজেলার বনপুরে অবৈধ পাথরবোঝাই ৯টি ট্রাক আটক নিয়ে প্রশাসন ও বিজিবির মধ্যে নানা টানাপড়েন সৃষ্টি হয়। এর পরও বান্দরবানের বিভিন্ন এলাকায় পাথর আহরণ বন্ধ হয়নি। নতুন কৌশল হিসেবে পুরনো নিলামের কাগজ দিয়ে পাথরখেকোরা প্রকাশ্য দিবালোকে স্থানীয়ভাবে আহরিত ঝিরি-ছড়ার পাথর পাচার করছে। প্রতিবেদন :  মনু ইসলাম, বান্দরবান বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক এলাকা, লামা উপজেলার বনপুর-ফাঁসিয়াখালিসহ দুর্গম কয়েকটি এলাকা, নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি এবং আলীকদম-থানচি সড়ক সংলগ্ন পাহাড়ের পাদদেশ থেকে পাথর আহরণ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, পাথর পাচারকারীরা প্রভাবশালী হওয়ায় প্রশাসনের কাছে অভিযোগ করেও জনগণ পাত্তা পাচ্ছেন না। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী সরকারি উন্নয়ন প্রকল্পে স্থানীয় পাথর ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। এর পরও সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহারের নাম দিয়েই এসব স্থানীয় পাথর উত্তোলন ও পাচার করা হচ্ছে। সূত্র জানায়, ১১ মার্চ অনুষ্ঠিত বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসের সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী সর...

আগস্টে টেলিটকের ফোরজি, সব জেলায় ইন্টারনেট চার্জ সমান করার সুপারিশ

Image
আগামী আগস্ট মাস থেকে দেশের সরকারি মেবাইল ফোন অপারেটর টেলিটকে ফোরজি চালু হচ্ছে ফোরজি সেবা কার্যক্রম। এজন্য প্রায় ২০০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে সব বিভাগীয় শহরে ফোরজি সেবা চালুর প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়।  এদিকে, একই ইন্টারনেট সেবা নিয়ে দেশে বিভিন্ন প্রকার চার্জ আরোপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সব জেলায় ইন্টারনেট চার্জ সমান করার জন্য ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অবৈধ ভিওআইপি রোধ কার্যক্রম আরো শক্তিশালী করার সুপারিশ করা হয়।  এসময় কমিটিকে জানানো হয়, গত ছয় বছরে অবৈধ ভিওআইপি রোধে অভিযান চালিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৫টি অবৈধ সিম জব্দ করা হয়েছে।  সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠক থেকে এসব তথ্য পাওয়া যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমদ। বৈঠকে বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারসহ কমিটির সদস্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,  মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং কাজী ফিরোজ ...

ভূ-পৃষ্ঠে ফাটল, দ্বি-খন্ডিত হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ! (ভিডিও)

Image
ভূ-পৃষ্ঠে প্রতিনিয়ত ঘটছে পরিবর্তন। এ পরিবর্তনের ফলে কখনো স্থলভাগ পরিণত হচ্ছে সমুদ্রে। আবার মাঝ সমুদ্রে জেগে উঠছে নতুন দ্বীপও। তথাপিও অনেক ঝড়-ঝাপটা সামলে আপন গতিতে এগিয়ে চলেছে পৃথিবী। বদল হচ্ছে ভূ-প্রকৃতি।  পৃথিবীর ইতিহাস বলছে, আজ থেকে ১ কোটি ৩৮ লাখ বছর আগে দু’ভাগে বিভক্ত হয়েছিল আফ্রিকা মহাদেশের পশ্চিমাংশ। তৈরি হয়েছিল নতুন মহাদেশ দক্ষিণ আমেরিকার। দুই মহাদেশের মাঝখানে সৃষ্টি হয় অাটলান্টিক মহাসাগরের।  সেই ইতিহাসের আবার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এবার আফ্রিকা মহাদেশের পূর্বাংশে দেখা দিয়েছে ফাটল। গত কয়েক দিনে দক্ষিণ-পশ্চিম কেনিয়ায় একটা বড়ো অংশ জুড়ে একটি বিশাল ফাটলের সৃষ্টি হয়ছে। ফাটলের প্রভাব এতটাই বেশি যে একটি জাতীয় সড়ক তার জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝেমধ্যেই সেই অঞ্চলে মৃদু ভূমিকম্পও অনুভূত হচ্ছে।গত ১৯ মার্চ থেকে শুরু হয়ে এখন ধীরে ধীরে বাড়ছে এই ফাটল। আফ্রিকার রিফট ভ্যালির অংশ, সুসওয়া অঞ্চলে দেখা দিয়েছে এই ফাটল।  ভূতাত্ত্বিকভাবেই রিফট ভ্যালিতে ফাটল দেখা যাওয়াটা স্বাভাবিক। কিন্তু সাধারণত বছরে কয়েক মিলিমিটার করে বাড়ে এ সব ফাটল। কিন্তু এবার সেই ফাটল বাড়ছে খুব দ্রুতগতিতে। ...

