সাবেক স্ত্রীর সঙ্গে আমির খান!
একই গাড়িতে রীনা দত্ত ও আমির খান ১৯৮৬ সালে রীনা দত্তের সঙ্গে বিয়ে হয়েছিল আমির খানের। ১৫ বছর ঘর-সংসার করার পর ২০০২ সালের ডিসেম্বরে রীনা দত্তের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানেন আমির খান। সেদিন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিবাহবিচ্ছেদের কাগজে সই করেছিলেন তাঁরা। এরপর তিনি বিয়ে করেছেন কিরণ রাওকে। কিন্তু এবার কী হলো—কিরণ রাও নন, গত শনিবার সন্ধ্যায় সাবেক স্ত্রী রীনা দত্তকে নিয়ে মুম্বাইর এক রেস্তোরাঁয় রাতের খাবার খেয়েছেন তিনি! এ সময় তাঁদের সঙ্গে ছিলেন সাবেক এই দম্পতির ছেলে জুনায়েদ আর মেয়ে ইরা। আরও ছিলেন আমির খানের ভাগনে ইমরান খানের স্ত্রী অবন্তিকা মালিক খান আর তাঁর ভাই বেদান্ত মালিক। পাপারাজ্জিরা তাঁদের ক্যামেরাবন্দী করেছেন। রেস্তোরাঁ থেকে বাসায় ফিরে সেখানে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন আমির খান। সেখানে লিখেছেন, ‘অনেক দিন পরে দারুণ খাবার খেয়েছি। ওরলিতে একটি নতুন রেস্তোরাঁ হয়েছে, অত্রিয় মলে। নাম মিজু। এখানে খুব ভালো জাপানি খাবার তৈরি হচ্ছে। সঙ্গে আছে দারুণ ডেজার্ট। শেফ লক্ষ্মণকে ধন্যবাদ। আরও ধন্যবাদ বেদান্তকে। এক মাসের মধ্যেই আবার এখানে আসছি।’ এই ছবিতে আমির খান আর ইরার সঙ্গে আছেন মিজুর...