কঠিন সাজা সাইবার অপরাধে

Image
কম্পিউটারে সিস্টেম বা ফেসবুক হ্যাকিং করেছেন, অনলাইনে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করেছেন, আপনার রেহাই নেই। অপরাধ প্রমাণ হলেই হতে পারে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড। সঙ্গে গুনতে হতে পারে ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড। আইনজ্ঞরা বলছেন, সাইবার অপরাধে রয়েছে কঠিন সাজা। ফলে অনলাইন ব্যবহারে সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন তারা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০০৬ (সংশোধিত ২০১৩)-এ রয়েছে সাইবার অপরাধের বিচারের বিধান। যদিও এই আইনের একটি ধারা নিয়ে বিতর্কের পর ওই ধারাটি বাতিল করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে অন্যান্য ধারায় বিচারের সুযোগ রয়েছে সাইবার অপরাধের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন পর্যালোচনা করে দেখা গেছে, সামাজিক যোগাযোগের মাধ্যম বা অনলাইন গণমাধ্যমে কাউকে নিয়ে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারও নামে অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, কোনো স্ট্যাটাস দিলে কিংবা শেয়ার বা লাইক দিলেও সাইবার অপরাধ হতে পারে। কাউকে ইলেকট্রনিক মাধ্যমে হুমকি দিলে, অশালীন কোনো কিছু পাঠালে কিংবা দেশবিরোধী কোনো কিছু করলে তা সাইবার অপরাধ হবে। আবার ইলেকট্রনিক মা...

'বিশ্বকাপ বানচাল করতে চাচ্ছে পশ্চিমারা'

Image
সংগৃহীত ছবি ২০১৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপ বানচাল করতে চাচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। এমনটাই অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। একটি রুশ টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে জাখারোভা বলেন, তাদের "মূল উদ্দেশ্য রাশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেয়া। জাখারোভা আরও বলেন, 'আমার মনে হয় তারা রাশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে চায়। রাশিয়া থেকে ফুটবল বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নিতে তারা যে কোনো পন্থা অবলম্বন করবে ।' ইতোমধ্যে যুক্তরাজ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার ইস্যুতে বৃটিশ রাজপরিবারের কোনো সদস্য বিশ্বকাপে না যাওয়ারও ঘোষণা এসেছে। অপরদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এই বিশ্বকাপকে নাৎসি জার্মানিতে হওয়া ১৯৩৬ সালের অলিম্পিক গেমসের সাথে তুলনা করেছেন। এমনকি যুক্তরাজ্যের একজন বিরোধীদলীয় সংসদ সদস্য বিশ্বকাপ স্থগিত করারও দাবী জানিয়েছেন। তবে ইংল্যান্ড দল বিশ্বকাপ বয়কট করবে কিনা তা নিয়ে এখনো কোনো কিছু জানা যায়নি। এদিকে গত ৪ মার্চ সাবেক রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে সোভিয়েত আমলের নার্ভ...

দ. কোরিয়ার কনসার্টে হঠাৎ কিম জং উন

Image
সংগৃহীত ছবি কিম জং উনের দেশে গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কনসার্ট করেছে দক্ষিণ কোরিয়ার শিল্পীরা। রবিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এই কনসার্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর এই কনসার্ট দেখতে দর্শকের সারিতে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তাঁর স্ত্রী।  দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংস্থা জানায়, আন্তঃকোরীয় সম্মেলনের আগে এ পদক্ষেপ বড় ধরনের অগ্রগতি।  ধারণা করা হচ্ছে, কোরীয় উপদ্বীপে টানা কয়েক মাস সামরিক উত্তেজনা চলার পর দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দলের এই সফর কূটনৈতিকভাবে বরফ গলানোর কাজ করবে। দক্ষিণ কোরিয়ার এই সাংস্কৃতিক দলের সদস্যসংখ্যা ১২০ জন। এই দলের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ইয়নহাপ আরও জানায়, কিম দুই কোরিয়ার সাংস্কৃতিক বিনিময়কে আরো ঘন ঘন করার আগ্রহ প্রকাশ করেছেন। প্রায় আড়াই হাজার উত্তর কোরীয় গতকালের অনুষ্ঠান উপভোগ করে। এই অনুষ্ঠানে কিম ছাড়াও তাঁর বোন কিম ইয়ো জং এবং আলংকারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং নাম উপস্থিত ছিলেন। বিডিপ্রতিদিন/ ই-জাহান